ডাবল স্ট্যান্ডার্ড-২ বইটি কেন পড়বেন?
১. আপনার ভাল লাগবে। একটা ফিল গুড রিড হবে। কোন দ্বীনি ভাই এমন সুন্দর করে লিখছে - ব্যাপারটাই তো ভাললাগার। পিঠ চাপড়ে দেবার জন্য হলেও পড়বেন।
২. চোখের উপর সাঁটানো শতবর্ষী পশ্চিমা লেন্সটা খুলতে পারবেন। ব্যক্তিস্বাধীনতা, নারীবাদ, উন্নয়নের পশ্চিমা সংজ্ঞার ভিতরের শুভংকরের ফাকিটা ধরতে পারবেন।
৩.বিভিন্ন যুক্তি দিয়ে ইসলাম নারীকে বঞ্চিত করেছে বলা লোক গুলোকে রেফারেন্স সহকারে ছাই দিয়ে ধরতে পারবেন।
৪.নারী ও পুরুষের সমতার দাবি করে নারীকে ঘরের সেফটিজোন থেকে বের করে বাইরের বৈরী পরিস্থিতিতে ফেলতে চাওয়া শেয়াল গুলোর লেজে আগুন দেবার মত তথ্য উপাত্ত পেয়ে যাবেন।
কাদের জন্য লেখা?
এটা আমার বোনদের জন্য লেখা। এ বইটা পড়ার পর বোনেরা নারীর প্রতি ইসলামের আচরণ ও অবস্থান নিয়ে আর হীনমন্যতায় ভুগবে না ইনশাআল্লাহ। যদি পারতাম প্রত্যেক মুসলমান নারীর হাতে এক কপি ডাবল স্ট্যান্ডার্ড ২.০ তুলে দিতাম।
(মেহেদী হাসান ভাইয়ের রিভিউ থেকে কিঞ্চিৎ)
বই- ডাবল স্ট্যান্ডার্ড ২.০
লেখক- Shamsul Arefin Shakti
সম্পাদনা- Asif Adnan
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....