- বইঃ যে শহরে বুনোফুলেদের বাস
- লেখিকাঃ তামান্না জেনিফার
- দামঃ২৪০ টাকা
- প্রচ্ছদঃ মো.সাদিতউজজামান
- রেটিংঃ ৮/১০
- Review & Photo Credit 💕 Tanzila Rahman
ভূমিকাঃ পতিতাবৃত্তি যার পেশা।এই মেয়েটির যখন প্রেমে পড়ে একজন চিত্রশিল্পীর তখন গল্পটা কেমন হতে পারে? লেখিকা শুরুতেই বলেছেন গল্পের প্রয়োজনে কিছু সংবেদনশিল বিষয় এসেছে তাই প্রাপ্তবয়স্কদের জন্য এই বইটি, ১৬ নিজে যাদের বয়স তাদের পড়তে আমি নিরুৎসাহিত করব।
পাঠ প্রতিক্রিয়াঃ এক কথায় ভালো লাগার মত একটা বই,এক ববসায় পড়ে শেষ করা যাবে এমন একটা বই।একঘেয়েমি লাগবে না, পড়তে শুরু করলে ডুবে যেতে হবে বইয়ে।সহজ সাবলীল ভাষায় লেখা।
বইয়ের মেইন চরিত্র মালতী কিংবা তার পেশার অন্য নাম মাধুরিমা। তাদের মতো মেয়েদের জীবন কতটা দুর্বিষহ তা আমরা ভাবতেও পারি না। এই গল্প পড়লে মানুষের জীবনে যে কত রকমের কষ্ট থাকতে পারে তা জানতে পারবো, তখন আর নিজেদের ছোটখাটো কষ্টগুলোকে কষ্ট বলে মনে হবে না।
গল্পের অন্যতম চরিত্র আরমান, তার সাথে কিভাবে মালতির পরিচয় হলো?
আরমান মালতির নাম দিয়েছিল বুনোফুল, তার মতো হাজারো বুনোফুল আমাদের সমাজে আছে, তাদের গল্পগুলো আমরা কেউ জানতে পারি না। সেই অজানা গল্প গুলো জানতে হলে পড়তে হবে যে শহরে বুনোফুলেদের বাস।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....