Author ড. মুহাম্মদ আব্দুল মান্নান
Publisher বিন্দু প্রকাশ
Edition 1st Published, 2021
Country বাংলাদেশ
Language বাংলা
রাসূলুল্লাহ (সাঃ) এর কান্না |
রাসূলুল্লাহ (সাঃ) এর কান্না , লেখক : ড. মুহাম্মদ আব্দুল মান্নান কান্না মানুষের এক সহজাত প্রবৃত্তি । কান্নায় মানুষের নম্রতা ও বিনয়ীভাব প্রকাশ পায় । কান্নায় মানুষের বেদনা দূরীভূত হয় । অহংকারী মানুষ কাঁদতে পারে না । তবে ধৈর্যহারা , কাপুরুষ , ভীতু ও বিলাপকারীর কান্না প্রশংসনীয় নয় । আল্লাহর ভয়ে ক্রন্দন একজন মুমিন ব্যক্তির সবচেয়ে বড় যোগ্যতা । কান্না আত্মশুদ্ধির প্রতিভূ । নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রুবিসর্জনকারীকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়াপ্রাপ্ত সাত শ্রেণির একজন বলা হয়েছে । রাসূল বলেছেন , রাসূলুল্লাহ (সাঃ) এর কান্না “ দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ; ( তন্মধ্যে ) একটি হলো আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রু ফোঁটা । ” ( জামে তিরমিজি ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দরদী মনের মানুষ । তিনি সহজেই কাঁদতে পারতেন ।
তিনি নিষ্পাপ হওয়া সত্তেও সব সময় বেশি বেশি তাওবাহ , ইসতিগফার , সালাত , সুযুদ ও আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর ভয়ে ক্রন্দন করতেন । তিনি ছিলেন বিশ্বের সেরা বিপ্লবী ও সমাজ সংস্কারক । তিনি যেমন ছিলেন অন্যায় অত্যাচার , জুলুম - নির্যাতন , কুফর - শিরকের বিরুদ্ধে বজ্র কঠোর , তেমনি মানবতার জন্য তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী একজন নেতা । এ জন্য তার নেতৃত্ব সবসময় অনুসারিদের ভালবাসায় সিক্ত ছিল 1 আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে রাসূলের ক্ষুদ্র এ গুনের কথা এভাবে স্বীকৃতি হে নবী , এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে , তুমি তাদের প্রতি খুবই কোমল হৃদয়ের অধিকারী । যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্তের হতে তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত ।
( সূরা আলে ইমরান ১৫৯ )
Abu Salim Muhammad Abdul Hai
রাসূলের এ কোমলতার বহিঃপ্রকাশ ঘটত বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রসঙ্গে তার অন্তর বিগলিত করা কান্নার মাধ্যমে । আলোচ্য ‘ রাসূলুল্লাহ -এর কান্না ’ বইটিতে সেসব ঘটনাই চমৎকারভাবে সংকলন করেছেন ড . আবদুল মান্নান ও ড . রাশীদাহ । এতে লেখকদ্বয় আল্লাহর রাসূল দ্র - এর বিভিন্ন প্রসঙ্গে কান্নার ঘটনা উল্লেখ করে মুমিন জীবনে কান্নার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন । এ ছাড়া কান্না বিষয়ে প্রাসঙ্গিক অনেক তত্ত্ব ও তথ্যের সমাহার ঘটিয়ে বইটিকে আরো সমৃদ্ধ করেছেন । এ বইটি পড়ে পাঠকের হৃদয়ে যদি আল্লাহর ভয় জাগ্রত হয় , বিগলিত হৃদয়ে আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে একান্তে চোখের পানি ফেলার মতো যোগ্যতা অর্জন করতে পারি তাহলেই আমাদের সকলের পরিশ্রম স্বার্থক হবে । রাসূলুল্লাহ (সাঃ) এর কান্না পিডিএফ ডাউনলোড লিংক ⤵️
Rasullah Sa: Er Kanna pdf download link
Popular 7Islamic Book pdf
- আন্দোলন সংগঠন কর্মী pdf : সাইয়েদ আবুল আ'লা মওদূদী বই (পিডিএফ) Andolon Shonggothon Kormi
- ইসলাম ও জাহেলিয়াত pdf : সাইয়েদ আবুল আলা মওদুদী বই pdf | Islam O Jahiliat By Maulana Moududi Books
- একুশ শতকের এজেন্ডা pdf লেখক : আবুল আসাদ রচিত বই (পিডিএফ) | Akush Shotoker Agenda
- মক্কা ঘোষণা pdf : আবুল আসাদ বই pdf | Mokka Ghosona by Abul Asad Books
- মুসলমানকে যা জানতেই হবে বই pdf download (পিডিএফ) আবদুল মান্নান তালিব
- যুক্তরাষ্ট্রে ধর্ম সমাজ pdf : লেখক আবুল আসাদ বই | Religious Society In UK by Abul Asad
- সালাত পড়ি বুঝে বুঝে বই pdf download - অধ্যাপক ডা. এস. এম. রেজাউল করিম মারুফ | Salat Pori Bujhe Bujhe (পিডিএফ)
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....