- Title নিখোঁজকাব্য
- Author সালমান হক
- Publisher বাতিঘর প্রকাশনী
- Quality হার্ডকভার
- ISBN 9848729440
- Edition 1st Published, 2017
- Number of Pages 176
- Country বাংলাদেশ
- Language বাংলা
তবে কেন নিখোঁজ হয়ে গেল এরা? তদন্ত চলছে, অলস রতনপুর থানা কয়েকদিনেই ব্যস্ত হয়ে পড়লো তিন তরুণীর সন্ধানে। ফলাফল শুন্য। পরিবারের লোকজনকে জিজ্ঞেস করে অল্প কিছু লীড পেলেও কেসের অগ্রগতিতে খুব বেশি কাজে লাগেনি। এরইমধ্যে নদীর পাশে বাগানে লাশ মিলল এক নারীর। মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগে। লাল পায়জামা দেখে পরিবারের লোক সনাক্ত করলো মৃতা নারীটি দিশা। প্রথম সেই নিখোঁজ হয়। ফিরল লাশ হয়ে। এখনো হদিশ নেই বাকি দুইজনের। এরাও কি লাশ হয়ে ফেরার প্রতীক্ষায় আছে? প্রশাসনের চাপ বাড়ছে, নিখোঁজ পরিবারের হতাশা বাড়ছে, শুধু থমকে আছে কেসের অগ্রগতি। কয়েকদিন পরে নিখোঁজ অদিতি ফিরে আসে। তবে লাশ হয়ে। মৃত্যুর বেশিক্ষণ হয়নি তার। ফরেনসিক ড. আকিবও খুব বেশি কিছু জানাতে পারছেন না। রইলো বাকি এক, বীথি। তার ভাগ্যে কী অপেক্ষা করছে? হঠাৎ এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয় স্পেশাল ব্রাঞ্চের আইটি ফাহাদ। পুরো মোড় ঘুরে যায় নিখোঁজ রহস্যের। খুনির খুব কাছাকাছি এসে গেছে ওরা। পারবে কী ধরতে? না-কি এর মধ্যেও আছে কোন মাস্টারমাইন্ড? জানতে হলে শেষ পাতার অপেক্ষা করতেই হবে।
পাঠ প্রতিক্রিয়া:
নিখোঁজ তিন তরুণীর সন্ধান করতে করতে গল্প এগিয়ে যায় নিখোঁজ কাব্যের। প্লটটা ভালো লেগেছে। দুইদিন আগেই লেখকের লেখা ❝তিন ডাহুক❞ পড়েছিলাম। বইটা খুব একটা মনে না ধরলেও উনার প্রথম মৌলিক থ্রিলার ❝নিখোঁজকাব্য❞ ভালো লেগেছে। টানটান থ্রিলার না। আবার একেবারেই স্লো-ও না। গল্প তার গতিতে এগিয়েছে। নাবিদের ব্যাকস্টোরি অল্প অল্প করে বলে গেছেন লেখক। তবে তার ব্যাপারে পুরোটা খোলাসা করেননি। নিখোঁজ তরুণীদের পরিবারের অবস্থা, তাদের মানসিক অবস্থার বর্ণনাও বেশ ভালো করে দিয়েছেন। এর মধ্যে আমার অদিতি চরিত্রকে মনে ধরেছে। যদিও বইতে তার উপস্থিতি খুব সামান্য-ই। প্রত্যক্ষ উপস্থিতি ঘটেছেই লাশ হিসেবে। পছন্দ করার কারণ হিসেবে আমার কাছে অদিতির বই পড়ার অভ্যাসকেই বলব। বইয়ের মাঝের দিকের কাহিনি কিছুটা প্রেডিক্ট করতে পেরেছিলাম। শেষের দিকে মোটামুটি ভালো টুইস্ট রেখেছেন। সব মিলে ভালোই লেগেছে ❝নিখোঁজকাব্য❞।
প্রোডাকশন:
প্রোডাকশন নিয়ে কিছু কথা না বললেই নয়। বাতিঘরের প্রোডাকশনে সবারই অভিযোগ থাকে। তবে এই বইতে এটা খুব বেশি চোখে পড়েছে। এটা লেখকের ভুল না সম্পাদনার গাফেলতি জানিনা। প্রথম তরুণীর নিখোঁজ হওয়ার তারিখ লিখেছেন, ❝৩৫শে আগস্ট❞! আমি পড়ে অবাক হয়ে গেছি। প্রথমে ভাবছিলাম অন্য দুনিয়া নাকি! নিখোঁজ হবার আসল তারিখ ❝২৫শে আগস্ট❞ ছিল। আরেক জায়গায় ২৫শে আগস্ট হয়ে গেছে ❝২৫শে অক্টোবর❞। শেষের দিকে নাবিদের দৃশ্যে জাহিদের নাম লিখে দিয়েছেন। আমার পড়া বইটা প্রথম এডিশনের। নতুন এডিশনে ঠিক করেছে কি না জানা নেই।
বই: নিখোঁজকাব্য
লেখক: সালমান হক
প্রকাশনী: বাতিঘর
মুদ্রিত মূল্য: ১৮০টাকা
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....