Title আজ দুপুরে তোমার নিমন্ত্রণ PDF
Author হুমায়ূন আহমেদ বই pdf
Publisher অন্যপ্রকাশ
Quality পিডিএফ ডাউনলোড
ISBN 984868509X
Edition 6th Printed, 2009
Number of Pages 112
Country বাংলাদেশ
Language বাংলা
"আজ দুপুরে তোমার নিমন্ত্রণ PDF হুমায়ূন আহমেদের এই বইটি আমরা পাঠকের জন্য পিডিএফ ডাউনলোড এর ব্যবস্থা করেছি। আপনারা চাইলে : আজ দুপুরে তোমার নিমন্ত্রণ PDF হুমায়ূন আহমেদের এই বইটির রিভিউ ও পরতে পারেন।| Aj Dupure Tomar Nimontron By Humayun Ahmed Books"
১.মিস মনোয়ারা- বডি ম্যাসাজ দিয়ে বেড়ানো বোরকাপরা রহস্যময় এক মহিলার গল্প। তিন চার পৃষ্ঠার ছোট্ট একটা গল্প। এটা পড়ে আপনার মজাও লাগতে পারে,রাগও লাগতে পারে। আবার মিশ্র অনুভূতিও হতে পারে। আমার এক বন্ধু এটা পড়ে নাকি খুব হেসেছে, কিন্তু আমার গা ঘিন ঘিন করছিলো।
২.কাকারু- মেয়ের জন্মদিন উপলক্ষে একজন অদ্ভুত বাবা একটা কাক কিনলেন। অস্বাভাবিক শোনালেও ঠিক অস্বাভাবিক না ব্যাপারটা। তিনি কাক কিনেছিলেন কারণ তার মেয়ের প্রথম বলা কথাটা ছিলো ''কাক''। এই কাক বোকাসোকা, লাজুক আশরাফুদ্দিন সাহেবের এক ঢিলে অনেক সমস্যা সমাধানে সাহায্য করে।
Humayun Ahmed
৩.পঙ্গু হামিদ- এটা পড়ে কষ্ট আর রাগ দুইটাই হয়েছে। হামিদ একজন রাজাকার যে মুক্তিযোদ্ধা পরিচয়ে দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে গ্রামে বসবাস করছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় করা তার পাপগুলো কিছুতেই তার পিছু ছাড়তে চাইছে না। কথায় আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। কিন্তু আসলে হামিদের মতো ন্যাড়ারা বারবারই বেলতলায় যায়।
৪.ফোর্টি নাইন- অর্থোপেডিক্স মাসুম রহমানের কাছে হঠাৎই এক অদ্ভুত রোগী এলেন যার ধারনা তার হাইট কমছে। তিনি সাথে করে প্রমানও নিয়ে এসেছেন বিভিন্ন চার্ট,আগের প্যান্ট ইত্যাদি। অবাস্তব বিষয় বলে মাসুম রহমান সেটাকে উড়িয়ে দিতে চাইলেন কিন্তু তখনও তিনি জানতেন না যে পৃথিবীতে অনেক অবাস্তব বিষয়ই ঘটে। লেখকের কল্পনাপ্রবণ মনের দারুন একটা ফল। সবকিছুতে যারা লজিক খোঁজে তাদের ভালো নাও লাগতে পারে,আমার বেশ লেগেছে।
৫.সগিরন বুয়া- এই গল্পটা পড়ে চোখে পানি এসেছে। সগিরন একজন বুয়া যিনি একটা বাসাবাড়িতে বাচ্চার দেখাশোনার কাজ পান। নিজের সন্তান না থাকায় বাচ্চাটার প্রতি তার মারাত্মক মায়া পড়ে যায়। শুধু সে না,তার পঙ্গু স্বামী জয়নালেরও বাবুর প্রতিদিনের কান্ডকারখানার গল্প না শুনলে ভালো লাগে না। বেশীরভাগ গল্পেই দেখা যায় বুয়ার কাছে বাচ্চা রেখে গেলে তারা অযত্ন করে, হুমায়ূন আহমেদ একটু অন্য রকম ভাবে ব্যাপারটা দেখিয়েছেন। সব বুয়া একরকম না। কারো কারো হৃদয় থাকে মমতায় পূর্ণ।
৬.নয়া রিকশা- কিছু কিছু গল্পে হুমায়ূন আহমেদকে স্যালুট দিতে ইচ্ছে করে। এটা তেমন একটা গল্প। এত চমৎকার, বাস্তব, সাধারণ একটা আইডিয়া ভাবতে পারাটাও অসাধারণ ব্যাপার। শুধুমাত্র উনিই পারেন। এই গল্প অবলম্বনে নাটকটা দেখেছি, গল্প যে আছে সেটা ভুলে গিয়েছিলাম। আরেকবার পড়লাম, মুগ্ধ হলাম।
৭.আজ দুপুরে তোমার নিমন্ত্রণ- বইয়ের নাম এই গল্পটা থেকেই। খুব ছোট্ট আর মায়াবী একটা গল্প। মীরা তার ভালোবাসার মানুষটিকে আজ দুপুরে নিমন্ত্রণ করেছে তার বাসায় মাছ খাবার। মানুষটা মেসে থাকে ভালোমন্দ কিছু খেতেই পারে না। এদিকে মীরার বাসায় ছেলে বন্ধু এলাউ না,তার বাবা ভয়ঙ্কর রাগী। এদিকে শওকতের আজ জন্মদিনও, মানুষটা কতদিন ভালোমন্দ খায় না! এদিকে মীরাদের বাসায় আজ কতরকম রান্না! তা সত্ত্বেও কি নিমন্ত্রন ফিরিয়ে নিতে হবে? কম কথায় অনেক বলে ফেলেছেন হুমায়ূন আহমেদ এই গল্পে। এই গল্প অবলম্বনে সুন্দর একটা নাটকও আছে।
৮.আনোভা- গল্পকথক একজন ক্যাব ড্রাইভার যিনি দীর্ঘদিন আমেরিকাতে ইলিগ্যাল সিটিজেন হিসেবে থাকার পর গ্রীন কার্ড পেয়ে গাড়ি চালানো শুরু করেন। তার অনেক টাকার দরকার কারণ সে দেশে যাবে, বিয়ে করবে। এইজন্য সে প্রচুর পরিশ্রম করে,ব্লিজার্ডের রাতে যখন কোন ক্যাবওয়ালা বের হয় না তখন সে বের হয় কারণ বেশী টাকা পাওয়া যায়। এরকম এক রাতেই আনোভা আর তার রহস্যময় মা তার ক্যাবে ওঠে। বলা যেতে পারে,গাড়িতে ওঠার পর থেকে আনোভার এক নতুন জীবন শুরু হয়। সুপারন্যাচারাল গল্পগুলো হুমায়ূন আহমেদ দারুন লেখেন!
৯.তিনি- তার কোন নাম নেই। কারণ তিনি হঠাৎ সবকিছু ভুলে গেছেন। কাছে আছে দুইশত টাকা। তবে সবকিছু ভুলে গেলেও তার বুদ্ধি লোপ পায়নি,যুক্তি দিয়ে ভাবতে পারছেন। সামান্য টাকায় কিছু কিছু কিনছেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে মাথাব্যথা নেই। কারণ তার বিশ্বাস কিছু একটা ভেবে বের করে ফেলবেন। মূলত একজন মানুষের হঠাৎ স্মৃতি হারাবার পরের মানসিক অবস্থা নিয়ে গল্পটা।
১০.আলাউদ্দিনের ফাঁসি- মারাত্মক একটা গল্প। ছোট একটা গল্পে যে এতকিছু এড করা যায় সেটা রীতিমতো অবিশ্বাস্য! লেখক চাইলে এই আইডিয়া দিয়ে বড়সড় একটা থ্রিলার লিখে ফেলতে পারতেন। কিন্তু হুমায়ূন আহমেদ অযথা গল্প বড় করার কাজটা কখনোই করেন না। আলাউদ্দিন একটা শিশু হত্যা মামলার আসামী,তার ফাঁসি হবার সম্ভাবনা প্রবল। এক কেসের জাজ নুরুল হককে মূল চরিত্রের জায়গায় রেখে চমৎকার একটা গল্প ফেঁদেছেন লেখক। এই গল্প অবলম্বনেও নাটক আছে।
Novel Review
(রিভিউ) কিংকর্তব্যবিমূঢ় : শরীফুল হাসান | Kingkortobbobimur by Shoriful Hasan
(রিভিউ) মুরতাদ লেখকঃ ইকবাল খন্দকার | Murtad by Iqbal Khondokar (short pdf)
অলসপুরে সোনার কলস pdf short আরকানুল ইসলাম | Oloshpure Sonar Kolos
আজ চিত্রার বিয়ে pdf : হুমায়ূন আহমেদ | aj chitrar biye by humayun ahmed (পিডিএফ)
আফারীত লেখক সামিয়া খান প্রিয়া | Afarit By Samia Khan Priya | বই রিভিউ
আলোর ফেরিওয়ালা : লেখক মুহাম্মদ বরকত আলী | Alor Feriwala by Mohammad Borkot Ali
১২.টিকটিকি- পুলিশ জহিরকে জিজ্ঞাসাবাদের জন্য যে ঘরে আটকে রেখেছে সেইঘর ভর্তি টিকটিকি। তবে জহির টিকটিকি ভয় পায় না। তার স্ত্রী ভয় পেতো,যার অপঘাতে মৃত্যুর কেসে জহিরকে সন্দেহ করা হচ্ছে কিন্তু জহির দাবি করছে আত্নহত্যা। জটিল রহস্য সমাধানের ফাঁকে ফাঁকে টিকটিকি নিয়ে স্বামী স্ত্রীর বিভিন্ন খুনসুটির গল্প। এইজন্য গল্পের নাম টিকটিকি।
১৩. ভূত- দীর্ঘদিনের চাকরি জীবনের পর অনেক অর্থ খুইয়ে সামান্য কিছু টাকা নিয়ে ইসলামুদ্দিন গ্রামের বাড়িতে চলে এলেন। এই বাড়ি বাসের অযোগ্য বলে প্রথমটা তিনি ভয়ে ভয়ে ছিলেন। তারপর দেখা মিললো বক্রর। সে বাড়িঘর পরিস্কার করে রাখে,খাবার আয়োজন করে কিন্তু নিজে কিছু খায় না। নিজেকে সে ভূত দাবি করে। ইসলামুদ্দিনেরও তাতে কোন অসুবিধা দেখা যায় না,বক্রকে তিনি নিজের ছেলের মতো দেখেন। খুবই রহস্যময় এবং মায়াবী একটা গল্প।
লেখক হুমায়ূন আহমেদের সংক্ষিপ্ত জীবনী
বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতিকে হুমায়ুন আহমেদ উপহার দিয়েছেন তাঁর অসামান্য বই, নাটক এবং চলচ্চিত্র। চলচ্চিত্রের বদৌলতে মানুষকে করেছেন হলমুখী, তৈরি করে গেছেন বিশাল পাঠকশ্রেণীও। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ দেখতে দর্শকের ঢল নামে। এছাড়া শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, ঘেটুপুত্র কমলা প্রভৃতি চলচ্চিত্র সুধীজনের প্রশংসা পেয়েছে। অনন্য কীর্তি হিসেবে আছে তাঁর নাটকগুলো। এইসব দিনরাত্র, বহুব্রীহি, আজ রবিবার, কোথাও কেউ নেই, অয়োময়ো আজও নিন্দিত দর্শকমনে। হিমু, মিসির আলি, শুভ্রর মতো চরিত্রের জনক তিনি। রচনা করেছেন নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্পের মতো সব মাস্টারপিস। শিশুতোষ গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে হুমায়ূন আহমেদ এর বই সমূহ এর পাঠক সারাবিশ্বে ছড়িয়ে আছে। হুমায়ূন আহমেদ এর বই সমগ্র পৃথিবীর নানা ভাষায় অনূদিতও হয়েছে।
সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯৪), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), মাইকেল মধুসূধন দত্ত পুরস্কার (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮), শিশু একাডেমি পুরস্কার, জয়নুল আবেদীন স্বর্ণপদকসহ নানা সম্মাননা। হুমায়ূন আহমেদ এর বই, চলচ্চিত্র এবং অন্যান্য রচনা দেশের বাইরেও মূল্যায়িত হয়েছে৷ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কুতুবপুরে পীরবংশে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে তিনি ইহলোক ত্যাগ করেন। গাজীপুরে তাঁর প্রিয় নুহাশ-পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....