বিসাশন : পিয়া সরকার PDF Download | Bisason By Piya Sharker

◾বিসাশন বই pdf
◾পিয়া সরকার বই পিডিএফ ডাউনলোড
◾জনরা- আধিভৌতিক গল্প সংকলন।
◾প্রকাশনী- বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন (ইন্ডিয়া)

চারটা গল্প আছে বইটাতে। চারটা গল্পের সংক্ষিপ্ত রিভিউ দেয়ার চেষ্টা করলাম।


◾প্রথম গল্প "হাতছানি"। রেল স্টেশনে দুজন পুরানো বন্ধু রুদ্র এবং সব্যসাচীর দেখা হয়। দুজনেই একসাথে এমবিবিএস পাস করেছিলো। চাকরির সূত্রে কর্মস্থল ভিন্ন হওয়া বহুদিন তাদের মাঝে দেখা হয় না। হঠাৎ করে যখন দেখা হয় তখন বন্ধুর মাঝে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে রুদ্র। 
 তান্ত্রিকতা/ঝাঁড়ফুক দিয়ে রোগ সারানো কাহিনীতে ডুবে যাওয়া দুজন ডাক্তার বন্ধুর গল্পটা খুব বেশীই সাধারণ লেগেছে আমার কাছে। 
▪️ব্যক্তিগত রেটিং 3.5/5

◾সবচেয়ে বেশী ভালো লেগেছে দ্বিতীয় গল্পটাই। নাম "রক্তের রং বেগুনী"। লক্ষ্ণৌ শহরের একটি ছোট্ট বাড়ি কে কেন্দ্র করে গল্পটি এগিয়ে গেছে। ছোট একটি পরিবার বাবা-মা-সন্তান। সেই সাথে রহস্যজনক একটি নারী চরিত্রের আগমন। 
শেষে এসে লেখিকা যে টুইস্ট দিয়েছেন, তা অভাবনীয় ছিল। কল্পনাতেও করিনি এরকম কিছু ঘটতে পারে। 
▪️ব্যক্তিগত রেটিং 4.25/5

◾তৃতীয় গল্পের নামেই বইয়ের নামকরণ "বিসাশন"। গ্রামীণ পরিবেশে এবং সমকালীন উপন্যাসের প্যাটার্নের লেখা। ভাষাগুলো আঞ্চলিক হলেও বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। মোটামুটি ধরনের আধিভৌতিক এবং ফ্যান্টাসি গল্প বলা যায়। পড়া শুরু করার পর বেশ ভালোই লাগছিলো। 
▪️ব্যক্তিগত রেটিং 4/5

◾বইটার সর্বশেষ গল্পের নাম "ওমকারা"। শ্মশানকে কেন্দ্র করে কাহিনীর শুরু হয়েছে বইটিতে। সত্যি বলতে বইটা গল্পটা একদমই ভাল লাগেনি আমার কাছে। বেশী প্যাঁচানো সংলাপ। 
▪️ব্যক্তিগত রেটিং 2.5/5

       পুরো বইকে রেটিং দিতে চাইলে,
 আমার ব্যক্তিগত রেটিং 3.50/5
এবং 
গুডরিডস রেটিং 3.37/5

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ