বইয়ের নাম: অনুচ্চারিত শব্দাবলি
ধরণ: কাব্যগ্রন্থ( কবিতার বই)
কবি:সাঈদা শাপলা ( Sayeeda Shapla)
প্রকাশনী: পেন্সিল পাবলিকেশনস
মূল্য:২০০৳
কবিতার বইটির নাম করণের স্বার্থকতা:
মানসপটে প্রতিনিয়ত নতুন নতুন অনুভব,পুরনো স্মৃতি উঁকিঝুঁকি দেয়।কাঙ্খিত মানুষের কাছে নানাবিধ কারনে হৃদয়ে উৎসারিত অনুভূতি ব্যক্ত করা হয়ে ওঠেনা।কথ্য রুপের চেয়ে লেখ্যরুপ একটি স্থায়ী আলেখ্য।সে হিসেবে কবি তার মনোজাগতিক উচ্ছ্বাস,অনুভূতি এবং মানবীয় আবেদন উচ্চারিত শব্দ সম্ভারের মাধ্যমে অনুচ্চারিত শব্দাবলীর প্রকাশ ঘটিয়েছেন, যা কবিতার বইটির নামকে স্বার্থক ও প্রাঞ্জল করেছে।
বইটির বিষয় বস্তু:
পৃথিবীর ঊষালগ্ন থেকেই মানব-মানবীর পারষ্পরিক অনুভব এবং বাহুবদ্ধ থাকার প্রচেষ্টা আজও বিদ্যমান,চলমান থাকবে মহাপ্রলয় পর্যন্ত।কৈশর থেকে যৌবন অবধি অনুভূত প্রেম জীবনকে যেমন গতিশীল করে,ঠিক একই ভাবে বিরহী আবেশ জীবনকে থমকে দেয়।মাঝখানে ঘটে যাওয়া মানসিক চাহিদা সম্পন্ন বিশেষ বিশেষ সময়ের আলাপন,কাছে আসা,দূরে সরে যাওয়া সর্বোপরি মনোজগতে গড়ে ওঠা তীব্র ভালোবাসা সমগ্র অস্তিত্বকে যেভাবে আলীঙ্গন করে,নাড়া দেয় সেসকল অনুভবগুলো "অনুচ্চারিত শব্দাবলি"তে নিপূণভাবে প্রকাশিত হয়েছে।
কবির প্রত্যাশা -
"ইচ্ছে করে,আল্পসের মোঁ ব্লঁ- র সাদা বরফ সরিয়ে সুউচ্চ চূড়ায় লিখে আসি তোমার নামের পাশে আমার নাম!
ইচ্ছে করে শ্বেত নীলনদের তীরে ঘর বেঁধে হই মিশরীয় সভ্যতার ইতিকথা,
কিংবা প্রাচীন কোন কবির মহাকাব্য হই প্যাপিরাসের বুক জুড়ে,
আর হায়ারোগ্লিফিক লিপিতে খোদাই করা থাক আমাদের ভাবাবেগের মুখরতা"
আবার কবি লিখেছেন-
"কুহুডাকা চৈত্রের কোন হলুদ বিকেলে
কয়েক শতাব্দী পুরনো বটগাছের ঝুরি,
স্বপ্নের মাঝে আমরা মুখোমুখি হই
মনে করো আমি অষ্টাদশী তোমার কুড়ি।"
বস্তুত মানব-মানবীর প্রণয়ের এপিঠ -ওপিঠ অনুসঙ্গের স্বার্থক রুপায়ন হলো - "অনুচ্চারিত শব্দাবলি" কাব্যগ্রন্থের প্রধান উপজীব্য।
কবি পরিচিতি:
কবি সাঈদা শাপলা যমুনা অববাহিকায় গড়ে ওঠা জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্ম গ্রহণ করেছেন।পিতার চাকুরি সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করেছেন।উপরন্তু স্বামী তরুণ ঔপন্যাসিক Jahid Rahman বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার,যিনি চাকুরি এবং প্রফেশনাল স্টাডি এবং ট্যুরের কারনে ইউরোপ,এশিয়ার বহুদেশ ভ্রমণ করেছেন স্বস্ত্রীক।ফলশ্রতিতে কবি সাঈদা শাপলা জাতীয় এবং আন্তর্জাতিক বহুবিধ মানবীয় অভিজ্ঞতা অর্জন করেছেন।যার বাস্তবিক প্রতিফলন তাঁর "অনুচ্চারিত শব্দাবলি" কাব্যগ্রন্থে সুস্পষ্টরূপে প্রতীয়মান।
মূল্যায়ন:
"অনুচ্চারিত শব্দাবলি"র শব্দ চয়ন,শব্দ বিন্যাস এবং শব্দের ব্যবহার অতি আধুনিক এবং সমকালিন।যা কবির প্রথম প্রকাশিত বই হিসেবে নান্দনিক।তবে বইটির বিশেষ সীমাবদ্ধ দিক হলো ৬৪ টি কবিতার সিংহভাগই শহর কেন্দ্রিক,গ্রামিণ আবহ আরো বেশি সন্নিবেশিত হলে প্রেমময়- ভালোবাসা আরো বেশি হৃদয় স্পর্শি হতে পারতো।
সর্বোপরি-
"তোমাকে ভুলতে গিয়ে
সবকিছু ভুলে যাই
কিন্তু তোমাকেই ভোলা হয় না"
এই একটি স্তবকই যেন একটি মহাকাব্য।
শুভ কামনা ভাবি। পরবর্তি বইয়ের অপেক্ষায় থাকলাম।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....