Title ভূতের মেয়ে লীলাবতী
Author শফীউদ্দীন সরদার
Publisher আধুনিক প্রকাশনী
Quality পেপারব্যাক
Edition 1st Published, 2006
Number of Pages 28
Country বাংলাদেশ
Language বাংলা
মস্ত এক রাজবাড়ী । রাজবাড়ীর পাশেই বিশাল এক তালগাছ । সেই তালগাছে বাস করে এক ভূত আর এক ভূতনী । ভূতটা বর ভূতনীটা বউ । এরা চুরি করে খায় । তাই এদের নাম হয়েছে চোরা - চুন্নী । আর সব ভূতেরা ঘেন্না করে এদের । বলে , এরা ভূত জাতির কলংক । চুরি করে খায় , ছিঃ ! এ চোরা আর চুন্নী কিন্তু ভাত মাছ চুরি করে খায় না । এরা খায় মানুষের কচি কচি বাচ্চা । একেবারেই কচি । মায়ের পেট থেকে বেরিয়েই যে বাচ্চা কেঁদে উঠে , সেই বাচ্চা । দুইকান সব সময় খাড়া রাখে এরা ।
মায়ের পেট থেকে বেরিয়ে কোথাও কোনো বাচ্চা কেঁদে উঠলেই এরা তা শুনতে পায় । অমনি বাচ্চাটাকে খাওয়ার বড় লোভ হয় এদের । টপ্ টপ্ করে পানি পড়ে জিব দিয়ে । তখনই চোরা - চুন্নী দুইজন ছুটে যায় বাচ্চাটাকে চুরি করে আনার জন্য । চুরি করার কায়দাটাও যে সে কায়দা নয় । একেবারেই ভেল্কি বাজী । ছুঃমন্তর ছুঃ । বাচ্চাকে কোলের কাছে শোয়ায়ে মা একটু চোখ বুজলেই কম্ম কাবার । একপলকেই চুরি করা শেষ । বাচ্চাটা মেয়ে হলে চুন্নীটা তখনই বাচ্চার রূপ ধরে বিছানায় শোয় আর আসল বাচ্চাকে তুলে
নিয়ে চোরাটা চলে যায় তাল গাছে । বাচ্চার মা কিছু বুঝতেই পারে না । চোখ মেললেই সে দেখতে পায় – বাচ্চাটা তার পাশেই শুয়ে আছে । এটা যে আসল বাচ্চা নয় , চুন্নীটা বাচ্চার রূপ ধরে শুয়ে আছে , মা তা বুঝবে কি করে ? এর পরের ঘটনা আরো চমৎকার । একটা বেলা না যেতেই হাত পা খিচিয়ে দুই চোখ উল্টিয়ে মরে যায় বাচ্চাটা । মানে , বাচ্চার রূপ ধরে থাকা ঐ চুন্নীটা মরে যাওয়ার ভান করে । সবাই ভাবে অসুখ হয়েই মরে গেল বাচ্চাটা । এরপর বাচ্চাটাকে কবর দিয়ে এলেই ব্যস , চুন্নীকে আর পায় কে ? কবর থেকে বেরিয়ে সে ছুটে যায় তাল গাছে । আসল বাচ্চা নিয়ে চোরাটা তালগাছে বসে থাকে ।
চুন্নী ফিরে এলেই বর বউ দুজন মজা করে বাচ্চাটাকে খায় । বাচ্চাটা ছেলে হলেও ঐ একই ব্যাপার । তখন চোরাটা বাচ্চার রূপ ধরে থাকে আর চুন্নীটা আসল বাচ্চা নিয়ে চলে আসে তালগাছে । ভূতের কাণ্ডতো ! এদের বুদ্ধির শেষ নেই । রাজবাড়ীর পাশে ঐ তালগাছে বসে চোরা - চুন্নী বর বউ চুরি করা বাচ্চা খায় , আর ঐ তালগাছেই ঘুমায় । প্রত্যেকবার তারা দূরের গাঁ থেকে কচি বাচ্চা চুরি করে আনে । হঠাৎ ঘটলো এক মজার ঘটনা । এবার রাজবাড়ীর ভেতরেই কেঁদে উঠলো এক কচি বাচ্চা । অনেকদিন পরে রাজরাণী এমাত্র একটা কন্যা সন্তান প্রসব করলেন রাজবাড়ীতে । কচি বাচ্চার কান্না শুনেই আনন্দে নেচে উঠলো চোরা আর চুন্নী । খাবারটা তাদের আজ একদম হাতের কাছে । খুশীতে ডগমগ তারা । খুশী তারা হবেই তো । তারা যে আসলেই ভূত । পাড়া পড়শীর উপর কি কোনো দয়া আছে তাদের ? এরা যার গাছে থাকে , তার ঘাড়ই ভাংগে । রাজবাড়ীর পাশেই বাস করে তারা । রাজ বাড়ীর লোকেরা তাদের পড়শী ।
কিন্তু তাহলে কি হয় ? ভূতেরা কি ওসব কথা ভাবে ? রাজ বাড়ীর ভেতরে বাচ্চার কান্না শুনতে পেয়েই ঐ কচি রাজকন্যাকে চুরি করে আনার জন্যে তারা ছুটে গেল সেখানে । চুন্নীটা রাজকন্যার রূপ ধরে মায়ের কাছে শুয়ে রইলো আর চোরাটা ঐ একইভাবে রাজকন্যাকে তুলে নিয়ে চলে এলো তালগাছে । এরপর আবার ঐ একই ঘটনা । হাত পা খিচিয়ে দুইচোখ উল্টিয়ে মরে গেল রাজকন্যা । মানে , রাজকন্যার রূপধরে থাকা ঐ চুন্নীটা মরে গেল মিছেমিছি । মরা রাজকন্যাকে কবর দেয়ার পর কবর থেকে উঠে এলো চুন্নী । বাচ্চাটাকে খাওয়ার জন্যে তালগাছে এসে এঁটে সেটে বসলো ।
কিন্তু বর বউ দুজন বাচ্চাটাকে খেতে গিয়েই ঘটলো আর এক ঘটনা । বাচ্চাটা ছিল দেখতে খুবই সুন্দর । সুন্দর তো হবেই । আসলেই যে সে একটা রাজকন্যা । টানা টানা চোখ , বাঁশীর মতো নাক , ছবির মতো ঠোঁট আর মুখ । আর গায়ের রং ঠিক যেন গনগনে আগুন । বাচ্চাটাকে ভাল করে দেখেই গলে গেল চুন্নীটার মন । চোরাকে সে সংগে সংগে বললো – না গো না , এ বাচ্চাকে আমরা খাবো না । এটাকে আমরা পালবো । শুনে চোরা তো অবাক । বললো – পালবে মানে ?
Download PDF - Bhuter Meye Lilaboti Story Books
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....