যুক্তরাষ্ট্রে ধর্ম সমাজ pdf : লেখক আবুল আসাদ বই | Religious Society In UK by Abul Asad

আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস pdf

Title যুক্তরাষ্ট্রে ধর্ম সমাজ
Author আবুল আসাদ
Publisher এপিক পাবলিকেশন প্রাইভেট লিমিটেড (ঢাকা)
Edition 1st Published, 2016
Number of Pages 184
Country বাংলাদেশ
Language বাংলা

ভূমিকা....

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ভিজিটরস প্রোগ্রামের অধীনে ১৯৯৫ সালে ১৬ মে থেকে ১০ জুন পর্যন্ত আমি যুক্তরাষ্ট্র সফর করেছি । সফরের মধ্যে ছিল ওয়াশিংটন ডিসি , কলরাডো স্টেটের ডেনভার , ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস , টিনেসি স্টেটের ন্যাসভিল , ইলিনয়ের শিকাগো , ইন্ডিয়ানা স্টেটের ব্লুমিংটন এবং প্লেনফিল্ড এবং নিউইয়র্ক । প্রোগ্রামে না থাকলেও আমরা জনৈক বাংলাদেশী ছাত্রের আমন্ত্রণে মেরিল্যান্ডের বাল্টিমোর যাই । সফরের বিষয় ছিল ' যুক্তরাষ্ট্রের সমাজে ধর্মের প্রভাব ' । এই বিষয়ে জানার জন্য ইসলাম , খ্রিস্ট ও ইহুদি ধর্মের বিভিন্ন সংস্থা , সংগঠন ও ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ ও আলোচনার ব্যবস্থা করা হয় । আলোচনার মধ্যে ব্যাপক বিষয় শামিল হয় । তবে মধ্যে যুক্তরাষ্ট্রে চার্চ এবং স্টেট আলাদা হওয়া , যুক্তরাষ্ট্রের সমাজে ধর্মের ভূমিকা , মার্কিন পাবলিক স্কুলে ধর্ম শিক্ষা নিষিদ্ধ হওয়া ও প্রার্থনার সুযোগ না থাকা , মানবাধিকার , ইসলাম ও গণতন্ত্র , ইসলাম ও সন্ত্রাস , মৌলবাদ ও ইসলাম , বিশ্বশান্তি ও ধর্ম , খৃষ্টান - মুসলিম ডায়ালগ , ধর্মনিরপেক্ষতা , গণতন্ত্র , ধর্ম ও আগামী শতক , ধর্মহীনতা এবং অপরাধ প্রবণতার সমস্যা ও ধর্ম ইত্যাদি বিষয় ছিল । মার্কিন যুক্তরাষ্ট্র সফর আমার জন্য একটা বিরাট সুযোগ । 

এতে মার্কিন জনগণকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে । অনেকভাবে তাদের জানার সুযোগ পেয়েছি এর ফলে । দেখেছি , মার্কিন যুক্তরাষ্ট্র একটি মুক্ত সমাজ । মত প্রকাশ ও সমিতি সংগঠন কায়েমের সমান অধিকার সকলের আছে । আইনের চোখে সেখানে ধর্ম ও বর্ণের মধ্যে কোনো বৈষম্য নেই । গণতন্ত্র যেন মার্কিন জনগণের ধ্যান ও জ্ঞান । জনসমর্থন নিয়ে যাই আসুক সেটাই তাদের কাছে শিরোধার্য । তাদের ধারণা গণতন্ত্রের মাধ্যমে কোনো মন্দ এলেও গণতন্ত্রের মাধ্যমেই তা দূর হয়ে যাবে । আবার এসব কিছুর অন্তরালে গ্রুপ বিশেষের মধ্যে শক্তি ও সন্ত্রাসের খেলাও রয়েছে । গণতন্ত্র মার্কিন বুদ্ধিজীবীদের জন্য এক ধরনের আফিমে পরিণত হয়েছে বলে আমার মনে হয়েছে । গণতন্ত্র যাই করুক তাতে তাদের আপত্তি নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ