বই : সুরভিত জীবন - লেখক : ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ - পাঠক অনুভূতি | Shurovito Jibon Boi

♦এক নজরে বইটিঃ

বইয়ের নাম : ❝ সুরভিত জীবন ❞
লেখক : ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ।
অনুবাদ: সাইফুল্লাহ আল-মাহমুদ।
প্রকাশনীঃ মুহাম্মদ পাবলিকেশন।
পৃষ্ঠা:১৪৪
মুদ্রিত মূল্য:২১০ টাকা
রিভিউ লিখেছেন 💕 আয়েশা সিদ্দিকা


দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং নিজেকে চরিত্রবান করে তোলা। রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। এর সভ্যতায় আল্লাহ তা’আলা এরশাদ করেন-‘নিশ্চয়ই আপনি উত্তম নৈতিক চরিত্রের উপর প্রতিষ্ঠিত’।-(আল-ক্বালাম: ৮)

রাসুলুল্লাহ সাঃ বলেছেন-‘নেক আমল তো হচ্ছে উত্তম চরিত্র’।-(মুসলিম) রাসূলুল্লাহ (সা.) একবার জিজ্ঞাসিত হয়েছিলেন কোন আমল মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন-‘আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র’।

শুধু তাই নয়, উত্তম চরিত্র ও আচার ব্যবহার এত উত্তম আমল যে, চরিত্রবান মু’মিনরাই পরকালে নবী করীম (সা.)-এর একান্ত সান্নিধ্যে থাকার সুযোগ পাবেন।

অন্তরটাকে একটু সুরভিত করতে, ঈমান ও তাকওয়ার ফুলে হৃদয়ের অন্ধকার গলিটাকে আলোকিত করতে লেখক ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ এবং মুহাম্মদ পাবলিকেশন আমাদের জন্য আয়োজন করেছেন ❝ সুরভিত জীবন ❞

নামক বইটি।আমাদের আজকের আলোচনা এই বইটিকে ঘিরেই।

♦বইয়ে যা যা রয়েছেঃ

❝ সুরভিত জীবন ❞ বইটি লেখক ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ'র ❝ মুদারাতুন নাস ও

মাকারিমুল আখলাক ❞ বইয়ের বাংলা অনুবাদ।

বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন সাইফুল্লাহ আল-মাহমুদ ভাই।বাংলা অনুবাদে বইটিকে দুই প্রধান বিষয়ের উপর ভিত্তি করে মোট ২৫ টি অধ্যায় এবং একাধিক অনুচ্ছেদে ভাগ করা হলো। প্রধান বিষয়দুটো হলো-

উত্তম চরিত্র এবং উত্তম আচরন।

বইটিতে জানা যাবে, ❝ যে আচরন জীবনকে সুরভিত করবে,আল্লাহর ভালেবাসা পেতে মানুষের সাথে কেমন আচরন করতে হবে,উত্তম চরিত্রের সুফল,মন্দ চরিত্রের কুফল,প্রতিবেশীর প্রতি আচরন,মুখের উপর লাগাম,পরিবারের সদস্যদের সাথে কেমন আচরন করতে হবে, উত্তম চরিত্র,উত্তম চরিত্রের শাখাপ্রশাখা,প্রয়োজনীয়তা,সত্য কথা জীবনকে আলোকিত করে,আমানত রক্ষা,সাদার অর্জন জান্নাত ❞ - এমন অনেক গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বইটি সাজানো হয়েছে যার মূল ভিত্তিই হলো উত্তম আখলাক বা চরিত্র এবং সুন্দর আচরন।

♦বইটি কেন পড়বেনঃ

উত্তম আচরণ এবং সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তি রাব্বে কারিমের কাছে অনেক প্রিয়। এ ধরনের বান্দাদের ওপর রাব্বে কারিমের পক্ষ থেকে ঝরে পড়ে রহমতের শিশির। মাঝে মাঝেই আমার মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি।বইটি এক্ষেত্রে আমাদের সাবধান করবে এবং উত্তম আচরণ, সুন্দর চরিত্রের সুফল এবং পরকালে জান্নাত লাভের উপায় আমাদের সামনে তুলে ধরবে।প্রতিটি মুসলানের প্রতি বইটি পড়ার আহ্বান রইলো যাতে উত্তম আচরণ এবং সুন্দর চরিত্রের অধিকারী হয়ে দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারে।

বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে মহান রব্বুল আলামীন কবুল করুক,আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ