সাতকাহন pdf download
লেখক: সমরেশ মজুমদার
দীপাবলি, সূদুর চা বাগানের বেড়ে উঠা এক বালিকা যার সবার মতো সুন্দর একটি বাল্যকাল আছে।চা বাগানের কোয়াটার্সে বাবা,মা, ঠাকুমার অগোচরে বন্ধুদের সঙ্গে পূজা দেখতে যাওয়ার ঘঠনা থেকে শুরু করে তার বেড়ে ওঠা সবটাই ঠাঁই পেয়েছে এই বইয়ে।কি মহিমান্বিত, কি গভীর, কি বর্ণনাতীত রহস্যবৃত এই চরিত্রের জীবন। একটা চা বাগান, কয়েকজন মানুষ, তাদর পেশা ভিন্ন, ভিন্ন নেশা।কম বয়সে তথাকথিত সমাজের নিয়মেই বিয়ে দেওয়া হয় দীপাবলিকে। ঠিক তখনই সে জানতে পারে এতদিন যাদের সে মা বাবা ঠাকুমা যেনে এসেছে, তারা আসলে তার নিজের কেউ নয় বরং যাকে সে মা বলে জানত সেই ভদ্রমহিলা দীপাবলির মাসি, তার জন্মের সময় মা মারা যায় বাবা আর নিজের কাছে ছোট্ট শিশুটিকে তখন রাখেনি।নাবালিকা বয়সের সেই বিয়ের রাতের স্মৃতি দীপাবলি আজ-ও ভুলতে পারেনি। আমাদের জীবনের পথচলায় কিছু মানুষকে দিয়ে আমাদের হাতেখড়ি শুরু হয়,আর কিছু মানুষ বলতে গেলে আমাদের উপদেষ্টা, যিনি আমাদের খুব ভালো চায়। আর হার না মানা অদ্ভুত জীবনের সাথে পরিচয় করিয়ে দেন।দীপাবলির ক্ষেত্রে তিনি হলেন মাস্টার মশাই। আমার মনের মধ্যে দীপাকে নিয়ে অনেক কথা হিজিবিজি করলেও গুছিয়ে লিখার এবিলিটি আমার নেই।কি-ই বা লিখব? এই মেয়েটি কি আমি নই? আপনি নন?দীপাবলির ছোট চা বাগান থেকে অনেক দূরে হোস্টেল জীবন,একা থেকে আইএ এস হওয়ার গল্প ও বাদ যায়নি।তথাকথিত কল্পনার জগৎ থেকে অনেক দূরে বাস্তবিক বা জাগতিক নিয়মে দীপাবলির জীবনেও পুরুষ এসেছিল। কিন্তু সেটা কতটা কার্যকর ছিলো যারা পড়েছেন তারা অবশ্য বুঝবেন। কিছু বই থাকে যার কয়েকটা লাইন বা উক্তি পাঠক মনে গেঁথে থাকে সর্বক্ষণ।এই মূহুর্তে স্বরণে আসছে কিছু লাইন,
"কর্তার পর ক্রিয়া এবং তার কাল সম্পর্কে আমার কোন আগ্রহ নেই ”
"ক্রোধ আছে অথচ তার প্রকাশ নেই,দুঃখ আছে অথচ সেটা রয়েছে চাপা,স্নেহ আছে কিন্তু তা বুকের ভেতরে”
"যে সংস্কার তোমার ক্ষতি করে না তা মান্য করলে কেউ যদি সুখী হয় তাই তো তোমাকে করা উচিত”
এই বইটি এমনি কিছু শব্দমালা উপহার দিয়েছে যার রেশ এখনো কাটেনি।
PDF Download Sat Kahon By Somoresh Mojumdar
রেটিং :সমরেশ স্যারের বইয়ের রেটিং দেওয়ার সাহস কিংবা যোগ্যতা কোনটাই আমার নেই। তবে নিয়মের খাতিরে হলে (★★★★★/৫)
ছবি ও রিভিউ: Habiba Tus Sadiya
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....