আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায় : লেখকঃ শরিফুল ইসলাম | Amar Shukhera Aturghorei Mara Jay

বইয়ের নামঃ "আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায়"
লেখকঃ শরিফুল ইসলাম
প্রথম প্রকাশঃ বইমেলা ২০২২
প্রকাশকঃ মোঃ নজরুল হায়দার
প্রচ্ছদঃ জহিরুল হক অপি
পৃষ্ঠাঃ ৬৪





শরিফুল ইসলাম "মৃন্ময় মৃণালিনী" এরপর, মাত্র এক বছরের মধ্যে দুটো কাব্যগ্রন্থ 'প্রেম ও দ্রোহ' এবং “আহ কবি আহ তোমার জন্যই তো লজ্জা' উপহার দেন পাঠক সমাজকে।

এইবার ২০২২ সালে প্রকাশিত হলো তার ৪র্থ কাব্যগ্রন্থ "আমার সুখেরা আঁতুড়ঘরেই মারা যায়"।

কবি বইটি উৎসর্গ করেছেন তার নানাজান কে😊

বইটিতে সর্বমোট ৫৫ টি কবিতা রয়েছে।

বইয়ের নামটি দেখে খুব আগ্রহ ছিল বইটি পড়ে দেখব।অবশেষে পড়ার সুযোগ হলো। এইবার রিভিউ দেবার পালা 😇

তরুণ এই কবি কবিতার মাধ্যমে তার অনুভূতি গুলোকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।

বেশিরভাগ কবিতার মাঝে বিদ্রোহ ফুটে উঠেছে।

তার ৫৫ টি কবিতা থেকে আমার ভালো লাগা কিছু কবিতা গুলির নাম এবং কবিতা গুলি থেকে কিছু লাইন দেয়া হলোঃ


👉"সে আর ফিরবে না"

পৃথিবীর সুস্থতায় তোমার আমার দেখা হলো ফের, সেই রাস্তায়, শহরের সেই পথটায়।

যেখানে হয়েছিল,

নিরাপদ সড়ক, কোঠার আন্দোলন।

এই খানেই পড়েছিল মস্তক ফাটা মৃত আমার ভাই।

👉"জীবন কেটে যাচ্ছে,যেভাবেই হোক যাচ্ছে"




জীবন কেটে যাচ্ছে, যেভাবেই হোক যাচ্ছে;দিন দিন

বয়স বাড়ছে আমার।

ছোটকালের সেই হাসি হাসি মুখ

এখন কদাচিৎ দেখা যায়।




👉"পাগল"

দিন যায়, জোড়া শালিক খোঁজার ন্যায়।

শূন্য পকেট, শূন্য তার সক্ষমতা।

জীবন উপভোগ করার নাম,

আর আমি? সবকিছুই উপভোগ করি।




👉"মায়া"

কাল সারারাত আমি কেঁদেছিলাম, ওই নির্ঘুম রাত, মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যান,

আমার দু'চোখের অশ্রুকণা, সাক্ষী

ওই কৃষ্ণচূড়া গাছ, আমি আপনার মায়ায় পড়ে গেছি।

সবশেষে বলতে চাই, যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা পড়ে দেখতে পারেন বইটি

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah