আই লাভ ইউ বই রিভিউ - লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ | I Love You : Mohammad Atiq Ullah Books

আই লাভ ইউ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার
বিষয় : ইসলামী সাহিত্য
ভাষা : বাংলা

ইমাম সাহেব বিয়ে করলেন এক তামীমি কন্যাকে। বিয়ের কয়েকদিন পর দেখা করতে এলেন কাজি সাহেবের সঙ্গে। কাজি সাহেব সহাস্যে বললেন বিয়ে করেছেন শুনলাম!।
-জ্বি!
-পাত্রী কোন গোত্রের?
-বনু তামী!
-হুম, দারুণ কাজ করেছ! বিয়ে করলে একজন তামীমাকেই করা চাই! তাদের মতো নারী হয় না।বিবি হিসেবে তারা অসাধারণ! 
-বাহ,তামীমি কন্যাদের সম্পর্কে আপনার বেশ অভিজ্ঞতা দেখছি!



স্বামী -আমাকে কে যেন বলেছিল, বনু তামীমের মেয়েরা খুবই মুখরা স্বভাবের হয়ে থাকে!স্বামীর নাকে দড়ি দিয়ে ঘোরায়!তারাবড় কর্কশ!
ইত্যাদি ইত্যাদি! সে তার বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছিলো! 
স্ত্রী ঃকী যুক্তি দিয়েছিল?
-অনেক আগের কথা, আজ আর মনে নেই। 
-আপনার বন্ধু আমাদের প্রতি অন্যায় ধারণা পোষণ করেছে! একটা কথা অবশ্য বলা যেতে পারে,আমাদের গোত্রের মায়েদের উদর থেকেই জন্ম নেবে শেষ জামানার সেরা মানুষগুলো।যারা মুজাহিদের মা হবেন, তারা একটু শক্তপোক্ত ডাকাবুকো হবেন,এটাই স্বাভাবিক! 
স্বামী -তারা কারা?
-আপনি হাদিসটা জানেন, দাজ্জালের অগ্রযাত্রা রুখে দেবে বনু তামীমের জানবাজ বীরপুরুষেরা!যে মায়েরা দ্বীনের মুজাহিদ জন্ম দেবে, তাদের মধ্যে দৃঢ়তা অনমনীয়তা না থাকলে চলবে কী করে? বনু তামীমের মেয়েরা একটু স্বাধীনচেতা হয়!সেটাকেও হয়তো কেউ কেউ খারাপ চোখে দেখে!স্বাধীনচেতা মানে তার হক কথা বলতে দ্বিধা করে না।অন্যায় দেখলে পিছিয়ে যায় না।তাই বলে স্বামীর অবাধ্যতা করবে, এমন ধারণা পোষণ করা সত্যি সত্যি জুলুম! 

ক.বনু তামীমের লোকেরা দাজ্জালের প্রতি অত্যন্ত কঠোর হবে। 
খ.বনু তামীমের "সাদকা" নবীজির কাছে হাজির করা হলে,তিনি উচ্ছ্বাসিত হয়ে বলতেন,'এটা আমাদের কওমের সাদাকা'।নবীজির পুর্বপুরুষ'আদনানে'গিয়ে আমাদের বনু তামীমের বংশধারা কুরাইশের সঙ্গে মিলেছে।
আই লাভ ইউ। 
শাইখ আতিকুল্লাহ হাফিঃ

বাজারে অশ্লীল প্রেম আর রগরগে বর্ণনার বইয়ের অভাব নেই। ইন্টারনেইটের কল্যাণে যৌনতার কুৎসিত চিত্র এখন হাতে হাতে।
আজ পশ্চিমা অপসংস্কৃতির গড্ডলিকা প্রবাহে ভেসে গেছে নৈতিকতা ও শুদ্ধাচার। সংসারগুলো হয়ে উঠেছে জাহান্নামের প্রতিচ্ছবি।
অথচ এমনটি কেউ কখনই কামনা করে না। সবাই তো চায়, তার সংসার হোক সুখের আবেশে ঘেরা।
কেমন হতে পারে সুখী পরিবার,
কেমন হতে পারে হালাল প্রেমের চিত্র,
ভালোবাসার আবির মেখে চার চোখের সম্মোহন কীভাবে ঝরাতে পারে পবিত্র প্রেমের বৃষ্টি- গল্পে গল্পে সে কথা জানাতেই আমাদের এবারের আয়োজন “আই লাভ ইউ”।
জনপ্রিয় গল্পকার আতীক উল্লাহর জীবন জাগার গল্প সিরিজের #চতুর্দশী বই
“আই লাভ ইউ”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ