তোমায় হৃদ মাঝারে রাখবো বই : লেখিকা মৌরি মরিয়ম | Tomay Hrid Majhare Rakhbo Book | Mouri Moriom Books



  • তোমায় হৃদ মাঝারে রাখবো রিভিউ
  • Title, তোমায় হৃদ মাঝারে রাখবো. Author, মৌরি মরিয়ম. Publisher, অধ্যয়ন. ISBN, 9789848072455.
  • Author: মৌরি মরিয়ম
  • Publisher: অধ্যয়ন
  • Edition: 1st Published, 2019
  • Number of Pages: 136

আমাদের ভালোবাসার মানুষেরা তো আমাদেরকে ভালোবাসবেই।কিন্তু তার গভিরতা আমাদেরকেই নির্ধারণ করতে হবে।ভালোবাসার মানুষের মনের মধ্যে যতটুকু খুড়া হয় ভালোবাসাও ততই হবে বেশি খুড়লে বেশি,কম খুড়লে কম।


১০ বছর পর হঠাৎ নিহিন জানতে পারে কলরব পালিয়ে জায়নি,নিহিনের যোগ্য সে তার প্রমান তার বাবাকে দেয়ার জন্য নিহিনের বাবার সব শর্ত মেনে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।কিন্তু চার বছর পর যখন সে ফিরে আসেন তখন নিহিনের বাবা তার দেয়া প্রমিজ ভুলে গেছে আর নিহিনের ও বিয়ে হয়ে গেছে।কারোর সাথে আর কারোর যোগাযোগ হয়নি,কেটে গেছে বহু বছর।এক পর্যায় নিহিরের ডিবর্স হয় আর অনেক পরে কলরবের এই সত্তিটা যে জানতে পারে আর মাতালের মতন কলরবকে খুজতে থাকে। অনেক চেষ্টার পর খুজেপেলো তাকে মন শান্ত হল কিন্তু তখন এ জানতে পারে কল্পের কথা,কল্প কলরব কে পাপ্পা বলছে,,,,,,
গল্পের শেষটা খুব সুন্দর🥰


বইয়ের ৮০-৯০% কথায় মেবি নিহিন আর কলরবের প্রেমের কথা /কাহিনি/ আগের ঘটনা।
ক্লোজ আপ কাছে আসার গল্প এই কাহিটা নিয়া নাটক হলে সেরা হবে😊।
নায়কার দ্বিতীয় বিয়ে নায়াকের প্রথম এমন কিন্তু দেখাই এ জায় না আমাদের সমাজে।মিষ্টি একটা কাহিনির আড়ালে আরো একটা বোবা গল্প আছ্র জা বুঝতে পারলে বইটা ভালো লাগবে বলে আমার ধারনা কলরবের চোখ দিয়ে একদিন এই সমাজ বিচার করবে মেয়েদের এই আশায় থাকলাম।বইয়ের প্রচ্ছদ দেখেই আর কভার পড়েই বইটা পড়ার অনেক ইচ্ছা হয়চ্ছিলো তাই কিনা,,সংগ্রহ রাখার মতন বই,লেখিকার সহজ সরল ভাষা মুগ্ধ করবে।
*সবচেয়ে প্রিয় লাইনঃ "ভালোবাসার মানুষের প্রত্যেকটা কাজে,প্রত্যেকটা অনুভূতি, প্রত্যিটা কথা, প্রত্যিটা ইংগিত খেয়াল করতে হয়"

বি দ্র আমারা ধারনা ব্যক্তিগত মত কলরবের মতন লাইফ পাটনার আর শাওকাত সাহেবের মতন শশুড় পেলে আর কিহ লাগে,তবে তিথি আর সাব্বিরের মতন বেষ্ট ফ্রেন্ড পেলে জীবন সুন্দর।

 

তোমার হৃদ মাঝারে রাখবো বইটিতে মুলত প্রস্ফুটিত হয়েছে প্রাক্তন প্রেমিক প্রেমিকার এক হওয়ার ঘটনা।১০ বছরের ব্যবধানে কতকিছু হয়েছে দু'জন মানুষের জীবনে তারই বর্ননা করেছেন লেখিকা মৌরি মরিয়ম। এক ১৫ বছরের তরুনী নিহিনের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়েছি ভার্সিটি পড়ুয়া কলরব।তাদের প্রেম করার মাধ্যম ছিল কলরবের বাসার বারান্দা আর নিহিনের বাসার জানালা,মাঝে মাঝে তাদের প্রেম জমে উঠতো নিহিনের বাসার ছাঁদে।হঠাৎ করেই নিহিনের বাবা বিষয়টি জানতে পারে।নিহিনের অগোচরেই নিহিনের বাবা কলরবকে কিছু শর্ত দেয়,সেই শর্তগুলো পালনের জন্য কলরব নিহিনকে কিছু না জানিয়েই ৩ মাসের ভালোবাসার গল্পে ইতি টেনে দেয়।মুখভরা দাড়ি হাতে গিটার থাকা ছেলেটিও বদলে যায় তার প্রেমিকাকে পাওয়ার জন্যে,পড়াশুনায় মন বসায়,ভালো একটা চাকরির জন্যে।অবশেষে সে সফল হয়, চাকরি পেয়েও লাভ হয়নি তার প্রিয়তমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে জানতে পারে, তার প্রিয়তমা অন্য কারোর ঘরের ঘরনী।নিহিনকে ভুলার জন্য কলরব নতুন করে সম্পর্কে জড়ায় কিন্তু সে উপলব্ধি করতে পারে,প্রেম সবার সাথে হলেও ভালোবাসা শুধু নিহিনের সাথেই হয়েছিল।তাই কলরব নিজেকে খুশি রাখার জন্য অন্য মাধ্যম খুজে বের করল।আর সেই অন্যতম মাধ্যম হলো কল্প।একটা বাচ্চাকে দত্তক নেয় কলরব,তাকে বড় করে তোলে নিজের ছেলের পরিচয়ে।১০ বছরে একটি মানুষের জীবনে কতকিছুই না ঘটে যায়।অন্যদিকে নিহিনও পাড়ি দিয়েছে ১০ টি বছর কলরবের উপর অভিমান করে।১৬ বছর বয়সে নিহিনের বিয়ে হয় তার থেকেও দ্বিগুন বয়সী এক লোকের সাথে।জিকু নামের ঐ লোকটি নিহিনের গায়ে জ্বলন্ত সিগারেট নিভাতো,গরম চা ছুড়ে মারতো এমনকি জোড় করে নিহিনকে নেশাও করাতো।জীবনটা নিহিনের তখনও দুঃখের ছিল না,দুঃখের হয় তখন যখন তার প্রথম সন্তানকে জিকুর জন্য এবোরশন করাতে হয় আর দ্বিতীয় সন্তানকে হারাতে হয় সঠিক সময় চিকিৎসা করানোর অভাবে।দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর নিহিন রিহ্যাবে যায়,জিকুকে ডিভোর্স দেয়,পড়াশুনা শেষ করে,একটা ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েনও করে।এভাবেই চলে যায় দশটি বছর। দশ বছর পর নিহিন কলরবের ব্যাপারে সব সত্য জানতে পেরে চলে যায় কলরবকে খুজতে।কলরবও তখন নিহিনকে পেয়ে বরন করে নেয় সাদরে।১৫ বছর বয়সী তরুনীকে সে যতটা ভালোবেসেছিল,২৫ বছর বয়সী সেই তরুনীকে সে তার থেকেও দ্বিগুন ভালোবাসা দিয়ে তার অতীতের কথা ভুলিয়ে দিয়েছিল।এক কথায় বাস্তব কাহিনি অবলম্বনে বইটি লেখা তাই আমার অসাধারণ লেগেছে বইটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ