Title আড়াল
Author জাহিদুল ইসলাম জিহাদ
Publisher শিখা প্রকাশনী
Quality হার্ডকভার
ISBN 9789849334088
Edition 1st Published, 2021
Number of Pages 95
Country বাংলাদেশ
Language বাংলা
ধরন - থ্রিলার
মলাট মূল্য- ২০০
🍁নাম- আড়াল নামটার সব টুকু জুড়েই ছিলো আড়াল হওয়া অনেক গল্প.. আড়াল হওয়া কিছু অন্যায়,, কিছু রাগ,, কিছু অভিমান কিছু প্রতিশোধ...
🍁নামের মত প্রচ্ছদ ও ছিলো একটু রহস্যের,, যে নদী কে কেন্দ্র করে অনেক গুলো ঘটনা ও খুন,, সেই নদীর একটা স্থির চিত্র ফুটে উঠে প্রচ্ছদে...
🍁কাহিনী সংক্ষেপ-
আড়াল বইয়ে মূলত ফুটে উঠেছে একটা মধ্যবর্তী পরিবারের জীবন কাহিনী ও তাদের উপর বয়ে যাওয়া ভয়ংকর ট্রাজেডি। আড়াল বইয়ের প্রধান চরিত্রের বোন শিলা অবিবাহিত থাকাকালীন গর্ভবতী হয়। সামাজিক হেয় প্রতিপন্নতা এড়াতে এই খবরটি তাদের পরিবার প্রথমে ধামাচাপা দিয়ে রাখে। তবে এটা বেশিদিন গোপন রাখতে পারলো না৷ বাতাসের মতো ছড়িয়ে পরে পুরো গ্রাম। তারপর শুরু হয় মানুষের কটু কথা। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে শিলা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
ঘটনাচক্রে একসময় গল্পের প্রধান চরিত্রের সামনে অনেক ধাঁধার জন্ম নেয়। কিছুদিনের মধ্যে এলাকার একটি মেয়ে গায়েব হয়ে যায়। এর আগে দুইবছর আগে এভাবেই আরেকটি মেয়ে গায়েব হয়েছিলো। তবে এলাকাবাসী মনে করে এগুলো ভুতের কাজ। কারন তারা মনে করে দুইশত বছর আগে ঐ গ্রামে একটা হিন্দু বাড়ি ছিলো। গ্রামের লোকেরা তাদের অন্যায়ভাবে তাড়িয়ে দেয় ও তাদের এক কিশোরী মেয়েকে গ্রামের যুবকরা ধর্ষন করে মেরে ফেলে। সেই থেকে ঐ গ্রামে ভুতে ঘোরাঘুরি করে। কেউ কেউ ভুতের আলামত টের পেয়েছে। অনেকে না-কি দেখেছে।
এসব কারা করছে? সত্যি কি গ্রামে ভুত বলে কিছু আছে? গল্পের প্রধান চরিত্র যখন এসব ধাঁধার মুখোমুখি তখন এলাকার চেয়ারম্যান মর্মান্তিকভাবে খুন হয়ে যায়। তারপর তদন্তে নামে একদল পুলিশ। বেরিয়ে আসে একেকটা চাঞ্চল্যকর তথ্য। উঠে আসে গ্রামের মেয়েগুলো গায়েব হয়ে যাওয়ার কাহিনি। শিলার গর্ভবতী হওয়ার পিছনের গল্প। আসলে কি হইছিলো ঐ গ্রামে? শিলার পরিবারের উপর দিয়ে কেনই বা কি কারনে ঝড় বয়ে গেছিলো? এই গল্পে আড়াল কে?? অপরাধী?? নাকি ভিকটিম??? এই ধাঁধার উত্তর জানতে এখনই সংগ্রহ করে পড়ে ফেলুন বইটি।
🍁ব্যাক্তিগত মতামত-
একটা পরিবারে হঠাৎ ঘটে যাওয়া ট্রাজেডির ভয়াবহতা ও,, সমাজে ধর্ষন হওয়া মেয়েদের অবস্থা ঠিক কতটা কঠিন সেইটাই ফুটে উঠে বইটিতে,এছাড়াও ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধন,, বাবা-মায়ের অসহায়ত্ব,,স্নেহ সব ছিলো বইটিতে...
বইটিতে বানানের ভুল ছিলো অনেক.. যা পাঠকের জন্য একটু দৃষ্টিকটু,, এছাড়া কোথাও কোথাও গল্পের তাল হাড়িয়ে যাচ্ছিলো, কিন্তু পরক্ষনেই আবার সেই তাল ফিরে আসে... লেখকের প্রথম বই হিসেবে বইটি ছিলো প্রশংসনীয়.. শুভ কামনা রইল আগামীর জন্য
ব্যাক্তিগত রেটিং - ৮.৫/১০
Photo credit- Abir Al Mamun
Written by Fatima Noor
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....