বই: নন মার্কেটারদের জন্য মার্কেটিং
লেখক: Proloy Hasan
পৃষ্ঠা: ১৯১
প্রচ্ছদ মূল্য: ৩৬০ টাকা
ধরন: হার্ডকভার
ক্যাটাগরি: মার্কেটিং
রেটিংস : ৯.(৭৩.৭)/১০
বর্তমান অর্থনৈতিক কনসেপ্টে প্রচুর ডাইমেনশন এসেছে । একসময় স্বর্ন-রৌপ্য জমানো কে মূলধন আত্তীকরন হিসেবে বিবেচিত ছিল । ক্যারিবিয়ান পাইরেটরা স্বর্ন- দিনার দিরহাম হাইজ্যেক করে বিভিন্ন দ্বীপে, প্রাসাদে লুকিয়ে রাখতো । কিন্তু এখন যার যত বেশী প্রোডাক্ট ভ্যারিয়েন্ট ।তার তত বেশি মূলধন ব্যাকআপ । তত মানুষের নির্ভরশীলতা তার উপর । দেখুন ! স্বর্ন দিয়ে আপনার পেট ভরবে না । পানির তৃষ্ণা মিটবে না । ওটার জন্য ফুড সিকিউরিটি মেইনটেইন্ড পিউর খাদ্য ,ডিসটিল্ড ওয়াটার , নানা রকম বেভারেজ ওয়াটার তার চাহিদা মিটাবে । তাই বিংশ শতাব্দীর শেষ ও একবিংশ শতাব্দীর সূচনা তে জনসংখ্যার প্রচুর খাদ্য ও অন্যান্য আনুষঙ্গিক বৈধ, অবৈধ, বিলাসী প্রোডাক্ট ডিমান্ড মিটানোর জন্যই নানা ভ্যারিয়েন্টের ইন্ড্রাস্ট্রির হিউজ গ্রোথ লক্ষনীয় ।
তো একটি FMCG প্রোডাক্ট বাজারে ছাড়লেন । আপনার প্রতিযোগী ১০ টি কোম্পানি আরো ১০ টি সেইম ভ্যারিয়েন্ট বাজারে ছাড়লো ।এখন হলো ১১ টি কাছাকাছি ধরনের প্রোডাক্ট ভ্যারিয়েন্ট । ধরুন সেটা বিস্কিট ক্যাটাগরির । প্রশ্ন হচ্ছে অন্য ১০ টি আইটেমের বিস্কুট বাদ দিয়ে মানুষ কেন আপনার ইন্ড্রাস্ট্রির বিস্কুট খাবে ? আপনার ব্র্যান্ডের নাম কি এতই প্রসিদ্ধ যে সবসময় কনজিউমারদের মনে Share of mind হিসেবে গেঁথে থাকে ? আপনার ব্রান্ডের share of wallet কি রকম ?
আপনার বিস্কুট ব্র্যান্ডটি কোন ক্যাটাগরির ব্র্যান্ড ?
1-Top of mind
2- Brand Recall
3- Brand Recognition
4- Unware of a brand
ইন্ড্রাস্ট্রি তো করলেন । যদি আপনার ইন্ড্রাস্ট্রির প্রোডাক্ট কাস্টমার না গ্রহন করে ? তাহলে ছাত্র ছাত্রীরা আপনার ভূতড়ে কোম্পানিতে ইন্টার্নি করতে আসবে না । আপনার মার্কেট পলিসি নিয়ে তারা কেস স্ট্যাডি করবে না । তাই একটি প্রোডাক্ট মার্কেটে যখন কোন ইন্ড্রাস্ট্রি নিয়ে আসে তখন একেক কোম্পানির ট্রায়াল ,প্রোডাক্ট লঞ্চিং মেথড একেকরকম । যেমন RFL যখন কোন ক্যাটাগরির প্রোডাক্ট লাঞ্চ করে তখন সেইম ১০ টা ভ্যারিয়েন্ট একসাথে মার্কেটে ছাড়ে । যেটা মার্কেটে হিট করবে ওটাকে রেখে ,পোক্ত করে বাকিগুলো মার্কেট থেকে সরিয়ে ফেলে ।
একটি প্রোডাক্ট ভ্যারিয়েন্ট মার্কেটে হিট করার জন্য নানা রকম মার্কেটিং মেথড ব্যবহার করা হয় । কারন ঐ একটিই । প্রোডাক্ট ভ্যারিয়েন্ট টি কাস্টমারদের টপ অফ দ্যা মাইন্ডে থাকা ।
এই বইটি বাংলাদেশ ও বিশ্বের জায়ান্ট ইন্ড্রাস্ট্রিগুলোর কেসস্ট্যাডি আছে । সুপারশপ গুলোর মার্কেট শেয়ারিং গ্রোথ , 'অগোরা 'র মতো সুপারশপ গুলোর সেলস ভলিউম কমে যাওয়া , Faith based merketing টুলসের অন্যান্য সফল উদাহরন Halal merketing method (Halalified) আরেক কোম্পানির সেইম ভ্যারিয়েন্টকে ডিফেইট করতে গেরিলা মার্কেটিং পদ্ধতি ,cola-War , প্রান-আরএফএলের প্রোডাক্ট ও মার্কেটিং স্ট্র্যাটেজি ,প্রোডাক্ট কোয়ালিটির ডেফিনেশন ,habit forming products ইত্যাদি নিয়ে দারুণ এক উপাখ্যান এই বইটি ।
আফটার অল : MaS TEr PI eCE বইটি
নন - মার্কেটারদের জন্য মার্কেটিং বইটি নিয়ে কিছু কথা :
* আমার কাছে গতানুগতিক মার্কেটিং বই থেকে ভিন্ন মনে হয়েছে |
* লেখক দাবি করেছেন বইটি বাংলাদেশের প্রথম মার্কেটিং নিয়ে কেস স্টাডি বই | যা সত্য কেননা বাংলা ভাষায় এমন মার্কেটিং নিয়ে কেস স্টাডি আমি আগে পড়ি নাই |
* বইটিতে হালাল মার্কেটিং , গেরিলা মার্কেটিং নিয়ে বিস্তারিত সহজে বোঝানো হয়েছে | তবে আমার মনে হয়েছে লেখক হালাল মার্কেটিংকে একটু বেশি ফোকাস করেছেন | পাঠক হিসেবে আমি চাই উনি যেন পরবর্তীতে হালাল মার্কেটিং ও গেরিলা মার্কেটিং নিয়ে আলাদা আলাদা বই বের করেন | যাতে এই বিষয়ে আরো মজার কথা জানা যায় |
* হালাল সাবান , সানসিল্ক , চা এর ইতিহাস , সুপার শপ এর ইতিহাস সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে | আলোচনা গুলো এতটাই আকর্ষণীয় ছিল যে আমি একবসায় পড়ে শেষ করেছি |
* বই পড়ে আশা করেছিলাম মাইক্রো ট্রান্সজেকশন নিয়ে হয়তো কোনো তথ্য থাকবে | এমন তথ্য থাকলে আমি ব্যক্তিগত ভাবে একটু বেশি খুশি হতাম |
* বইয়ের শুরুটা সুন্দর হলেও শেষের দুই - তিন পাতা আমার পড়তে ভালো লাগেনি | মনে হচ্ছিলো বই শেষ করার জন্য লেখক দ্রুত বোঝানোর চেষ্টায় বেশি কিছু ফুটিয়ে তুলেননি |
* কেস স্টাডি গুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল তবে কিছু জায়গায় মনে অসংখ্য প্রশ্ন এসেছিলো | যদিও লেখককে প্রশ্ন করার পর উনি আমাকে সব বুঝিয়ে উত্তর দিয়েছিলেন | এটা অনেক ভালো লেগেছে |
* বইয়ের নাম নিয়ে অনেকেই বলাবলি করছে যে এতো কঠিন নাম মানানসই না কিন্তু আমার কাছে আকর্ষণীয়ই লেগেছে |
* মার্কেটিংয়ের স্টুডেন্ট বা প্র্যাকটিসে আছেন এমন মানুষের বইটা অনেক ভালো লাগবে আশাকরি | তবে আমার মতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সবার বইটা পড়া উচিত |
* কিছু বই একবার পড়ার পর আর পড়তে ইচ্ছা করে না | তবে আমার এই বইটা আরো একবার পড়ার ইচ্ছা আছে | আমার মনে হয়েছে বইটা আরেকবার পড়লে আরো নতুন চিন্তা মাথায় আসবে
আমার লেখা "কর্পোরেট হিরো" বইটি পড়তে পারেন
__Toma Rashid
বইয়ের নামঃ নন-মার্কেটারদের জন্য মার্কেটিং
লেখকঃ Proloy Hasan
প্রকাশকালঃ বইমেলা, ২০২১।
প্রকাশকঃ আদর্শ
মূল্যঃ ২৭০/=
'নন-মার্কেটারদের জন্যে মার্কেটিং' ভাবছেন এটা আবার কিসের বই? এটা নন-ফিকশনাল কেস স্টাডি মূলক একটি বই! আমরা তো নন-ফিকশন শুনলেই পিছিয়ে যাই কারণ আমাদের ধারণা খুব বোরিং কিছু কথাতে পূর্ণ থাকে নন-ফিকশন বই। হ্যা কথা সত্য! কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই বইটা পড়ার পর আপনার সেই ধারণার তুমুল পরিবর্তন চলে আসবে। ভাবছেন কীভাবে, তাইতো? আসুন শুনি তবে..
বই সম্পর্কে এবার কিছু কথা বলা যাক! আমরা সাহিত্যে তো কাল্পনিক গল্প কিংবা ঘটনা গুলো পড়ি, কেমন হয় যদি সেরকম ই গল্প পড়া যায় কিন্তু একদম বাস্তবিক? হ্যা, এটাতে সেরকম ভাবেই রিয়েল লাইফের কিছু দুদার্ন্ত কেসের কথা বলা হয়েছে যেগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য!
হালাল সাবানের কনসেপ্ট শুনেছেন নিশ্চয়ই কিন্তু আপনি কি জানেন, এই হালাল মার্কেটিং এর উপর ভিত্তি করে পুরো বিশ্বে আরো কত ধরনের প্রোডাক্ট রয়েছে? এমন সব কিছু যা আপনার কল্পনার ও বাইরে!
কোকা-কোলা বনাম পেপসির যে দারুণ কেস স্টাডি সেটা হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের হলে আপনি ইতোমধ্যে জানতেও পারেন। আর না জানলে বইটি থেকে কাহিনী গুলো পড়লে আপনি বিস্মিত না হয়ে পারবেন ই না!
এছাড়া বার্গার কিং বনাম ম্যাক ডোনাল্ড এর কাহিনী তো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো। বার্গার কিং শান্তি দিবস উপলক্ষ্যে একদিনের জন্যে ম্যাকডোনাল্ড কে শান্তির আহবান জানিয়েছিল। বেচারা ম্যাক-ডোনাল্ড সেটা ফিরিয়ে দিয়ে যে কি নাজেহাল অবস্থাতে পড়েছিলো সেটা শুনে হাসি না এসে উপায় নেই!
আরেকটা ইন্টারেস্টিং কেইসের কথা বলছি এবার। এক গায়ক বিমান ভ্রমণ করার সময় তার গিটার টা ভেঙ্গে যায় তখন সে বিমান কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু ওরা সেটা দিতে অস্বীকৃতি জানায়। এরপর কি করলো সেই গায়ক যার জন্যে সেই বিমান কে ১৮০ মিলিয়ন লোকসানের সম্মুখীন হতে হলো? সেটা বললে আবার স্পয়লার এলার্ট হয়ে যাবে। কাজেই দুর্দান্ত কাহিনীটা জানতে হলে বইটা আপনার পড়তে হবে।
এর বাইরে চায়ের বাজারজাতকরণের ইতিহাসের গল্প, এখানেই ডট কম বন্ধ হয়ে যাওয়ার কাহিনী, আমাদের প্রাণ আরএফএল ব্র্যান্ড নিয়ে গল্প, সুপারশপ আগোরা বিক্রি হয়ে যাওয়ার পিছনের কারণসহ আরো বেশ কিছু টপিকের সমন্বয়ে লিখিত এ বইটি পড়লে আপনি আশাহত হবেন না এটা নিশ্চিত। আপনার মনে হবে যে, কেস স্টাডি মূলক এত স্পষ্ট বাংলা ভাষায় লেখা এরকম বই আরো আসা উচিত!
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....