ছায়াপথ : ফাহমিদা বারী - পাঠক অনুভূতি ! Chayapoth : Fahmida Bari Books


Titleছায়াপথ
Authorফাহমিদা বারী
Publisherচৈতন্য
Qualityহার্ডকভার
ISBN9789849307204
Edition1st Published, 2019
Number of Pages192
Countryবাংলাদেশ
Languageবাংলা
ছায়াপথ               

   -ফাহমিদা বারী
২০১৯ সালের একুশে বইমেলায় সশরীরে না যেতে পেরে যে দু'চারটি বই ভীষণ আগ্রহভরে ঢাকা হতে আমার শহরে আনাবার ব্যবস্হা করেছি এটি তার মধ্যে অন্যতম।

লেখকের এই উপন্যাসটির পটভূমিকার যে গল্প,সেটি আমার পড়া ছিল।পড়া ছিল তাঁর আরো অনেক ছোট গল্প এবং উপন্যাসও।লেখকের স্বচ্ছন্দ লেখার স্বাদ পাবার লোভেই এই উপন্যাসখানি পড়া।
এবং যথারীতি গোগ্রাসে গিলে মুগ্ধ হওয়া!

আমরা যারা সহজ সরল লেখায় জীবনের নতুন নতুন গল্প খুঁজি,এই উপন্যাসটি তাদের জন্য অবশ্যপাঠ্য।
গ্রামীন পটভূমির এই গল্পে আমরা মুহিতকে দেখি।নায়কোচিত বৈশিষ্ট্যধারী মুহিত কী সরল পরোপকারী আর স্বপ্নময় জীবন যাপন করে!
তাঁর স্বপ্নের সমান জীবন ক'জনাই বা পায়!
যদিও অনেক ফারাক আছে যাপিত জীবনধর্মে,তথাপি মুহিতকে পড়তে গিয়ে কেন জানি বারবার আমার হোসেন মিয়াকে মনে পড়েছে!
নির্বিবাদ সমাধিকারের আবাসস্হল ময়নাদ্বীপের হোসেন মিয়া!

শাঁওলী আমাদের গল্পের নায়িকা।তাঁর ঝাঁঝালো সৌন্দর্য্য অথচ পরিমিত রুচিবোধ পাড়াগাঁয়ের যে কোন মেয়ের থেকে সীমাহীন পৃথক।সেজন্যেই হয়তো গল্পেরও নায়িকা তিনি।

তবে তাঁকে ছাপিয়েও যে চরিত্রটি প্রধানত্বের দাবী নিয়ে বারবার উঁকি দিচ্ছিল,সেটি শাহিদা বানু।গ্রামাঞ্চলের দারিদ্যপীড়িত নারী তথা মানুষের জন্য তাঁর স্বপ্নগুলো আমাদের সবার প্রাণের কথা।সেটি বাস্তবায়নে তাঁর যে একাগ্রতা তা পুরো উপন্যাসে প্রাণের সঞ্চার করেছে।

অন্যতম প্রধান চরিত্র সুজিত।গল্পের শুরু হতেই যে ধোঁয়াশায় ঘেরা অতীব বুদ্ধিমান এই চরিত্রটিকে এঁকেছেন লেখক,গল্পের শেষের অভাবনীয় নাটকীয়তায় নতুন করে চিনতে হয় সেই সুজিতকেই।
এছাড়া অন্যান্য চরিত্রগুলোও যার যার জায়গায় প্রাঞ্জল আর মানানসই ।

উপন্যাসটিতে সুন্দর সিনেমাটিক এক গল্প আছে।আছে গাঁয়ের রূপ-রঙ আর মানুষের ঘ্রাণ।
সেইসাথে মানুষের কুটিল মারপ্যাঁচের ষড়যন্ত্রগাঁথাও।
গল্পে পাই কিছু স্বপ্নালু চোখ,মিষ্টি প্রেমাবহ,হঠাৎ বিরহের তপ্তশোক।
সবশেষে চমকপ্রদ রহস্যের ছোঁয়া।
পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে বইপ্রেমী যে কোন পাঠকের জন্য সুখপাঠ্য হবে এই বইখানি।

জন্ম : ১৪ই সেপ্টেম্বর ১৯৩৮ (২৮শে ভাদ্র ১৩৪৪) স্থান : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা। পিতৃভূমি : সিরাজগঞ্জ জেলার মুগবেলাই গ্রাম। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয় এম. এ (বাংলা) পেশা : অধ্যাপনা। সাংবাদিকতা করছেন দীর্ঘদিন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতের কাছাকাছি। উপন্যাস, ছােট গল্প, প্রবন্ধ ও নাটক রচনার ক্ষেত্রে স্বচ্ছন্দ পদচারণ। প্রথম উপন্যাস আর এক জীবন'। প্রচুর লিখেছেন এবং লিখেছেন শিশু কিশােরদের জন্য। কিশাের উপন্যাস ‘ডানপিটে ছেলে’ চলচ্চিত্রায়িত এবং আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত। বেশ কিছু ছােট গল্প অনুদিত হয়ে ছাপা হয়েছে। বিদেশী পত্র-পত্রিকায়। নাটক লিখেছেন অনেক এবং তা প্রচারিত ও প্রদর্শিত হয়েছে রেডিও-টেলিভিশনে। ছােট গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। পুরষ্কার প্রাপ্তি :

প্রকাশক-চৈতন্য প্রকাশন...
প্রচ্ছদমূল্য-৩৫০ টাকা মাত্র।
বইটি রকমারিতেও পেতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ