জেনে নিন সত্যিকার মানুষের সংজ্ঞা - আমির জামান ও নাজমা জামান

সত্যিকার মানুষের সংজ্ঞা কী?

সন্তানের ভবিষ্যতের জন্যে, সন্তানকে মানুষ করার জন্যে আমরা সবাই চিন্তিত, সবাই ব্যস্ত । এখন আমাদের প্রশ্ন এই মানুষের সংজ্ঞা কি? আমার সন্তান ভাল ইউনিভার্সিটিতে পড়বে, একজন ব্যাংকার বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে আর এতেই সে মানুষ হয়ে গেল? আসলে মানুষের সঠিক সংজ্ঞা হলো আমার সন্তান একজন ভাল মুসলিম হবার পাশাপাশি একজন ভাল প্রফেশনাল হবে, সে দুনিয়া এবং আখিরাত দুইদিকেই সফলতা অর্জন করবে ।

তাহলে এবার দেখি কিভাবে একজন পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। মা হচ্ছেন সন্তানদের বুনিয়াদী শিক্ষক, বাবার পাশাপাশি সন্তানকে মানুষ করার পিছনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । মনে রাখতে হবে আধুনিকতার নামে সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি, আর বলছি ঠিক থাকতে! আমরা নিজেও এই বয়সে এই পরিবেশে কী ঠিক থাকতে পারতাম? আমরা খুব ভাল করেই জানি যে আমাদের দেশে আর আগের মতো পরিবেশ নেই, সকলেই কেমন যেন ওয়েষ্টার্ন আর ইন্ডিয়ান কালচার ফলো করছে, ক্যাবল কানেকশনের বদৌলতে ঘরে ঘরে চলে এসেছে অনৈসলামী কার্যক্রম। একটা সাধারণ ফর্মূলা আমরা জানি, আগুনের পাশে ঘি রেখে ঘি কে বলছি না গলতে, কিন্তু ঘি একসময় গলবেই ।

একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হওয়া যাক। যেমন ক্যানাডায় শীতকালে প্রচন্ড শীতে (-২০/-৩০° সেন্টিগ্রেডে) আমরা যখন বাইরে যাই তখন সারা শরীর খুব ভালভাবে প্রটেক্শন দিয়ে যাই, সবই ঢাকা থাকে শুধু চোখ দুটো খোলা থাকে, কারণ ঠান্ডা এতো যে কোথাও একফোঁটা পানি থাকলেও তা বরফ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের চোখের পানি বরফ হয় না, এর কারণ আমাদের চোখের পানির মধ্যে লবণ দেয়া আছে, তাই এতো শীতেও তা বরফ হয় না। সেরকম আমার সন্তানের ভিতর এমন কোন উপাদান ঢুকিয়ে দিতে হবে যার কারণে এই প্রতিকূল পরিবেশে থেকেও সে নষ্ট হবে না, আর তা হলো মজবুত ঈমান এবং তাকওয়া বা আল্লাহভীতি । সন্তানের ঈমান মজবুত করতে আর তাকওয়া তৈরি করতে হলে আগে মা-বাবার ঈমান ও তাকওয়া উন্নত করতে হবে এবং বাসায় একটা সুন্দর ইসলামী পরিবেশ তৈরি করতে হবে। রসূল বলেছেন মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সুফল সে কিয়ামত পর্যন্ত পেতে থাকে ।

(১) সদকায়ে জারিয়া

(২) এমন সৎ জ্ঞান যা সে বিতরণ করেছে এবং তা মানুষের উপকারে লাগছে (৩) নেক সন্তান যে তার জন্য দু'আ করবে। (সহীহ্ মুসলিম)

এবার আমাদের আলোচনা ৩নং পয়েন্ট নিয়ে। নেক সন্তান কিভাবে রেখে যাব? আমাদের অনেকেরই ধারণা যে সন্তানকে বিকেলে হুজুরের কাছে কায়দা বা কুরআন পড়তে পাঠালেই সব হয়ে গেল, সে পাক্কা মুসুল্লি হয়ে গেল, সে ইসলাম শিখে ফেললো । আসলে ধারণাটা ভুল, সাধারণত ওখানে তিলাওয়াত ছাড়া আর তেমন কিছুই শেখানো হয় না। আমার সন্তানকে একজন পরিপূর্ণ মুসলিম বানানোর জন্য আমাকেই স্পেশাল প্রজেক্ট হাতে নিতে হবে। শুধু টাকা আর খ্যাতির পেছনে দৌড়ালে সব হারাবো, একসময় আফসোসের আর সীমা থাকবে না, তাই সময় থাকতে এখনই সচেতন হওয়া উচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ