বিখন্ডিত বইটি কেন পড়বেন? রবিন জামান খান | Bikhondito By Robin Zaman Khan

বিখন্ডিত By রবিন জামান খান

বেশ কিছু বছর আগে মুহিব তার হবু স্ত্রী লাবণিকে নিয়ে ঘুরতে যায় গাজীপুর, সেইখান থেকে কোনো কারনে মুহিব একা চলে আসে, কিন্তু লাবণি আর ফিরে আসেনা।পরিবার আত্মীয় স্বজন এমনকি পুলিশ পর্যন্ত তাকে খুজতে খুজতে একসময় আশা ছেড়ে দেয়,আশা ছাড়েনা একমাত্র মুহিব। লাবণি হারিয়ে যাওয়ার বেশকিছুদিন পর একদিন মুহিব ও হারিয়ে যায়,কিন্তু তাকে ফিরে পাওয়া যায় বদ্ধ উন্মাদ অবস্থায়,এরপর তার ঠাই হয় পাগলা গারদে। লাবণি কোথায়??মুহিবের সাথেই বা কি ঘটলো,এই রহস্যের উন্মোচন আর হয়নি।


বেশ কিছু বছর পর এই ঘটনা তদন্তে এগিয়ে আসেন একজন সাইকোলজির প্রফেসর,প্রফেসর জাকারিয়া।সাইকোলজির জগতে একটা টার্ম আছে ইনভেস্টিগেটিভ সাইকোলজি বলে,প্রফেসর তার দুই সহকারীকে নিয়ে সেটাই করতে চাইলেন।ডুবতে চাইলেন মুহিবের স্মৃতির অতলে,তা থেকে তুলে আনতে চাইলেন ঠিক কি ঘটেছিলো তার সাথে যাতে সে বদ্ধ উন্মাদ হয়ে গেলো,আর লাবণিই বা কোথায়.... কেসটা হাতে নেয়ার পর, দ্রুতই দৃশ্যপট পালটে যেতে থাকে,একের পর এক ঘটনায় তারা রীতিমতো বিস্মিত ও হতভম্ব হয়ে গেলেন!!সত্যটা আসলে কি!!!সেটা আসলে তাদের চিন্তার চেয়েও ভয়াবহ নাকি এর সাথে জড়িত আরো বড়ো কিছু!!!এই প্রশ্নের জবাব খুজতে খুজতে পাঠকের রীতিমতো গল্পের রোলার কোস্টারে চড়ার অভিজ্ঞতা হবে।এই বইয়ের কাহিনী আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে টানটান উত্তেজনার সাথে। 

বিখন্ডিত বইটি রবিন জামান খানের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজের দ্বিতীয় বই এটা, প্রথম বই শব্দজাল। লেখক দুইটা বইতেই মানুষের মনের বিচিত্র কানাগলি দেখিয়েছেন,দেখিয়েছেন স্মৃতি একমাত্র স্মৃতিই কিভাবে মানুষকে মানুষ হিসেবে ডিফাইন করতে পারে। প্রফেসর জাকারিয়া ওরফে প্রফেসর জ্যাক সিরিজের বিখন্ডিত বইয়ের হাত ধরে যে কেউই ঘুরে আসতে পারেন মানব মনের অতল গহব্বর থেকে...

এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার যাদের পছন্দ তাদের বেশ ভালো লাগবে,ছোট ছোট ডিটেইলিং প্লাস সহজ ভাষায় সাইকোলজির নানা বিষয় বলা হয়েছে যা কারো বিরক্তির কারণ তো হবেইনা বরং আগ্রহ সৃষ্টি করবে এই বিষয়ে।গল্পের গাথুনি চমৎকার। আপনাকে শেষ অবধি ধরে রাখার মতো চমৎকার গল্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ