|
আলােকচিত্র : মােকারম হােসেন |
দ্বিজেন শর্মা জন্ম ২৯শে মে ১৯২৯ সালে, মৌলভীবাজার জেলার শিমুলিয়া গ্রামে। পিতা চন্দ্রকান্ত শর্মা এবং মাতা মগ্নময়ী দেবী। একাধারে নিসর্গবিদ, বৃক্ষপ্রেমিক, পরিবেশবিদ, অনুবাদক, শিশুসাহিত্যিক, বিজ্ঞানলেখক, গবেষক ও শিক্ষক। উদ্ভিদ, ফু-মাখি নিয়ে মেতে থেকেছেন সারাটি জীবন । এলাে নিয়ে বলতে লিখতে পড়তে ভালােবাসে। ১৯৫৮ সালে উদ্ভিদ বিদ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে। বরিশালের ব্রজমােহন কলেজ, ঢাকার নটরডেম কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ ও বাংলা কলেজে অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে তিনি অনুবাদকের চাকরি নিয়ে তদানীন্তন সােভিয়েত ইউনিয়নের মস্কোতে চলে যান। দীর্ঘকাল কাটিয়েছেন প্রবাসজীবন। সেই সুবাদে ইংল্যান্ড, ফ্রান্স, ফিনল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছেন। সবখানেই বােটানিকখ্যাত প্রধান প্রধান পার্ক ও বাগান দেখেছেন আনন্দ ও আগ্রহে। অনেক লিখেছেন বিজ্ঞান, শিক্ষা ও প্রকৃতি বিষয়ে । পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের ড. কুদরাত-এ-খুদা স্মৃতি স্বর্ণ পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং শিশু একাডেমী পুরস্কার।
দ্বিজেন শর্মার সংক্ষিপ্ত পরিচিতি আজ এ পর্যন্তই দ্বিজেন শর্মার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা হবে অন্য কোনো দিন। বইপাও ডট কম এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....