পুষ্প ফুটিবার তরে : হাফিজ পাশা - চমৎকার কিছু তথ্য | Pushpo Futibar Tore By Hafiz Pasha Books

  • পুষ্প ফুটিবার তরে 
  • হাফিজ পাশা
  • প্রচ্ছদঃ মিনতি রায় 
  • প্রথম প্রকাশঃ একুশে গ্রন্থমেলা ২০২১
  • প্রকাশনা সংস্থাঃ দেশ পাবলিকেশন্স 
  • পৃষ্ঠাঃ ১২৬ 
  • মূল্যঃ ৩০০ টাকা মাত্র 



পুষ্প ফুটিবার তরে একটা ইসলামি আবহে লিখা কিশোর উপন্যাস, কিশোর উপন্যাস হলেও সব বয়সী পাঠকের ছোট বেলার কথা মনে হবে কখন যে লেখকের গল্পবলার মোহে তলিয়ে যাবেন বুঝা মুশকিল। 

লেখক এখানে প্রত্যান্ত অঞ্চলের একজন ছোট কিশোর ইসলামি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মামার সাথে ঢাকায় আসে। ভর্তি হয়, লেখাপড়া শুরু হয়। লেখক এখানে ইসলামি লেখাপড়ায় যে সমস্ত সমস্যার পরতে হয় তা তুলে এনেছেন। গল্প বলার ঢঙে বাস্তব জীবনের চরিত্র তুলে ধরেছেন খুব আবেগের মাধ্যমে। 

এনেছেন এতিম বন্ধুর গল্প। ঈদের ছুটি তে বাড়িতে যাওয়ার কিশোর মনের আনন্দের গল্প। বাঁকা ভাবে ইসলামি শিক্ষায় শিক্ষিতদের দেখা হয় সেই গল্প। 

এমনই ভাবে দেখা গল্পের প্রধান চরিত্র ফুয়াদের ভাই। সে ধর্ম ও তার ভাই ইসলামের শিক্ষাটা খারাপ দৃষ্টি তে অবজ্ঞা করেছেন তা লেখক ফুটিয়ে তুলেছেন। করোনার সময় ফুয়াদের সেই ভাই এর বাবা মৃত্যু হয়। ফুয়াদ মৃত্যুর পর থেকে পরবর্তী সময়ে সব কাজ করে যেমন গোছল করানো সহ সব ইসলামি নিয়মে আদায় করেন। 

লেখক এখানে যুতসই ভাবে উপস্থাপন করেছেন ইসলামি মানুষকে অবজ্ঞা নয় অন্তত মৃত্যুর সময়ের প্রতিটি কাজ ই একজন ইসলাম জানা ও ইসলামি জ্ঞানের মানুষ ই করে থাকে। 

পুষ্প ফুটিবার তরে বইটি আপনার হৃদয়কে বিগলিত করতে বাধ্য।

বইহোক নিত্যদিনের সঙ্গী 
- মাইদুল ইসলাম ইরাত। 

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah