Book Type : Biography | PDF Format | File Size : 886 KB | Page : Unknown | Download Link ⤵️
আদর্শ মানব আজ সেই বিরাট মহাপুরুষের জন্মদিন , যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ জন্মগ্রহণ করেছিলেন । তিনি জগতে এমন এক আদর্শের প্রতিষ্ঠা করে গেছেন , যা অনুসরণ করলে মানব জাতির সর্ববিধ মঙ্গল ও উন্নতি হতে পারে । এ দিন প্রতি বছরই আসে । কিন্তু আজকের এ সংকটপূর্ণ যুগসন্ধিক্ষণে এ দিনের গুরুত্ব এত বেশী যে , সমগ্র মানবজাতি সেই মহা পুরুষের নির্দেশিত পথের সন্ধান লাভের জন্য উন্মুখ হয়ে আছে ।
জগত বিখ্যাত দার্শনিক বার্নার্ড শ বলেছেন : “ আজ যদি মুহাম্মাদ দুনিয়ার ডিক্টেটর হতেন তাহলে জগতে পূর্ণ শাস্তি বিরাজিত হতো । ” মি . বার্নার্ড শ তাঁর অন্তরাত্মারই প্রতিধ্বনি করেছিলেন কি না জানি না । তবে তাঁর উক্তি যে মোক্ষম সত্য তাতে সন্দেহের অবকাশ নেই । বার্নার্ড শ অপেক্ষা আর এক ধাপ অগ্রসর হয়ে আমি বলব যে , যদিও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ইহজগতে নেই তবুও তাঁর প্রচারিত আদর্শ ও রীতিনীতি শাশ্বত হয়ে আছে ।
আমরা যদি তাঁর সেই আদর্শ ও রীতিনীতিকে আমাদের কর্মজীবনের ডিক্টেটর বানিয়ে নিই তাহলে যে সমস্ত ফেৎনা ফাসাদ আজ গোটা পৃথিবীকে একটা জাহান্নাম বা নরককুণ্ডে পরিণত করেছে , তাঁর অবসান হয়ে এখানে পূর্ণ শান্তি সম্প্রীতি ও আনন্দের পরিবেশ গড়ে উঠবে । আজ হতে চৌদ্দশত বছর পূর্বে যখন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ায় পদার্পণ করেছিলেন ,
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....