[পিডিএফ] টুকুনজিল মুহম্মদ জাফর ইকবাল | Tukunzil PDF Muhammad Zafar Iqbal Books


  • বইয়ের নামঃ টুকুনজিল বই pdf / পিডিএফ ডাউনলোড
  • লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল বই pdf
  • প্রকাশিতঃ জুন ২০০৪
  • প্রকাশকঃ পার্ল পাবলিশার্স
  • সাইজঃ ০৯ এমবি
  • ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
  • পাতা সংখ্যাঃ ৯৫ টি
  • বইয়ের ধরণঃ বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • ফরম্যাটঃ পিডিএফ (PDF
মুহম্মদ জাফর ইকবালের লেখা সাইন্স ফিকশনগুলির মধ্যে আমার অন্যতম প্রিয় বই হলো টুকুনজিল। বইটিকে আসলে সাই ফাই ফ্যান্টাসি বলাই শ্রেয় আমার মতে ।  

কাহিনী সংক্ষেপ
ক্লাস সেভেন পড়ুয়া বিলু ছাত্র হিসেবে অনেক মেধাবী। বিলু তার বাবা মার সাথে গ্রামে থাকে। একদিন শহর থেকে তার ছোট খালা বেড়াতে এসে বিলুকে সঙ্গে করে নিয়ে যান শহরে পড়ালেখা করানোর জন্য। শহরের জীবনের সাথে বিলু ঠিক মানিয়ে উঠতে পারে না। এর মধেই হটাৎ একদিন এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। বাসার ছাদে বিলু আজব একটি প্রাণীর খোঁজ পায় যে কিনা কথা বলতে পারে! সেই ক্ষুদ্র প্রাণীটি বিলুকে জানায় সে এন্ড্রোমিকা নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে এবং এখন তার খুব বিপদ। বিলু এই প্রাণীটির নাম দেয় টুকুনজিল। টুকুনজিলকে ধরতে বিদেশ থেকে এক দল বিজ্ঞানি আসে। বিলু কি পারবে তাদের থেকে টুকুনজিলকে রক্ষা করতে?

বইয়ের কাহিনী খুব জটিল কিছু নয়। সাদামাটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা গল্প। ৯৫ পৃষ্ঠার ছোট্ট বইটি আমার আমার আবেগকে যেভাবে নাড়া দিয়েছিল তা আজও মনে আছে। । এই নিয়ে টুকুনজিল যে আমি কয়বার পড়েছি নিজেও ঠিক বলতে পারব না। সম্ভবত পড়েছিলাম ক্লাস ওয়ানে কি টুতে থাকতে। এরপর বিভিন্ন সময়ে বইয়ের বিভিন্ন অংশ থেকে অনেকবার পড়েছি। সফট সাই ফাই ফ্যান্টাসি ঘরানার বইটি আমার হৃদয়ের খুব কাছের।এরকম অসাধারণ কিছু বইয়ের মাধ্যমেই জাফর ইকবালের সাথে পরিচয়। আমার মতে একটা ভালো কিশোর উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য এটাই যে বইটা সব বয়সী পাঠকদেরই ভালো লাগবে। সেই শর্ত মেনেই মূলত শিশু কিশোরদের জন্য লেখা টুকুনজিল যেকোন বয়সী পাঠকেরই অনেক ভালোর মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ