আবু বাক্‌র আস সিদ্দীক : জীবন ও শাসন | লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি

  • জীবন ও কর্ম আবু বকর আস-সিদ্দীক রাযি  (এক খণ্ডে পূর্ণাঙ্গ) 
  • লেখক : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী
  • প্রকাশনী : মাকতাবাতুল ফুরকান
  • বিষয় : সাহাবীদের জীবনী

প্রতিদিন ফজরের আগে খলিফা আবু বকর সিদ্দিক রাযিয়াল্লাহু আনহু মদিনার বাইরে একটি তাঁবুতে যেতেন। তিনি তাঁবুতে প্রবেশ করে সেখানে কিছুক্ষণ সময় কাটাতেন। আবু বকর রাযিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু খুঁজে বের করার চেষ্টা করলেন যে ঐ তাঁবুতে কে থাকে?!

তিনি সেখানে গিয়ে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন, যে বয়সের কারণে প্রায় অন্ধ হয়ে গেছে। ওমর রাযিয়াল্লাহু আনহু বৃদ্ধার কাছে তার সম্পর্কে জানতে চান। বৃদ্ধা উত্তর দেন, ‘আমি এক বৃদ্ধা, যার এই দুনিয়াতে কেউ নেই এবং আমি আমার ভেড়াসহ একা এই তাঁবুতে থাকি। প্রতিদিন মদিনা থেকে একটা লোক এখানে এসে আমার তাঁবু ঝাড়ু দিয়ে দেয়, খাবার রান্না করে দেয়, ভেড়া থেকে দুধ দোহন করে দেয় এবং সেগুলোর যত্ন নেয়। তারপর চলে যায়। তার পরিচর্যা ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না।’

উমার রাযিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ‘আপনি কী জানেন ঐ ব্যক্তি কে?’ মহিলা জানালেন, ঐ ব্যক্তি কে, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মদিনার ওই লোক কখনোই বৃদ্ধার কাছে এই ব্যাপারে কিছু বলেনি। ওমর রাযিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধাকে বললেন, ‘তিনি ছিলেন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু’।

ইসলাম গ্রহণ করার দিন থেকে আমৃত্যু আবু বকর রা. জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্য সকল সাহাবী থেকে অগ্রগামী ছিলেন। রাসূল সা.-এর জীবদ্দশায় যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন একজন আদর্শ সৈনিক; আর রাসূল সা.-এর মৃত্যুর পরও তিনি একইভাবে ইসলামের উপর দৃঢ় থাকেন এবং আল্লাহর অনুগ্রহে মুসলিম জাতিকে একতাবদ্ধ রাখতে সক্ষম হন। তাকে অন্যান্য সাহাবীরা যেখানে উসামা রা.-এর সৈন্যদলকে ফিরিয়ে আনার পরামর্শ দিচ্ছিলেন, সেখানে তিনি সঠিক ও দ্ব্যর্থহীনভাবে রাসূল সা.-এর ইচ্ছাকে অনুসরণ করে সেটা অব্যাহত রাখেন। 

যখন মুসলমানরা যাকাত দিতে অস্বীকার করল এবং যখন ভ- নবীরা পুরো মুসলিম জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াল, আবু বকর রা. তখন খুবই দৃঢ়তার পরিচয় দেন এবং তাদের বিরুদ্ধে চরম আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করেন। এরকম আরও অসংখ্য প্রাপ্তিতে সমৃদ্ধ ছিল আবু বকর রা.-এর জীবন। আমি সেগুলোকে পরিষ্কার এবং ক্রমানুসারে বর্ণনা করার চেষ্টা করেছি। তবে আমার মূল চেষ্টা ছিল এটা বর্ণনা করা যে, একজন মুসলমান এবং শাসক হিসেবে আবু বকর রা.-এর কর্তৃক গৃহীত নীতিসমূহ কিভাবে একটি শক্তিশালী, দৃঢ় এবং উন্নয়নশীল দেশ প্রতিষ্ঠায় সাহায্য করে – যা মদীনা থেকে উপত্যকা ছাড়িয়ে বহির্বিশ্বে বিস্তার লাভ করে।’– ড. আলী মুহাম্মাদ মুহাম্মাদ আস-সাল্লাবী

বই : আবু বাক্‌র আস সিদ্দীক : জীবন ও শাসন (এক খণ্ডে পূর্ণাঙ্গ)
লেখক : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
বিক্রয় মূল্য : ৬০০ ৳
বইটি পেতে ভিজিট করুন- https://tinyurl.com/y4rxh6tt

Related searches

হযরত আবু বকর রাঃ
হযরত আবু বকর রাঃ এর জন্ম
জীবন ও কর্ম উমর ইবনুল খাত্তাব pdf
আবু বকর (রাঃ) এর মাতা উম্মে আয়মান কত বছর বেচেঁ ছিলেন?
হযরত আবু বকর রাঃ কে ছিলেন
হযরত আবু বকরের মাজার কোথায়
নীচের কোনটি আবু বকর (রাঃ)-এর সঠিক বংশধারা?
আবু বক্কর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ