বেলা শেষে পাখি - কেন পড়বেন? : মো সাগর ইসলাম | Bela Sheshe Pakhi : Mohammad Shagor Islam

এখন কিয়ামতের পূর্বসময় চলছে চারিদিকে থেকে ধেয়ে আসছে ফিতনা।পদে-পদে ঈমানধ্বংসকারী কথা ও কাজের ছড়াছড়ি। ঠিক সেই সময়ে অবতারণা হয়েছে কিছু উদীয়মান লেখকের। তারই ধারাবাহিকতায় মোহাম্মদ সাগর ইসলামের ‘বেলা শেষে পাখি’বইয়ের অবতারণা।

এক নজরে বই পরিচিতি💕
  • বই : বেলা শেষে পাখি - পাঠ প্রতিক্রিয়া
  • লেখক : মোহাম্মদ সাগর ইসলাম
  • প্রকাশন : ফাতিহ প্রকাশন
  • পৃষ্ঠা সংখ্যা : ১৭২
  • মুদ্রিত মূল্য : ২৫০৳
  • রিভিউ + ফটোগ্রাফি Firoza Ayat
বইটির বিষয়বস্তুঃ
‘বেলা শেষে পাখি’ বইটি মূলত আত্মশুদ্ধি ও অনুপ্রেরণামূলক।বক্ষমান বইটি আপনাকে দুনিয়ার মিথ্যা আকর্ষণ সম্পর্কে অবগত করে সত্য বাস্তবতা আপনার সামনে উন্মোচন করবে। চমৎকার এই বইটির লেখক মোহাম্মদ সাগর ইসলাম এবং প্রকাশিত হয়েছে ফাতিহ প্রকাশন থেকে।

বইটির বিশেষত্বঃ
_________________

দ্বীনের পথে ফেরার পর আমরা হয়তো আল্লাহর উপর তাওয়াককুল করি।কিন্তু শয়তান কিন্তু আল্লাহর উপর তাওয়াককুল করে না।শয়তান আমাদের আল্লাহর পথ থেকে বিছিন্ন করার প্রয়াস করেই যাবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের মৃত্যু হয়।দ্বীনের পথে ফেরার পর দ্বীনকে কিভাবে আঁকড়ে থাকবেন তারই ছোট প্রয়াস ‘বেলা শেষে পাখি’ বইটি।

পাঠ - পর্যালোচনাঃ
__________________

দুনিয়ার লোভ -লালসা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা থেকে দূরুত বাড়িয়ে দেয়।

কেবল জান্নাতকে আমাদের জীবনের লক্ষ্য স্থির করে বসে থাকলে চলবেনা।আল্লাহ যেন আমাদের জান্নাতের যাত্রীদের মধ্যে শামিল করেন -তার জন্য পাথেয় সংগ্রহ করতে হবে।আর পরকালের জন্য পাথেয় সংগ্রহ করার মাধ্যম হচ্ছে দুনিয়া।দুনিয়া কে কাজে লাগিয়ে কিভাবে চিরস্থায়ী বন্দোবস্তের জান্নাতের পাথেয় সংগ্রহ করতে হবে তারই বহিঃপ্রকাশ ‘বেলা শেষে পাখি ’।

বইটিতে বেশকিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের উম্মুক্ত পছন্দের বাইরে কোথায় জীবনের আসল উদ্দেশ্য লুকিয়ে তা অনুধাবন করতে পারি বইটি পড়ে।

সুখী জীবন বলতে আমরা বুঝি চিন্তামুক্ত একটি জীবন।কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় জীবনের পথ কখনোই সমান্তরাল হয়না।আলহামদুলিল্লাহ বইটি পাঠে প্রকৃত সুখের দিশা মিলেছে।

আমাদের জীবনে যতই দুঃখ-কষ্ট আসুক না কে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহিবিদরের ধৈর্যের বর্ণনায় 'বেলা শেষে পাখি বইটি পাঠে ব্যাপক প্রভাবিত হয়েছি।

লেখকের বেলা শেষে পাখি হয়ে ফেরার আহবানে মিছে স্বপ্নের মোহজাল ভেদ করে -বেলা শেষে পাখি হয়ে ফেরার নতুন এক সাড়া অনুভব করছি।

আলহামদুলিল্লাহ!

বইটির বিশেষ ভালোলাগা পাঠঃ
_____________________________

সুখ!বল তোমায় কোথা পাই?

সৌন্দর্যই মর্যাদার মাপকাঠি নয়!

দুনিয়ার দুর্নিবার মোহ

জীবনের বাঁকে বাঁকে

বন্ধু আমাকে জান্নাতে নিবে!

বল জান্নাত রয়েছে কোন পথে

ফেরার পর

প্রিয় উক্তিঃ
___________

“এই জীবনের যা কিছু চলে গিয়েছে তা ঠিক একটি স্বপ্নের মতো এবং যা কিছুই অবশিষ্ট রয়েছে, তা হলো আশা।”

যাবার আগেঃ
____________

সার্বিক দিক বিবেচনায় বইটির কভার, কভারের কালার কম্বিনেশন, ছাপা ও বাঁধাই ,পৃষ্ঠার কোয়ালিটি সবকিছুই সুন্দর ছিল মাশা-আল্লাহ। মনের আকুল আকুতি- বেলা শেষে পাখি হয়ে আজ তবে ফেরা হোক নীড়ে...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ