গল্প নুন | তামান্না স্মৃতি

এই বাড়িতে বিয়ে করে প্রথম যেদিন এসেছিলাম, সেদিন রাতেই খাবার টেবিলে বসে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছিলাম। টেবিল ভর্তি পোলাও, মুরগির কোর্মা, খাসির মাংসের রেজালা সবই ছিল তবে তার কোনো কিছুই আমি খেতে পারছিলাম না। সব খাবারগুলোর স্বাদই মিষ্টি ধরনের। মনে হচ্ছে, রান্না করার পর কেউ যেন ঝাল তরকারিগুলোতে তিন চার চামচ চিনি ঢেলে দিয়েছে। বুঝলাম, আমার শ্বশুর বাড়ির লোকেদের মিষ্টি ধরনের তরকারি পছন্দ। এদিকে আমার বাবার বাড়ির লোকেদের মধ্যে ঝাল-ঝাল কষানো মাংস, ঝাল শুটকির তরকারি, চ্যাপা শুটকির বড়া এই ধরনের খাবারের প্রচলন বেশী। স্বাভাবিক ভাবেই আমিও ওই ধরনের খাবারে অভ্যস্ত ছিলাম। খাবার টেবিলে আমার ইতস্তত ভঙ্গি দেখে রানার ভাবি বোধহয় কিছু টের পেয়েছিলেন। তিনি চটজলদি ফ্রিজ থেকে বোম্বাই মরিচের আচারের কৌটাটা বের করে দিয়ে বলেছিলেন, মৌরি তুমি চাইলে এখান থেকে আচার নিয়ে খেতে পারো। বুঝতে পারছি, আজ তোমার অনেক ধকল গিয়েছে। আজ বোধহয় তোমার মুখে তেমন কোনো রুচি নেই। সেদিন রাতে ভাবির কথাগুলো আমার শাশুড়ি খুব ভালোভাবে নেননি। ভাবির দিকে তাকিয়ে বিরক্তমুখে বলেছিলেন, প্রথম দিনেই আমার ছোট বৌমাকে তোমার মত বানাবে ন...