প্রেমময় দাম্পত্য জীবন Premomoy Dampotto Jibon (নিয়ম,কৌশল,পরামর্শ) লেখকঃ উসতাজ হাসান শামসি পাশা (রিভিউ)

প্রেমময় দাম্পত্য জীবন pdf Premomoy Dampotto Jibon pdf download no available (নিয়ম,কৌশল,পরামর্শ) লেখকঃ উসতাজ হাসান শামসি পাশা (রিভিউ)

বইঃ প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম,কৌশল,পরামর্শ)
লেখকঃ উসতাজ হাসান শামসি পাশা)
অনুবাদক; আব্দুল্লাহ ইউসুফ
প্রকাশনীঃ Ruhama Publication
পৃষ্ঠা; ৫২০
বাঁধাই; হার্ডকাভার
প্রচ্ছদ মূল্য; ৫৬০৳
প্রি-অর্ডার মূল্য; ৩৬৫৳ (৩৫% ছাড়ে)

"আদম (আঃ) এর পাজর থেকে আল্লাহ তায়ালা হাওয়াকে সৃষ্টি করেছেন,যেন আদম সর্বদা অনুভব করে হাওয়া দেহরই অংশ"

প্রারম্বিক কথন;
পারিবারিক দুঃখ,দাম্পত্য জীবনে অশান্তি এসব বিষয়গুলো মানুষকে ভিতর থেকে মেরে ফেলে।তখন দুনিয়াকেই জাহান্নাম মনে হয়।কিন্ত আল্লাহ তায়ালা আমাদের পৃথিবীতে যদি কোনো জান্নাতী কিছু প্রদান করে থাকেন সেটা হচ্ছে "স্বামী স্ত্রী মধুর সম্পর্ক" এই সম্পর্ক ঠিক থাকলে ক্ষণস্থায়ী এই দুনিয়া জান্নাতে পরিণত হয়।এজন্য আমাদের এই জান্নাতি স্বাদ বা অনুভব পেতে হলে অবশ্যই স্বামী অথবা স্ত্রী উভয়কেই দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় রাখতে অনেক কিছু জানতে হবে এবং বুঝতে হবে।মানিয়ে নিতে হবে এবং মেনে নিতে হবে।তাহলে জান্নাতের স্বাদটুকো পাওয়া যাবে এই দুনিয়াতেই।

বইয়ের বিষয়বস্তু;
বইটির নামের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে নামেই বইটির মূল বিষয়বস্তু ফুটে উঠেছে।কিন্ত তারচেয়েও বেশি আপনি সুচিপত্র দেখলে বুঝতে পারবেন যে বইটি আসলে প্রেমময় দাম্পত্য জীবনের এক ফুল প্যাকেজ বলা যায়।দাম্পত্য জীবনের প্রত্যেকটি খুটিনাটি বিষয় বইটিতে উঠে এসেছে।দাম্পত্য কলহ কিংবা স্বামী এবং স্ত্রী মনস্তত্ত্ব বুঝা এবং কিভাবে সম্পর্ক আরো সুন্দর করা যায়,সংসারকে কিভাবে মেইনটেইন করতে হয়,শ্বাশুড়ি কিংবা পরিবারের অনান্য বিষয়াদি কিভাবে হ্যান্ডল করা যায়,সব বিষয়গুলো বিস্তরভাবে বইটিতে আলোচিত হয়েছে আলহামদুলিল্লাহ।

বইটি কেন ও কাদের পড়া উচিত?
ব্যক্তিগতভাবে আমার কাছে যা মনে হলো বইটি আসলে প্রাপ্তবয়স্ক যেকেউ পড়তে পারবে এবং বিবাহিত প্রত্যেক পুরুষ ও নারীকে বইটি পড়ার জন্য একান্তই অনুরোধ করছি।এটা বলার কারণ হলো যে,বইটিকে পারিবারিক সম্পর্কের একটা সম্পূর্ণ ফুল প্যাকেজ বলা যায়।সেক্ষেত্রে প্রাপ্তবয়স্করা বইটি পড়লে পারিবারিক দাম্পত্য বিষয়াদি সহজে জানতে পারবে এবং যখন সে পবিত্র বন্ধনে জড়াবে তখন সমস্যা হবেনা পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে।আর বিবাহিত ভাই/বোনেরা আপনাদের জন্য মাস্ট রিড এই বই।

বইটির প্রয়োজনীয়তা;
পশ্চিমা দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো পারিবারিক সম্পর্কের কতটা অবনতি হচ্ছে দিনদিন।সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে ডিভোর্স হয়ে যাচ্ছে।কেউ কেউ ভালো লাগছে না কিছুদিন সংসার করে ডিভোর্স দিয়ে দিচ্ছে।লিভ টুগেদার,সমকামিতা ইত্যাদি জঘন্য জিনিসের প্রচার এবং প্রসার হচ্ছে।

দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিম সমাজেও পশ্চিমাদের এসব নোংরা কার্যকলাপ ধীরে ধীরে অনুপ্রবেশ করছে।অধিকাংশ পরিবারগুলোতে আমরা দেখতে পাই অশান্তির চাপ।সাথে সাথে দিনদিন তালাকের হারও বেড়ে চলেছে।ফলে আমাদের ঘরও হয়ে উঠছে গোনাহের আস্তানা।কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।

এসবের জন্যই পরিবারে দেখা দিচ্ছে দ্বীনি শিক্ষার অভাব,পারস্পরিক সুসম্পর্কের অবনতি।

ঠিক এসব থেকে বেরিয়ে আসতে এই বইটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে।লেখক এত সুন্দর করে পারিবারিক এসব সমস্যার সমাধান তুলে ধরেছেন আপনি বইটি পড়লে বুঝতে পারবেন।

ব্যক্তিগত ভালো লাগা বা রেটিং;
শর্ট পিডিএফ পড়ে বইটা সম্পর্কে যে ধারণাটা হলো সেটা হচ্ছে বইটা অনেক বেশি উপকারি আর প্রত্যকের বইটা পড়া উচিত।লেখকের লেখা রুহামা পাবলিকেশনের থেকে আরো একটি বই পড়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো।অনুবাদের প্রশ্নে আসলে আব্দুল্লাহ ইউসুফ ভাইয়ের তুলনাই হয়না।
রেটিং দিলে ১০ মধ্যে আমি ৮ দেবো ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ