লেখক : নওরীন জাহান
প্রকাশনী : আয়ান প্রকাশন
বিষয় : বিয়ে
অনুবাদক : ওস্তাদ তানজীল আরেফীন আদনান
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক
আইএসবিএন : 9789849655527, ভাষা : বাংলা
প্রথম প্রকাশ : ১০ মে, ২০২২
"বিবাহ বিভ্রাট বই নিয়ে লেখকের কথা"
প্রিয় পাঠক,
আপনার আগত ও যাপিত জীবন সুন্দর করার জন্যে কু-প্রথা ও কুসংস্কার পালনের কোনাে প্রয়ােজন নেই, বরং ঝলমলে ও নির্মল জীবন যাপনের জন্যে কেবল ইসলামি বিধি-বিধান ও নিয়মকানুনই যথেষ্ট। বইটি আমার নিজের জন্যেও পালনীয় এবং আমার অধিন ও সমবয়সি সকলের জন্যেই। সমাজের দুর্বলতা নয়, বরং আমাদের অসচেতনতা আর অগ্রাহ্যেই সমাজ দুর্বল হয়ে পড়েছে।
একটি বিবাহ কেবল মাত্র আয়ােজনের জন্যে নয়, বরং বিবাহ একটি শরয়ি হুকুম। সেটা পালন করতে গিয়ে যদি শরিয়তের বর্জনীয় কাজগুলােকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, তাহলে বিষয়টি কতটুকু নিন্দনীয় তা অনুভব করুন৷ স্বভাব আর অভ্যাস পরিবর্তন করা যায়, দুনিয়ার সবকিছু পরিবর্তন করা সম্ভব, শুধু মৃত্যুটা ছাড়া।
বিবাহ বিভ্রাট বইয়ের লেখাগুলাে পড়ে কতটুকু অনুশােচনা হবে তা আল্লাহ তাআলা-ই জানেন, তবে চেষ্টা যেন জাগ্রত হয় নিয়ম পালন করার জন্য, এটাই কাম্য। বিবাহ বিভ্রাট বই আপনাকে কিছু মানাতে বা করাতে জুলুম করবে না, কিন্তু বইয়ের প্রতি হৃদয়কে কোমল রাখুন, দেখবেন আপনার মন বশে এসে গেছে, তারপর সে তা পালন করতে ইচ্ছুক হয়ে উঠবে। পারিপার্শ্বিক সব প্রথা, প্রচলিত নিয়ম আপনার ইচ্ছা আর মননশক্তিকে দমিয়ে দিতে পারবে না, বিবাহটা কেবলমাত্র আপনারই। সুতরাং আপনার বিশেষ কাজে বিশেষ মনােযােগ ধরে অগ্রসর হােন। ইসলাম আপনার মনের আনন্দটাকে নষ্ট করেনি, বরং এই বাহ্যিক সব বিলাসিতা কেবল মাত্র শয়তানের একটা ফাঁদ, যা আসলে কোনাে আনন্দ না; বরং আপনাকে সঠিক পথ থেকে বিমুখ করে রাখার প্রচেষ্টা মাত্র। 'বিবাহ বিভ্রাট'
সমাজের অন্যসব বিদআত আর কু-প্রথাগুলাের মধ্যে বিয়ের ক্ষেত্রে যে সব বিদআত পালন হয় তার ব্যাপারে অনেকেই গাফেল। তাই চেষ্টা করেছি, এসব বিদআত আর প্রকৃত সুন্নাহগুলােকে একমলাটে নিয়ে আসতে। কিন্তু মানুষ ভুলের উর্ধ্বে নয়, তাই ভুলচুকগুলােকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার এবং আমাদের জানানাের অনুরােধ রইল, পরবর্তীতে আমরা তা সংশােধন করে নেব ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রকাশক সাহেবের। তিনি বইটি প্রকাশ করে সবার দ্বারে দ্বারে আমার লেখাগুলাে পৌঁছার ক্ষেত্রে সহায়ক হয়েছেন। একটি বইয়ের পেছনে অনেকের অবদান থাকে, সবার পরিশ্রমেই বইটি আপনার হাতে পৌঁছে যায়, প্রতিটি মানুষই যথেষ্ট পরিশ্রম করে বইটিকে উপস্থাপন করে, তাই সামান্য ভুলক্রটিকে মার্জনার চোখে দেখা অনুরােধ রইল। আল্লাহ সকলকে তাওফিক দিন, এবং কবুল করুন সবার খিদমাত।
আপনাদের সবার দুআর প্রত্যাশী 'নওরীন জাহান'।
আমরা এই দুনিয়ায় মুসাফির হয়ে এসেছি, আবার চলে যেতে হবে গন্তব্যে, সৃষ্টিকর্তা আমাদের প্রশান্তির জন্যে বিবাহের বিধান দিয়েছেন যা আমরা যথাযথ ভাবে পালন করলে পরকালীন সওয়াব এবং জাগতিক প্রশান্তি নিতে পারি কিন্তু আমরা জাগতিক মোহমুগ্ধতায় সঠিক বিধানের সীমালঙ্ঘন করে নবসৃষ্ট নিয়ম ধারণ করে অশান্তিতে নিপতিত হয়ে পড়েছি অথচ বিশ্বের কালজয়ী ধর্ম ইসলামে দৈনন্দিন জীবন-ধারণের প্রতিটি বিষয়ের নিয়মই অত্যন্ত সহজ এবং সুস্পষ্ট ভাবে বাতলে দিয়েছে। যদি আমরা ঐচ্ছিক উদ্ভট মনগড়া নিয়ম বর্জন করি তবে এই পরিণয় ও পরিণতি হবে সৌহার্দ্যপূর্ণ-সাবলীল ও কল্যাণকর।
Bibaho Bivrat Hardcopy :- Wafilife |
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....