আকবর ফিফটি নট আউট সোহেল অটল | Akbor fifty not out

Title আকবর ফিফটি নট আউট
Author সোহেল অটল
Publisher সাহস পাবলিকেশন্স
Quality পেপারব্যাক
ISBN 9789849629948
Edition 1st Published, 2022
Number of Pages 374
Country বাংলাদেশ
Language বাংলা

আসিফ আকবরকে বাইরে থেকে কঠিন মানুষ মনে হয়। লৌহ মানব। আমার কাছে মনে হয়েছে, এই কাঠিন্য তার বহিরাবরন। মূলত আসিফ আকবরের ভেতরটানরম। অনেকটা শামুকের মতাে। পার্থক্য হল শামুক বিপদ দেখলে খােলসবন্দী হয়ে পড়ে। আসিফ আকবর তা করেন না। তার বৈশিষ্ট্যের কোমল অংশটুকু জাগ্রত রেখেই আক্রমনাত্মক হয়ে ওঠেন। মায়ের পেট থেকে আক্রমনাত্মক শিশু প্রসব হয় না। পরিবার, সমাজ সর্বোপরি তার বিচরণক্ষেত্র তাকে আক্ৰমানত্মক হতে শেখায়। তার অন্তর্গত জিন টিকে থাকার উপায় বাতলে দেয়। আসিফ আকবরের এই দুটো বৈশিষ্ট্যই আমার মনােযােগ কেড়েছে। তার মধ্যে যে কোমল সত্ত্বা বিরাজমান, তা এতই কোমল যে শিশুর সারল্যর সঙ্গে তুলনা করা চলে। এবং এই সত্ত্বার কতৃত্বই তার ওপর বেশি। অন্যদিকে ভীষণ মেজাজী আসিফ আকবর বেরিয়ে আসেন মাঝেমধ্যে। খুব অল্প সময় তার কতৃত্ব থাকে। বদমেজাজটা ঘুমিয়ে পড়ার পর আসিফ আকবর আরাে কোমল, আরােশিশু। আসিফ আকবরের জীবনে বলার মতাে ঘটনা অসংখ্য। পুঙ্খানুপুঙ্খভাবে বলতে গেলে আরব্য রজনীর মতাে সিরিজ করতে হবে। ‘আকবর ফিফটি নট আউট' বইতে উঠে এসেছে উল্লেখযােগ্য ঘটনা সমূহের অংশবিশেষ। তার প্রেম, রাজনীতি এবং সঙ্গীত ক্যারিয়ার এই তিনটাই এখানে প্রাধান্য পেয়েছে। বাকি সব এই তিনের অনুসঙ্গ।

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah