শাহাদত অনির্বাণ জীবন PDF Download - Shahadat Onirban Jibon By Maulana Abdus Shohid Nasim

Image


Shahadat Onirban Jibon PDF Specification

Titleশাহাদত অনির্বাণ জীবন
Authorমাওলানা আবদুস শহীদ নাসিম
Publisherআধুনিক প্রকাশনী
QualityPDF Download Free
Rating⭐⭐⭐⭐⭐
Edition1st Printed, 1988
Number of Pages66
Countryবাংলাদেশ
PDF File Size   2.4  MB & Good Quality Pages

শহীদ আবদুল মালেকের দু'টি চিঠি  

ঢাকা বিশ্ববিদ্যালয়, ২১ শে সেপ্টেম্বর , ৬৬ 
প্রিয় বিলাল,
মুসলমানের যিন্দেগী খুবই কঠিন । জাহানে নও পড়ে থাকবে । গত ২৯ শে আগষ্ট মিশরে যারা ইসলামী আন্দোলন করে , সেই ইখওয়ানুল মুসলিমুনের ' তিনজন নেতাকে ফাঁসি দেয়া হয়েছে । এঁদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চিন্তাবিদ সাইয়েদ কুতুব । ১৯৫৪ সালেও এদলের ছয়জন নেতাকে ফাঁসি দেয়া হয় । তাঁদের মধ্যে ছিলেন মিশরের সর্বোচ্চ আদালতের বিচারপতি ডঃ আবদুল কাদের আওদাহ । 

এ সময় সাইয়েদ কুতুবের দশ বছরের কারাদণ্ড হয় । ইসলামী আন্দোলনে মিশরের মেয়েরাও পিছিয়ে নেই । এবার যয়নাব গাযালী নামের একজন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে । সাইয়েদ কুতুবের বোন হামিদা কুতুবকে দেয়া হয়েছে দশ বছরের কারাদণ্ড । বিলাল , চিন্তা করতে পারকি এঁদের জীবনের কথা ? এঁদের জীবন শহীদের— মুজাহিদের জীবন , তাঁদের মৃত্যু । শহীদের মৃত্যু এদের অপরাধ ছিলো এই যে ,

এরা — মিশরের প্রেসিডেন্ট নাসেরের অনৈসলামী কাজের সমালোচনা করেছিলেন । আমাদেরকেও ওদের মতো হতে হবে । রসূলের পথ এই শাহাদাতেরই পথ । তোমরা তাই জেগে উঠো । তৈরী হও সেই চূড়ান্ত সংগ্রামের জন্য । এই শপথ নাও “ আল্লাহর দ্বীনকে আল্লাহর যমীনে গালিব করার জন্যে আমরা দরকার হলে নিজেদের জানমাল কুরবান করতে কুণ্ঠিত হবনা । ” বিলাল ! তোমরা ছোট , এখনো অনেক কিছু জাননা । আমরা অনেকটা বুঝতে পারি । তাই আমাদের বুকটা ব্যথায় টনটন করে ওঠে । আমার বুকের ব্যথাটা যদি তোমাকে জানাতে পারতাম ! ভাই । জীবনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করা । তোমাদের মালেক ভাই, 

               ২য় চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয় , ২৪ শে ফেব্রুয়ারী ৬৬ 
পাক জনাবেষু , 
আস্সালামু আলাইকুম । প্রায় মাস দু'য়েক হলো আপনার সাথে কোন যোগাযোগ নেই আমার । .......... যে দিকে তাকাই দেখতে পাই , সবাই ছেড়ে চলেছে আমায় । আমার জীবনে তাই আমি খুঁজে নিতে চাই এক কঠিন পথ — জীবন - মরণের পথ । মায়ের বন্ধন ছাড়া আমার আর কিছুই নেই । বৃহত্তর কল্যাণের পথে সে বন্ধনকে ছিঁড়তে হবে । কঠিন শপথ নিয়ে আমার পথে আমি চলতে চাই । আশির্বাদ করবেন , সত্য প্রতিষ্ঠার এ সংগ্রামে যেন আমার জীবনকে আমি শহীদ করে দিতে পারি । 

আমার মা এবং ভাইরা আশা করে আছেন আমি একটা বড় কিছু হতে যাচ্ছি । কিন্তু মিথ্যা সে সব আশা । আমি বড় হতে চাইনে , আমি ছোট থেকেই সার্থকতা পেতে চাই । বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হয়ে বিলেত থেকে ফিরে যদি বাতিল পন্থীদের পিছনে ছুটতে হয় , তবে তাতে কি লাভ ? আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাশগুলোর চেয়ে ইসলামী ছাত্রসংঘের অফিস আমার জীবনে বেশী গুরুত্বপূর্ণ । জানি , আমার কোন দুঃসংবাদ শুনলে মা কাঁদবেন ; কিন্তু উপায় কি বলুন ? বিশ্বের সমস্ত শক্তি আল্লাহর দেয়া জীবন বিধানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে । 

আমরা মুসলমান যুবকরা বেঁচে থাকতে তা হতে পারে না । হয় বাতিলের উৎখ্যাত করে সত্যের প্রতিষ্ঠা করবো নচেত সে চেষ্টায় আমাদের জীবন শেষ হয়ে যাবে । আপনারা আমায় প্রাণ ভরে আশির্বাদ করুন , জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও যেন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি । কারাগারের নিরন্ধ্র অন্ধকার , সরকারী জাঁতাকলের নিষ্পেষণ আর ফাঁসীর মঞ্চও যেন আমায় ভড়কে দিতে না পারে । 

মিশরের কুচক্রী নাসের আবার সেখানকার একমাত্র ইসলামী প্রতিষ্ঠান ‘ ইখওয়ান'কে ধ্বংস করার কাজে উঠে পড়ে লেগেছে এবং তার কর্মীদের ফাঁসী দেয়ার যড়যন্ত্র করছে । এই অত্যাচারী যালেমদের উৎখাত করতে হবে । আমাদের সামনে হাসান হোসাইনের রক্ত—– আমাদের চোখে শহীদ হাসানুল বান্নার সংগ্রামী জীবন ভাসছে । বলুন , এত অত্যাচার সহ্য করেও কি চুপচাপ বসে থাকতে হবে ? খোদা হাফেজ আবদুল মালেক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ