আল্লাহর ভালবাসা অর্জনের দশটি উপায় লেখকঃ ইমাম ইবনুল কাইয়্যিম
সকল প্রশংসা আল্লাহর আর তিনিই যথেষ্ট । ছালাত ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর , তাঁর পরিবার বর্গ ও সাহাবীদের উপর আর যে তাঁর হেদায়াত অনুসরণ করে তাঁর উপর । হে আল্লাহ্ নিশ্চয়ই আমি আপনার মহব্বত প্রার্থনা করছি আর এমন জ্ঞান যা আমাদেরেকে আপনার ভালবাসা অর্জনের যোগ্য করে দেয় । আল্লাহ্র প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ছালাত ও সালামের পর ঃ ইমাম বুখারী ( রহঃ ) ও ইমাম মুসলিম ( রহঃ ) স্ব স্ব ছহীহ গ্রন্থে হযরত আনাস বিন মালিক ( রাঃ ) থেকে রেওয়ায়াত করেন । তিনি বলেন , আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন মসজিদের দরজার কাছে একব্যক্তি আমাদের সাথে সাক্ষাৎ করে । তখন সে ব্যক্তিটি বলল , হে আল্লাহ্র রাসূল কিয়ামত হবে কবে ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , ‘ এর জন্য তুমি কি প্রস্তুতি গ্রহন করেছো ? ' বর্নণাকারী বলেন ( এ প্রশ্ন শুনে ) লোকটি যেন একটু দুর্বল হয়ে গেল । অতঃপর সে বলল , হে আল্লাহ্র রাসূল ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) সে দিনের জন্য আমি বেশী নামায , রোযা ও সাদকার প্রস্তুতি নিতে পারিনি । কিন্তু আমি নিশ্চয়ই আল্লাহ ও তাঁর রাসূল কে ভালবাসি ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....