রিভিউ | মিছে মায়া : মোঃ মশিয়ার রহমান | Miche Maya Book Review

বইয়ের নামঃ মিছে মায়া 
লেখকঃ Moshiar Rahman 
প্রকাশনীঃ রাজা প্রকাশন।
পৃষ্ঠাঃ১২৭।
বইয়ের মূল্যঃ৩২০৳

'মিছে মায়া' বইটি মূলত একটি চমৎকার কবিতা সম্পর্কিত বই যেটি রচনা করেছেন জনপ্রিয় লেখক মোঃ মশিয়ার রহমান এবং মিছে মায়া বইটি প্রকাশ করেছে রাজা প্রকাশন। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে ১২৭ মিছে মায়া বইটি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে আপনি বইটি ক্রয় করতে চাইলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।



পড়ার মুড না থাকলেও শুর করে দিয়েছিলাম আবেগ আহরন। 
আবেগ! হ্যা আবেগ। কতোটা আবেগ, কতোটা দরদ নিয়ে তিনি লিখেছেন তার বই খানা সেটা পাঠকবৃন্দ বই শুরু করলে অবশ্যই উপলব্ধি করবেন।

আমি এমন একজন মানুষ যে বিশেষ আগ্রহ ছাড়া কোন বই শুরু করি না।

তবে কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো আপনি ভাবতে না চাইলেও ভাবতে হয়! কিছু কিছু কাজ-ও এমন আছে যেগুলো শুরু করতে না চাইলেও শুরু করতে হয়! এ-বইটার ক্ষেত্রে আমার সাথে ঠিক একি বিষয় ঘটেছে। পড়ার কোন ইচ্ছেই ছিল না, চোখবুঁজে শুয়ে ছিলাম আমি, সে (রহস্য) তখন হাতে দিলো বইটি।
(ইহা একটি মিছা কথা) পড়ার বিন্দুমাত্র ইচ্ছে ছাড়াই শুরু করলাম বইটি।

গল্প-উপন্যাসের বিশাল সমুদ্র থেকে বের হয়ে কখন যেন ডুবে যাই "মিছে মায়া"য়। গভীরতা না মেপেই ডুব দিতে হলো এই মায়ায়! 
কবিতাগুলোতে যতোটা আছে আবেগ ও দরদের মিশ্রণ, তার চেয়ে বেশী আছে বাস্তবতার ছোঁয়া। 
আরও আছে আল্লাহ ভীতি যেটা অধিকাংশ ক্ষেত্রেই থেকে থাকে গুরুত্বহীনতার সাথে! তবে প্রিয় কবির কবিতায় তিনি এদিকটায় যথেষ্ট গুরুত্বারোপ করেছেন।

 প্রচ্ছদটা যেমন দৃষ্টি নন্দন, বইটার কলেবরও এতটা বড় না যে পাঠকের মনে ভয়ের সৃষ্টি হবে।সবমিলিয়ে খুব সুন্দর বইটি। এবার আসুন তাহলে ভেতরের অংশ দেখি!

দুটি পঙক্তি -প্রথম কবিতা- মিছে মায়া
"হেলা ফেলা করে তুমি বসে থাকো যদি 
কেঁদে কেঁদে হবে চোখে বড় বড় নদী" 

হ্যা অবশ্যই এ পঙক্তিতে রয়েছে নবপ্রজন্মের জেগে ওঠার অনুপ্রেরণা। 

শেষ কবিতা- যতো পাপ করো মাফ
" ঈমান আমল যতো, গাহি গুনগান 
তোমার পরশ চাহি তুমি মহিয়ান
কার কাছে যাব বলো কোথা পাব ঠাঁই
তুমি ছাড়া ধরা মাঝে আর কেহ নাই" 

যে কবিতা আল্লাহকে স্বরণ করিয়ে দেয় 
সে কবিতার চেয়ে সুশ্রী আর কি হতে পারে! 

মোটকথা বইটি হৃদয় শীতল করে দিয়েছে।
ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে লেখকের উপর অনেক বড় অন্যায় করা হবে, 
তাই আপনাদের দ্বারে আসা। 

সহজ, সাবলীল ভাষায় দারুন বই এটি।
হ্যা বইটি আধুনিক বই বাজার হিসেবে খুবি ভালো একটি বই। আপনারা যারা কবিতা পরতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো নিশ্চিন্তমনে বইটি আপনারা সংগ্রহে রাখতে পারেন এবং বাচ্চাদেরকেও কবিতাগুলো শোনাতে পারেন, এতে আপনার বাচ্চা বেড়ে উঠবে কবিতার মায়া নিয়ে, আল্লাহর স্বরন নিয়ে। 

রিভিউ লিখেছেন 💕- মুহাম্মদ মাহদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ