উপন্যাস : আগুনপাখি
ঔপন্যাসিক : হাসান আজিজুল হক
ব্যক্তিগত রেটিং : ৫/৫
স্বাধীনতার নামে যখন কোনো দেশ ভাগ হয়, তখন শুধু ভূখণ্ড ভাগ হয় না৷ ভাগ হয় পরিবার, সমাজ, সৌহার্দ্য, সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা, বাড়ির উঠান ও উঠানের আমগাছ, রান্নাঘর ও হাড়িপাতিলসহ আবেগ-অনুভূতিঘনিষ্ঠ আরও কত কি। এমনই দেশভাগের এক ব্যথিত উপাখ্যান হাসান আজিজুল হকের 'আগুনপাখি'৷
চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় চার দেওয়ালের মাঝে বন্দিনী সাধারণ এক গ্রাম্য নারীর বিস্ময় জবানিতে বয়ান করা হয়েছে তার আশৈশব প্রৌঢ়ত্ব : সয়ে সয়ে রয়ে গিয়ে, মেনে ও মানিয়ে নিয়ে হঠাৎ প্রতিবাদী হয়ে ওঠার আখ্যান৷
প্রোটাগনিস্ট সেই নারীর জবানিতেই ফুটে উঠেছে একান্নবর্তী পরিবারের নান্দনিকতা ও মায়া৷ আবার অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বিশ্বযুদ্ধের বিভীষিকায় সেই পরিবারের মায়ার দেয়ালে সকরুণ ভগ্নদশা, অভাবের বাজারে স্বার্থচিন্তার নগ্নরূপ। কলেরা-বসন্তের প্রাদুর্ভাব তাকে চিন্তিত করে। সংসার যাতনা তাকে পীড়িত করে আবার ধনে-মানে মানুষ জনে পরিবারের শ্রীবৃদ্ধি তাকে সুখী করে৷ মমতাময়ী সেই নারী বিশ্বভুবন দেখেনি, পৃথিবীর খবরাখবরও তার তেমন জানা নেই। তবুও জানার ভেতরে বিভিন্ন বিষয়ে তার রয়েছে অব্যক্ত ব্যক্তিমত, স্বতন্ত্র সত্তা৷
সমাজ সংসারকে আনন্দ উদ্বোধনে মুখরিত করে রাখতে চাই আমরা। তাতে কোনো ফাঁটল চাই না, ভাঙল চাই না, মায়ার দেয়ালে চতুর্বেষ্টিত করে রাখতে চাই সম্প্রীতির বাঁধনকে৷ তবুও ঘটনে বা অঘটনে তা ভেঙেই যায় অগণিত দুঃখ, দুর্দশা ও দুর্ভোগের আগমনী বার্তা নিয়ে৷ এই ভাঙনের বিরুদ্ধে ঘটে ব্যক্তিত্বের বিকাশ, বোধের জাগরণ। এই উপন্যাসেও সেটাই ঘটেছে৷ দেশভাগের ভ্রান্ত রাজনীতির বিরুদ্ধে প্রোটাগনিস্ট নারী নিজের অজান্তের হয়ে উঠেছেন প্রতিবাদী চরিত্র৷
"একই দ্যাশ, একইরকম মানুষ, একইরকম কথা, শুধু ধম্মো আলেদা, সেই লেগে একটি দ্যাশ একটানা যেতে যেতে একটো জায়গা থেকে আলেদা আর একটো দ্যাশ হয়ে গেল, ই কি কুনোদিন হয়? এক লাগোয়া মাটি, ইদিকে একটি আমগাছ, একটি তালগাছ, উদিকেও তেমন একটি আমগাছ, একটি তালগাছ! তারা দুটো আলেদা দ্যাশের হয়ে গেল?"
সর্বোপরি দেশভাগ ও সমাজ-সংসারের উপর তার নিদারুণ প্রভাব, বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, জাতীয় বৈশিষ্ট্যের সমান্তরালে গ্রামীণ জীবনের উত্থান-পতন এবং সবশেষে দেশভাগের বিরুদ্ধে নিজস্বতায় নিমগ্ন ব্যক্তিত্বের বিকাশ ফুটে উঠেছে উপন্যাসে৷
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....