লেখক: নিয়াজ মেহেদী
প্রকাশনী: সতীর্থ
মুদ্রিত মূল্য: ১৯০টাকা
প্রকাশকাল: ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ১৬৮
লেখক নিয়াজ মেহেদী'র ১২টি ছোটো গল্পের সমাবেশে মলাটবদ্ধ হয়েছে "মর্কট মঞ্জিল" বইটি। শেষের গল্পের নামকরণে বইটির নাম দেয়া হয়েছে।
ছবি : বই: মর্কট মঞ্জিল |
১. অজানা উড়ন্ত বস্তু
আলতাব ডাক্তার একজন হোমিওপ্যাথ। এককালে রোগী দেখে ভালোই কামাই করত। কিন্তু ইদানিং তার শনির দশা চলছে। নারায়ণবাড়ির হরিনারায়ণের জন্যে তার এই দশা। ডিগ্রি নিয়ে হোমিও চিকিৎসক হওয়া সত্ত্বেও মূর্খ হরির সাথে পেরে উঠছে না সে। কী এক ধন্বন্তরি ঔষধ পেয়েছে যা নাকি সর্বোরোগের নিরাময় করে। তাতেই মানুষ পিল পিল করে ছুটে যাচ্ছে হরির কাছে। গভীর রাতে গ্রামবাসীরা উড়ন্ত থালা জাতীয় বস্তু দেখে। যা নারায়ণবাড়িতে গিয়ে শেষ হয়। কী সেই বস্তু? হরির সর্বোরগ নিরাময়ী ঔষুধের পিছের রহস্য কী?২.আমনুরার নাম রহস্য
চৌধুরানীর সিঁধেল চোর লিয়াকত। মদ খেয়ে রাত কাবার করে বাড়ি ফিরে মুখোমুখী হয় গোলজার দারোগার। খোকা বাড়ির চুরির দায়ে তাকে জেলে যেতে হবে। আদতে যে চুরি সে করেইনি। দারোগাকে অনেক দহরম মহরম করে এ যাত্রায় বেঁচে যায় সে। তবে পালিয়ে চলে যায় বন্ধু হরেকেষ্টর বাড়ি আমনুরায়। সেখানে গিয়ে সন্ধান পায় এক আম বাগানের। আম বাগানকে ঘিরে আছে অভিশাপ। লিয়াকত কি সেই অভিশাপে বিশ্বাস করে? কী হবে তার পরিণতি? আমনুরার নাম কেন আমনুরা হলো?৩. বাঘপীর
রণচন্ডী গ্রামে থিসিস করতে এসে জানতে পারেন "বাঘপীরের মাজার" এর কথা। অলৌলিক ঘটনা জড়িয়ে আছে এই মাজারকে ঘিরে। এখানে পীর যে বাঘ ছিলেন কিংবা বাঘের রূপ ধারণ করতে পারতেন তেমন কোন ঘটনা। এখানে আছে এক অলৌকিক বাঘ। যার সাথে জড়িয়ে আছে ৭১ এর যুদ্ধের এক রোমহর্ষক ঘটনা।৪. দুই বন্ধু
দেশে হাঙ্গামা শুরু হয়েছে, যাকে আমজাদ চেয়ারম্যানের ভাষায় বলে মুক্তিযুদ্ধ আর ফজলু মৌলবিরা বলে গন্ডগোল। নাপিত বগার মন মেজাজ খারাপ। হাটের দিনে যেখানে কুমরগঞ্জ গমগম করে সেখানে আজ সব নিস্তব্দ। ওদিকে কিষাণ আনোয়ারের সেসব নিয়ে চিন্তা নেই। সে দিব্যি থাকে নিজের মতো। বগাকে তার প্রিয় বন্ধু হিসেবে মনে করে। তবে সেটা শুধু আনোয়ারের পক্ষ থেকেই। হাটের শেষে বাড়ি ফেরার পথে দুজন মুখোমুখি হয় পাক সুবেদারের। হিন্দু হওয়ায় বগা শিকার হতে নেয় পাক সুবেদারের। কিন্তু বোকা আনোয়ার তাকে বাঁচানোর জন্য সাহসী এক পদক্ষেপ নেয়। আজীবন তুচ্ছ করে আসা আনোয়ারের এই সাহসীকতা বগাকে করে দেয় বাকরুদ্ধ। কী হয়েছিল সেদিন?Novel Review
(রিভিউ) কিংকর্তব্যবিমূঢ় : শরীফুল হাসান | Kingkortobbobimur by Shoriful Hasan
(রিভিউ) মুরতাদ লেখকঃ ইকবাল খন্দকার | Murtad by Iqbal Khondokar (short pdf)
অলসপুরে সোনার কলস pdf short আরকানুল ইসলাম | Oloshpure Sonar Kolos
আজ চিত্রার বিয়ে pdf : হুমায়ূন আহমেদ | aj chitrar biye by humayun ahmed (পিডিএফ)
আফারীত লেখক সামিয়া খান প্রিয়া | Afarit By Samia Khan Priya | বই রিভিউ - New!
আলোর ফেরিওয়ালা : লেখক মুহাম্মদ বরকত আলী | Alor Feriwala by Mohammad Borkot Ali
৫. ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামের পশ গার্ল সঙ্গীতা। আধুনিক যুগের নতুন নতুন ট্রেন্ড ফলো করতে গিয়ে সে হারিয়ে যায় নেশার জগতে। প্রাক্তনের সাথে ছয় বছরের সম্পর্ক শেষ হয় যাবার এক বছর পর তাকে নিজ বাসায় ডাকে একসাথে মুভি দেখবে বলে। তাও কোনো ব্লকবাস্টার কিংবা সিনেপ্লক্সে নয়, নিজের বাসায়। হঠাৎ কী কারণে সঙ্গীতার এমন ইচ্ছে? এটাও কি নতুন কোনো ট্রেন্ডেরই অংশ?৬. জবদুল হোসেনের জগত
রিক্সা আঁকিয়ে জবদুল হোসেন। সৈয়দপুরের সকলে এক নামে চেনে তাকে। তার মতো রিক্সা আর্ট করে তাকে টেক্কা দেবার কেউ নেই। তবে গণি ওস্তাদ নামে আরেকজন আর্টিস্টের প্রশংসা শুনে তাকে হন্যে হয়ে খুঁজে বেড়ায় জবদুল। পেয়েছিল কি তার দেখা? গণি ওস্তাদের ভালো আর্ট করার পিছে কোন জাদু মন্তর আছে কি?৭. জলদেব
চলনবিলের এক রহস্য পুরুষ নিপেন হালদার। লোকে বলে সে নাকি খালি হাতে মাছ ধরতে পারে। তবে এ কথা বিশ্বাস করতে নারাজ থানার নতুন জয়েন করা অফিসার। তাই স্বচক্ষেই দেখতে যান এই রহস্য পানিচারি নিপেনকে। নিপেন কি সত্যিই পারে পানির নিচে কোন প্রকার জাল, বড়শি ছাড়াই মাছ ধরতে? কিভাবে সে পারে পানির নিচে দীর্ঘ সময় থাকতে? আসলেই কি সে জলদেব?৮. নিরুদ্দেশ
মিলিটারি একাডেমির দুই ক্যাডেট অফিসার প্রেমে পরে এক নারীর। নাম তানজিনা মুনা। একদিন নিরুদ্দেশ হয়ে যায় মুনা নামের মেয়েটি। এতে পাগলপ্রায় হয়ে যায় অনিক নামের ক্যাডেট অফিসার। তবে তমাল নিজেকে ধীরে ধীরে সামলে নেয়। কিন্তু সাত বছর পর এক কনফারেন্সে তমাল তার মুনা রহস্য উদঘাটন করতে পারে। হতবাক হয়ে যায় সে। কি ছিল সেই রহস্য? মুনা কে? কেনই বা মুনা নিরুদ্দেশ হয়ে গেল?৯. পয়সা
শাউরিয়ার মেলায় নাসরিন খুঁজে পেল একটা এক টাকার কয়েন। যা একটা থেকে দুটো হয়ে যায়। টাকা নিয়ে সে বাড়ি ফিরতে থাকে। পথিমধ্যে দেখা হয় এক অজানা ব্যক্তির সাথে। কে সে? টাকা নিয়ে বাড়ি ফেরা হয়েছিল কি নাসরিনের?১০. প্রতিধ্বনি
অফিস পলিটিক্সের শিকার হয়ে এনায়েত বদলি হয়ে যায়। নতুন ডাকবাংলোয় এসে সে সন্তুষ্ট হতে পারে না। এরমধ্যে রাত বিরাতে সে শুনতে পায় নিজের কথা বা একটু আগে শুনতে থাকা অঞ্জন দত্তের গানের প্রতিধ্বনি। এই প্রতিধ্বনির উৎস কোথায়? কেন বারবার নিজের কথারই রেকর্ড শুনতে পায় সে? ডাকবাংলোর অতিথিশালায় কি তবে আটকা পরে যাবে এনায়েত?১১. রূপান্তর
ডাকাত সর্দার মাকড়া। পুলিশ যাকে কোনদিন পাকড়াও করতে পারেনি। লোকে বলে সে নাকি মাকড়সার আকার ধারণ করতে পারে। তাই পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারে সে। মাকড়ার পাকড়াও না হবার পিছের রহস্য কি আসলেই তার মাকড়সায় রূপান্তর হয়ে যাওয়া?১২. মর্কট মঞ্জিল
ভাদ্র মাসের অনাকাঙ্খিত টানা বর্ষণে আওলাদ মিয়া সহ পলাশবাড়ির সকলে অলস সময় পার করছে। সানোয়ার নামের ব্যক্তি এসেছে গল্প বলতে। গল্প শোনার পাগল আওলাদ মিয়াকে তাই তলব করেছে তার বন্ধু আলতাব হোমিওপ্যাথ। সানোয়ার সাহেবের সেই গল্প কী ছিল? তার গল্পের শেষটা কী ছিল, যাতে সকলেই অবাক হয়ে যায়? টাঙ্গাইল জেলার উত্তরে মধুপুর জঙ্গলের বিতাড়িত বানরের রহস্য কী?পাঠ প্রতিক্রিয়া
লেখক নিয়াজ মেহেদির লেখা আমার পড়া প্রথম বই ছিল "আওলাদ মিয়ার ভাতের হোটেল"। বইটা পড়ে আওলাদ মিয়া নামক চরিত্রটাকে আমার বেশ ভালো লাগে। যার রেশ ধরেই "মর্কট মঞ্জিল" বইটা নেয়া। গল্পগ্রন্থ বা গল্প সংকলন পড়তে ব্যক্তিগতভাবে আমার বিশেষ ভালো লাগে না। শুরু হতে হতেই শেষ হয়ে যায় এমন একটা অনুভূতি হয়। তবে ১৬৩পৃষ্ঠার ক্রাউন সাইজের এই বইটি পড়তে খুব একটা খারাপ লাগেনি। ১২টি ছোটো গল্প নিয়ে বইটি রচিত। আমার কাছে সবথেকে ভালো লেগেছে "নিরুদ্দেশ" গল্পটি। শেষের দিকে এসে বেশ ভালো একটা ধাক্কা খেয়েছি। গল্পের শেষে এসে আমার একটা হলিউড মুভির নাম মাথায় এসেছিল। যদিও একদম একইরকম না, তবে আমার মাথায় ঐ মুভির নামটাই ঘুরছিল। নামটা বললে হয়তো এই গল্পের জন্য স্পয়লার হয়ে যাবে। তবে অভিনেতার নাম বলাই যায়। মুভিটিতে কেন্দ্রীয় চরিত্র ছিল "𝙹𝚘𝚊𝚚𝚞𝚒𝚗 𝙿𝚑𝚘𝚎𝚗𝚒𝚡." এরপর "জলদেব" গল্পটা মোটামুটি ধরনের লেগেছে। আর অবশ্যই জলদেবকে আমি বারবার "𝒜𝓆𝓊𝒶𝓂𝒶𝓃" ই ভাবছিলাম। "বাঘপীর" গল্পের মুক্তিযুদ্ধের বর্ণনাটা আমার বেশ ভালো লেগেছে। "ইনস্টাগ্রাম" পড়ার পর মনে হচ্ছিল আসলেই এখনকার প্রযুক্তিনির্ভর আর নতুন নতুন ট্রেন্ড্রের দুনিয়ায় এমনটা হওয়া অস্বাভাবিক না। মাঝে "Blue Whale" চ্যালেঞ্জ নিয়েও এরকম ঘটনা ঘটেছিল। "দুই বন্ধু" গল্পে বন্ধুত্বের ব্যাপারটা ভালো লেগেছে বেশ। "জবদুল হোসেনের জগত" গল্পের শিক্ষাটা আমার বেশ ভালো লেগেছে। নিজেকে উন্নত করার জন্য শুধু নিজের ধৈর্য আর শ্রমটাই আসল। "মর্কট মঞ্জিল" গল্পটা প্রেডিক্ট করতে পেরেছিলাম। আরেকটু ভালো আশা করেছিলাম। বাকি গল্পগুলো মোটামুটি ভালো লেগেছে।তবে প্রথম গল্পের আলতাব ডাক্তার আর শেষ গল্পের আলতাব ডাক্তার কি একই মানুষ? আমার কাছে মনে হয়েছে দুইজন এক।
ওয়ান টাইম রিড হিসেবে পড়ে নেয়া আয় বইটি।
প্রচ্ছদ, মুদ্রণ প্রমাদ
বইয়ের প্রচ্ছদটা ভালোই লেগেছে। তবে বইতে টুকিটাকি বানান ভুল ছিল। ফ্ল্যাপের দিকে "নিপেন" কে "নিপেল" লেখাটা বেশ দৃষ্টিকটু লেগেছে। আশা করছি পরবর্তী সংস্করণে ঠিক করে নেওয়া হবে। বইয়ের প্রোডাকশন এভারেজ লেগেছে।New Islamic Book 2022
বই সেলফ কনফিডেন্স লেখক ইসমাইল কামদার | Self-confidence By Ismail Kamdar Books | Review & PDF Short
নিজের লেখা সম্পর্কে
গল্প বা উপন্যাসের রিভিউ লিখতে পারি একটু-আধটু। তবে গল্প সংকলন বা গল্প গ্রন্থের রিভিউ এই প্রথম লেখা। আমার জন্য কাজটা একটু কঠিন মনে হয়েছে। ভুল ত্রুটি বাদ দিয়ে ভালোটুকু গ্রহণ করবেন আশা করি। নিজের বানান কয়েকবার প্রুফ চেক করেছি। ভুল থেকে গেলে দায় ছাপাখানার ভূতের।মর্কট মঞ্জিল বই রিভিউ ২
PDF book Zone
A Gift For Ramadan PDF | The Gift Of Ramadan PDF Download Free
অলসপুরে সোনার কলস pdf short আরকানুল ইসলাম | Oloshpure Sonar Kolos
আজ চিত্রার বিয়ে pdf : হুমায়ূন আহমেদ | aj chitrar biye by humayun ahmed (পিডিএফ)
আমাজনিয়া : জেমস রোলিন্স | অনুবাদ : রাকিব হাসান | Amaznia Bangla Anubad PDF Download Link
আমি মৃণালিনী নই PDF লেখক : হরিশংকর জলদাস | ami mrinalini Noi by Harishankar Jaldas
একাওরের দিনগুলি pdf download - জাহানারা ইমাম। Ekattarera dinaguli by Jahanara Imam.
কপালকুণ্ডলা pdf download বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Kopalkundola pdf
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....