- বই: দিবারাত্রির কাব্য
- লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
- প্রকাশক: লেখাপড়া প্রকাশনী, কলকাতা
- প্রচ্ছদ: খালেদ চৌধুরী
- পৃষ্ঠাসংখ্যা: ১৭৬
- মুদ্রিত মূল্য: ৮.০০
‘দিবারাত্রির কাব্য’ আমার একুশ বছর বয়সের রচনা। শুধু প্রেমকে ভিত্তি করে বই লেখার সাহস ওই বয়সেই থাকে। কয়েক বছর তাকে তোলা ছিল। অনেক পরিবর্তন করে গত বছর (১৩৪১ বঙ্গাব্দ) বঙ্গশ্রীতে প্রকাশ করি। দিবারাত্রির কাব্য পড়তে বসে যদি কখনো মনে হয় বইখানা খাপছাড়া, অস্বাভাবিক,– তখন মনে রাখতে হবে এটি গল্পও নয়, উপন্যাসও নয়, রূপক কাহিনী। রূপকের এ একটা নূতন রূপ। একটু চিন্তা করলেই বোঝা যাবে বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতগুলি অনুভূতি দাঁড়ায় সেইগুলি মানুষের নয়, মানুষের Projection— মানুষের এক টুকরো মানসিক অংশ।’
উপন্যাসটা পড়ার শুরুতে কাহিনীর স্রোতটা ঠিক ধরতে পারছিলাম না। যখন কাহিনীর মূল স্রোতে প্রবেশ করলাম এবং বুঝতে শুরু করলাম তখন শুরু হলো দার্শনিক কচকচানি। উপন্যাসের প্রধান চরিত্র হেরম্ব। ঘটনাক্রমে সে দুটি নারীর সঙ্গে তার জীবন জড়িয়ে ফেলে। তবে হেরম্ব যে দুশ্চরিত্র এমনটা মোটেও নয়।
আনন্দের সঙ্গে হেরম্বের আলাপচারিতার সময় আমরা দেখতে পাই, প্রেম সম্পর্কে প্রচলিত ধারণার দিকে কীভাবে কটাক্ষপাত করেছেন লেখক। কোনো প্রেমিকের দৃষ্টিতে নয়, একজন সমালোচকের দৃষ্টিতে প্রেমকে দেখা হয়েছে এখানে।
সুপ্রিয়া ও আনন্দ- এই দুটি নারীর সঙ্গে এক অলিখিত প্রণয়ে জড়ানোর পরে হেরম্বের নিজের জীবন সম্পর্কেও কিছু ধারণার পরিবর্তন হয়। বিশেষ করে সুপ্রিয়ার সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার পরে হেরম্বের একটা উক্তি ছিল এমন, ‘আমার ছিল না এমন অনেক স্বভাব ইতিমধ্যে আমি অর্জন করে ফেলেছি।’
মানিক বন্দ্যোপাধ্যায় গোড়াতেই বলেছেন, এটি একটি রূপক কাহিনী, রূপকের এ এক নতুন রূপ। তাই উপন্যাসের মূল বক্তব্য বুঝতে পেরেছি কি পারিনি তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। তবে পড়ে মুগ্ধ হয়েছি এটা অবশ্যই স্বীকার্য। আর উপন্যাসের তিনটা খণ্ডের প্রথমে তিনটা কবিতা আছে তা থেকে বোঝা যায়, মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমদিকে কবিতা ভালোই লিখতেন।
বইয়ের বিবরণ
বইয়ের নামঃ দিবারাত্রির কাব্য
লেখকঃ মানিক বন্দ্যোপাধ্যায়
প্রকাশিতঃ ২০১০
প্রকাশকঃ বিশ্বসাহিত্য কেন্দ্র
সাইজঃ ০৫ এমবি
ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
পাতা সংখ্যাঃ ৭৯ টি
বইয়ের ধরণঃ উপন্যাস
ফরম্যাটঃ পিডিএফ (PDF
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....