রিযিক নির্ধারিত উপার্জন আপনার দায়িত্ব
#৬ বেস্টসেলার ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি
লেখক : শাইখ আলী তানতাভী
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
বিষয় : ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি
◉ প্রারম্ভকথনঃ
.
❝আমার রিযিক ও কেড়েছে...❞, ❝তার রিযিক সে ছিনিয়ে নিয়েছে...❞ - এরকম নানান কথা অহরহ আমাদের কানে ভেসে আসে। আসলেই কি মানুষের রিযিক মানুষ ছিনিয়ে নিতে পারে? সাধ্য আছে মানুষের এ কাজ করার? আসুন একটু আলোকপাত করা যাক আলী তানতাবীর ❝রিযিক নির্ধারিত উপার্জন আপনার দায়িত্ব❞ বই থেকে!
•
▣ কি নিয়ে বইটি?
.
রিযিক নিয়ে মানুষের ভুল ধারণা, হতাশা কাটিয়ে ওঠার এবং হাদিস ও তাওয়াক্কুলে ভরপুর শিক্ষনীয় ঘটনাবলির অবতারণিকা নিয়েই মূলত বইটি।
•
▣ কি কি পাবেন বইতে?
.
✦ রিযিকের আসল সংজ্ঞা জানতে পারবেন পাঠক এ বই থেকে।
✦ রিযিকের রহস্য, এ সম্পর্কিত বিশ্বাস ও তাওয়াক্কুল নিয়ে সংক্ষেপে মনে দাগ কেটে যাওয়ার মতো আলোচনা।
✦ আপনার রিযিক কেড়ে নেয়ার মতো সাধ্য কারও নেই, যা পূর্ব নির্ধারিত, এ সম্পর্কে ক্লিয়ার কাট একটা মাইন্ডসেট বসে যাওয়ার মতো কথামালা পেয়ে যাবেন এ বইতে, ইন শা আল্লাহ!
•
▣ অভিমতঃ
.
বইটির ভেতরের কাগজ, রঙিন প্রিন্ট, পেপার কোয়ালিটি, রত্ন সমতুল্য লেখা... সব মিলিয়ে বইটির বিক্রয়মূল্য যে মাত্র ৩৫ টাকা হতে পারে, এটাই কিছুক্ষণ ভাবালো আমাকে, মানে আপনি কয়েক সেকেন্ডের জন্যে হলেও আশ্চর্য হতে বাধ্য। ছোট কলেবরের বই হলেও, বড় বড় বহুখণ্ডের বই থেকে এ ৩২ পৃষ্ঠার বই আমার কাছে কোনো অংশে কম লাগেনি। যেমন প্রেজেন্টেশন এ, তেমনি কোয়ালিটি মেইনটেইন এর ক্ষেত্রেও অসাধারণ, মা- শা-আল্লাহ!
•
▣ খারাপ লাগাঃ
.
বইয়ের একটা দিক ছাড়া আর কোনো কিছুই খারাপ লাগার মতো ছিলনা, তা হলো - বইয়ের কিছু কিছু প্রিন্টিং চিত্র এত সুন্দর ছিল কিন্তু লেখাগুলো আরবিতে হওয়ায় আর সাথে বাংলা অর্থ না থাকায় বোঝা গেল না আসলে চিত্র দারা কি বোঝানো হচ্ছে। যেটা মনের খোয়ায়েশ কিছুটা অপূর্ণ রেখেছে। বাকি সবকিছুই মাশা আল্লাহ!!
•
বই: রিযিক নির্ধারিত উপার্জন আপনার দায়িত্ব।
লেখক: ড. আলী তানতাবী।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
✦ দামঃ
প্রচ্ছদ মূল্যঃ ৬০ টাকা।
ছাড়ঃ ৪১%
বিক্রয় মূল্যঃ ৩৫ টাকা।
•
✦ শিপিং চার্জ ও মুল্য পরিশোধের পদ্ধতিঃ
ঢাকা সিটি কর্পোরেশনের ভিতর রয়েছে দু'রকম পেয়মেন্ট সুবিধা।
শিপিং চার্জ যথাক্রমে ৪০৳ ও ৬০৳
ক্যাশ অন ডেলিভারি চার্জ = ৬০৳ আর
অগ্রীম মুল্য পরিশোধ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে = ৪০৳
•
ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে রয়েছে একটি মাত্র পেয়মেন্ট সুবিধা।
শিপিং চার্জ = যে কোন পরিমান অর্ডারের জন্য মাত্র ৪০৳।
সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।
তারপর সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্রাঞ্চ এর মাধ্যমে বই সংগ্রহ করতে হবে।
•
✦ সময়ঃ
ঢাকা সিটি কর্পোরেশনের ভিতর ডেলিভারীঃ
২/৫ কার্যদিবসের মধ্যে ইন-শা-আল্লাহ।
আর বাহিরে হোলেঃ
১/৪ কার্যদিবসের মধ্যে ইন-শা-আল্লাহ।
•
✦ কিভাবে অর্ডার করবেন?
আপনার নাম, লোকেশন (ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে হলে শুধুমাত্র নিকটস্থ শুন্দরবন ব্রাঞ্চ নাম দিবেন), কন্টাক্ট নম্বর ও কিতাব এর নাম এই নম্বরে (০১৭১৭০৪৬৯৯০) টেক্সট করুন অথবা একই তথ্য এই পেজ এ ম্যাসেজ (ইনবক্স) করুন।
•
প্রয়োজনে আমাদের কল করতে পারেন - 01717046990 এই নম্বরে।
(সালাতের সময় সমুহ ব্যাতিত - সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।)
প্রসঙ্গঃ রিজিক
---------------------
রিযিক নির্ধারিত, এখন উপার্জন আপনার দায়িত্ব।
রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ ।
সর্বোচ্চ স্তরঃ ইমান, শারীরিক ও মানসিক সুস্থতা।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে কত টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা পূর্ব থেকেই নিয়েছেন।
এখন আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ঐ পরিমান টাকা আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ঐ পরিমানই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে খুলনার দৌলতপুর বসে খাচ্ছি, সেটা হয়ত ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী! কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ্...
কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। আল্লাহ তা'আলা বলেন
* দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।’ (সুরা হুদ : আয়াত ৬)
* যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না।’
(সুরা ত্বালাক : আয়াত ২-৩)
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন। আমীন.
রিভিউ লিখেছেন - 💕মাহমুদুল হাসান বিন ইসমাইল
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....