নীল এডিডাস লেখিকা: সুস্মিতা জাফর | Nil Adidas By Sushmita Zafar

নাম: নীল এডিডাস
লেখিকা: সুস্মিতা জাফর
Review Credit 💕 Rafia Rahman

       
            𝕴𝖓𝖋𝖆𝖙𝖚𝖆𝖙𝖎𝖔𝖓 𝖒𝖊𝖆𝖓𝖘, '𝕬 𝖑𝖔𝖛𝖊 𝖙𝖍𝖆𝖙 𝖎𝖙 𝖎𝖘 𝖎𝖓𝖈𝖔𝖓𝖛𝖊𝖓𝖎𝖊𝖓𝖙 𝖙𝖔 𝖌𝖔 𝖔𝖓 𝖜𝖎𝖙𝖍'.

❝মায়া❞ কী?
            শুধু একটা শব্দ নয় বরং একটুকরো ভালোলাগা, ভালোবাসার অনুভূতি থেকে সৃষ্ট একপ্রকার টান। হতে পারে কোনো ব্যক্তির প্রতি বা বস্তু। কখনও মায়া এত বেড়ে যায় যে সে মায়াময় কারণটি তার অস্তিত্বের একটি অংশ হয়ে দাড়ায়। তবে এমনও হয় যখন ব্যক্তি নিজেই বুঝে না সেই মায়ার কারণ কী...

               ● আখ্যান —

দীর্ঘ সাত বছর পর ডাক্তারির পড়া শেষ করে চিরচেনা রুমটিকে যখন বিদায় দেওয়ার পালা তখন হঠাৎই আজিজ বের করে আনে কালো পলিথিনের ব্যাগ। কী আছে সেই ব্যাগে শিবলি মনে করতে পারে না। যেইনা ব্যাগে উঁকি দিলো স্তব্ধ হয়ে দেখে নীল রঙের একপাশ কাটা এডিডাস জ্যাকেট। কেন চমকে উঠেছিল শিবলি? কী রহস্য আছে এডিডাসের সাথে জড়িয়ে? 

অতীতের পাতা উলটিয়ে শিবলি চলে গেল বহুকাল আগের পুরনো স্মৃতিতে। মনে পড়ে নীল এডিডাসের প্রতি তুষারের পাগলামি! না জানিয়ে একবার জাহিন পড়েছিল এডিডাসটি। তারপর? কী তুমুল গন্ডগোলই না বাঁধিয়ে ছিল তুষার! তার এডিডাস কেউ পড়ুক তা সহ্য হয় না। তাহলে এডিডাসটি পলিথিনের ব্যাগে কেন? এত শখের জিনিস ফেলে তুষারই বা কোথায়?

               ● পর্যালোচনা ও প্রতিক্রিয়া —

কলেবরে ছোট আকৃতির গল্প ❝নীল এডিডাস❞। গল্পকথক শিবলি বহুবছর পর যখন এডিডাসটি পায়, ফিরে যায় ফেলে আসা অতীতে। নীল এডিডাস কীভাবে এলো তার কাছে কাহিনীর উপজীব্য এটাই।

হল জীবনে রুমমেটের গুরুত্ব যে কী তা সেই বুঝে যার অভিজ্ঞতা আছে। একই রুমে থাকার ফলে এক আলাদাই সম্পর্ক তৈরি হয়ে যায়। এমনটাই ছিল শিবলি, তুষার আর জাহিন। একই রুমে থাকার কারণে একে অন্যের জীবনের ব্যবহারও করে থাকে রুমমেটরা। তবে এককালে তুষারের নীল এডিডাসকে কেন্দ্র করে ঝগড়া লেগে গেছিলো তুষার আর জাহিনের মধ্যে। রুমের কারোও অজানা ছিল না এডিডাসের প্রতি তুষারের মায়া। তবে এই মায়ার কারণ কী? আর তুষারের মায়াময় এডিডাস কী করছে শিবলির কাছে? তুষার কোথায়? এসব প্রশ্নের জবাব পাবে পাঠক ❝নীল এডিডাস❞- এ। শেষ অংশের রহস্য পাঠককে ঘোরের মধ্যে নিয়ে যাবে। তবে গল্পের শেষ লাইন অসমাপ্ত রহস্যের ইঙ্গিত দেয়।

               ● লেখনশৈলী ও বর্ণনা —

লেখনী এককথায় সহজ ও সাবলীল। সুন্দরভাবে কল্পপট ফুটিয়ে তুলেছেন লেখিকা। ছোট গল্প হিসেবে সুখপাঠ্য ছিল। চরিত্রগুলোর আলোচনাও পরিষ্কার। তবে শেষ যে এভাবে হবে ভাবি নাই। পড়ার পরও রেস রয়ে গেছে। 

ছোট গল্প পড়তে পছন্দ করেন তাহলে ❝নীল এডিডাস❞ পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ