আমন মরসুম pdf সৈকত মুখোপাধ্যায় | Amon Morshum By Soikat Mukhopadhyay

বই : আমন মরসুম পিডিএফ ডাউনলোড
লেখক : সৈকত মুখোপাধ্যায় 
প্রকাশক : দ্য কাফে টেবল
প্রচ্ছদ ও অলংকরণ : স্বপন কুমার চন্দ
মুদ্রিত মূল্য : ২০০/-
Review Credit 💕 Sheli Bhattacharjee

আমন মরসুম বইটিতে মোট দশটি গল্প আছে। যাদের কেন্দ্রবিন্দু প্রেম/ভালোবাসা/ভালোলাগা/মোহ অথবা গলন্ত মোমের মতো মসৃণ কোনও ব্যথা। সেই ব্যথা একবার শীতল হয়ে হৃদ মাঝারে জাঁকিয়ে বসলে, তাকে নখের আঁচড়ের ভরসায় তোলার চেষ্টা করাটাই বৃথা। 
আমন মরসুম pdf পাওয়া যাচ্ছে বইপাও ডট কম এ। আমন মরসুম বইটির প্রকাশক : দ্য কাফে টেবল প্রকাশনী। এবার আলাদা করে গল্পগুলোর প্রসঙ্গে বলি ... 



#বেদনার_রঙ - গাত্রবর্ণ যখন মানস জগতের আলো আঁধারের নিয়ন্ত্রক হয়ে ওঠে, তখন একমাত্র নিঃস্বার্থ মহাযজ্ঞের পথই শান্তিপূর্ণ সমাধানের দিশা দেখায়।

গল্পের প্রিয় অংশ : 'ডাক্তার জানেন, সেই মন মন্থনের জেরে পলার অবচেতনের অন্ধকার থেকে এমন কোনো হলাহল উঠে আসতে পারে, যার বিষাক্ত ধোঁয়া অসহ্য লাগবে...'

#অধীর_ঘোষ_বাই_লেন - অন্ধকারে নিমজ্জিত কোনও এক প্রাচীন পথের দিকে আশার আসন পেতে বসে থাকে এক যুবক। সে রোজ স্বপ্ন দেখে, অন্ধকারের শেকলে বাঁধা ক্রীতদাসেরা আলোর গন্ধের ছোঁয়ায় মুক্তি খুঁজে পেয়েছে। তারা ভালোবাসার ছোঁয়া হাতড়ে গলি থেকে ছুটে চলেছে কাল্পনিক রাজপথের দিকে।

গল্পের প্রিয় অংশ : 'আপনাকে যেদিন অনেক রাতে ওই গলি ধরে হেঁটে যেতে দেখলাম, আমি ওই অপ্রয়োজনীয় গলিপথটার প্রয়োজনীয়তা বুঝতে পারলাম।'

#চোখের_তারায় - ভালোবাসা আর পাগলামি শব্দদুটোর মধ্যে অনুভূতির দূরত্ব মাপলে, কখনও কখনও তাদের সমাবর্তন ঘটে যায় বৈকি! 

গল্পের প্রিয় অংশ : 'আমি অন্ধের ভিক্ষাপাত্র থেকে টাকা চুরি করার মতন পাপ করেছিলাম।'

#মিতুনের_জন্য - ভালোবাসা মৃত কি জীবিত সেই যুক্তিতর্ককে মুছে ফেলে, শুধুই তাকে আগলে রাখার উন্মাদনায় বেঁচে থাকতে পারে একজন মানুষ, জেগে থাকতে পারে রাতের পর রাত! থমকে গিয়েছি এই গল্প পড়ে। মনে হয়েছে, বাস্তব পৃথিবী যেমনই হোক না কেন, লেখকের কলমে এভাবেই বেঁচে থাকুক ভালোবাসার প্রশ্রয়।

গল্পের প্রিয় অংশ : 'চাকরি ছিল না, বন্ধু ছিল না, সাহস ছিল না। শুধু ভালোবাসা ছিল।'

#রইল_অভিমান - প্রিয় রবীন্দ্রসংগীতের কয়েকটি লাইন যখন যন্ত্রণার সুরে আজীবন বাজতে থাকে অন্তরে, তখন অধিকারবোধের তাগিদ রাগকে বদলে দেয় অভিমানে।

গল্পের প্রিয় অংশ : 'শুধু কি যাকে গ্রহণ করেছ তার কথাই মনে থাকে? যাকে প্রত্যাখ্যান করেছ তার কথা মনে থাকে না?'

#সোনালি_পলাশ - গল্পটির প্লট বেশ সাধারণ। অর্থাৎ এই ধরণের ব্যর্থতার অভিজ্ঞতা অনেকের জীবনেই আছে বলে আমার মনে হয়। প্রতিটি ব্যর্থতা কিছু না কিছু আফসোসকে ঘিরে আবর্তিত হয়, এক্ষেত্রে তা হল সোনালি পলাশ। গল্পটি পড়ার আগে এই ফুল সম্বন্ধে আমি জানতাম না।

গল্পের প্রিয় অংশ : 'মনে হয় সমস্ত কলকাতাটাকেই যেন স্মৃতিচিহ্ন করে রেখে গেছে সুপর্ণ। যেকোনো রাস্তা দিয়ে গেলে মনে পড়ে, কবে কখন ওর সঙ্গে হেঁটেছিলাম সেই রাস্তায়।'

#টাইগার_মথ - ক্যামুফ্লেজিং শব্দটা যে কিভাবে কবির মনের যন্ত্রণার প্রতিচ্ছবির সঙ্গে সম্পর্কিত হয়ে উঠতে পারে, এই চমৎকার গল্পটি না পড়লে হয়তো এত সুন্দরভাবে নজরে পড়ত না।

গল্পের প্রিয় অংশ : 'আমার কবিতাও ওই মথটার মতন। ভেতরের নরম কষ্টগুলোকে লুকিয়ে রাখার জন্যে তার গায়ে উপমার আঁকিবুঁকি কাটি।'

#উৎসর্গের_পাতা - এই গল্পটা বহু বছর আমার মনে থেকে যাবে৷ আমার মতে এই বইয়ের শ্রেষ্ঠ গল্প। স্বীকার করছি, শেষ লাইন ক'টা ভেজা অস্বচ্ছ দৃষ্টিতে পড়েছি। এরপর থেকে মাথায়, মনে, হৃদয়ের অলিগলিতে কেবলই ঘুরপাক খাচ্ছে দুটো শব্দের অনুরণন ... 'তোমাকে আমি, তোমাকে আমি, তোমাকে আমি।'

গল্পের প্রিয় অংশ : সম্পূর্ণ গল্পটি।

#মায়াপথ - এতো ওভার বাউন্ডারি গল্প। প্রেমের বিস্তার ঠিক কতখানি অসীম অনন্ত স্তরে পৌঁছে গিয়েও হাঁপিয়ে ওঠে না, হারিয়ে ফেলে না নিরাপদ শুভাকাঙ্ক্ষী পথ ... 'মায়াপথ' তারই অক্ষরচিত্র। মুগ্ধ, মুগ্ধ আমি মুগ্ধ।

গল্পের প্রিয় অংশ : সম্পূর্ণ গল্পটি।

#পাপ_কিংবা_ফুলের_গন্ধ - পাপবোধের স্বীকারোক্তি! নাকি শুধুই নিরাপত্তাহীনতার নিষ্পাপ আস্ফালন! গল্পের শেষে এই প্রশ্ন পাঠককে দ্বন্দ্বে ফেলতে বাধ্য!

গল্পের প্রিয় অংশ : 'জানো ইভা, আমি মাঝে মাঝেই ভাবি, ছোটদের চোখেই কেন পার্থেনিয়ামের পরাগের মতন এই বিষাক্ত দৃশ্য এসে পড়ে? এ কি বড় হওয়ার নিয়তিনির্দিষ্ট পদ্ধতি?'

অসাধারণ অলংকরণ বইটির গল্পগুলোকে অন্য মাত্রা দিয়েছে। বইটি পড়ার সময় কখনও মনে হয়েছে, কাল্পনিক কোনও এক মানস পথের বাঁকে আমি থমকে দাঁড়িয়ে পড়েছি। তবে, ভয় পেয়ে দিক ভুল করিনি। মরিচীকার মতো দামী কল্পনাকে সাহসী চোখে পরখ করতে শিখিয়েছে এই বইয়ের গল্পের শব্দরা। মুগ্ধ হয়ে গল্পের চরিত্রদের সঙ্গে দিব্যি কাটিয়ে দিয়েছি সকাল-দুপুর-সন্ধার নির্মেদ মেদুর সময়। এমন গল্পগ্রন্থ পাঠকদের উপহার দেওয়ার জন্য সৈকতদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এমন অনেক সুখপাঠ্য বইয়ের আশায় রইলাম।

Amon Morsum PDF Download Link

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ