- বই:- বিষাদবাড়ি
- লেখক:- নাহিদ আহসান
- জনরা:- সমকালীন উপন্যাস
- প্রকাশনী:- জ্ঞানকোষ প্রকাশনী
- ব্যক্তিগত রেটিং:- [৮/১০]
- বইতে হাসি, বইতে বাঁচি।
- Review Credit 💕 Peal Roy Partha
বিষাদবাড়িতে তুলে ধরা হয়েছে শহুরে জীবন। ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ জীবনের বাস্তব কিছু খন্ডচিত্র। যেগুলো এই সমাজের আষ্টেপৃষ্টে জড়ানো কোনো গল্প। গল্পগুলো অপরিচিত নয়, নয় অচেনাও। বরং পরিচিত এক গল্প। হয়তো ওভাবে কখনো মানুষ একে অনুভব করতে পারেনি কিংবা চায়নি হয়তো! হয়তো একারণেই বইয়ের ফ্ল্যাপে লেখক লিখতে ভোলেন নি-‘এই অজানা গল্পটা হয়তো আমাদের সবার।’
লেখক নাহিদ আহসানের হাতে : বিষাদবাড়ি |
দুঃখ-কষ্ট, অন্যায়-অবিচার, অপহরণ, সাংসারিক টানাপোড়েনের গল্প, সাংসারিক জটিলতা এক-এক করে সবকিছুর উপস্থিতি লক্ষ করা যায় গল্পের প্লটে প্লটে। সামাজিক প্রেক্ষাপটে লেখা বিষাদবাড়িতে শুধুই কি বিষাদের সুর বহমান??
একটুখানি অস্বস্তিবোধ করেছি বইয়ের প্রোডাকশন নিয়ে। কেন জানি না ভেতরের কাজটা আমার কাছে ঠিক মনপুত হয়ে ওঠেনি! আরেকটু কি বেটার লুক দেয়া সম্ভব ছিল না? প্রচ্ছদ ভালো লেগেছে।
বন্ধুসম নাহিদ আহসান,
ভবিষ্যত আরও উজ্জ্বল হোক। আরও ভালো-ভালো লেখা আসুক তোমার থেকে। বেঁচে থাকুক সে। শুভকামনা বন্ধু।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....