ব্লাইন্ডসাইটেড বই পরিচিতি
- Title ব্লাইন্ডসাইটেড
- Author শাহেদ জামান
- Publisher নালন্দা
- Quality হার্ডকভার
- ISBN 9789849299295
- Edition 1st Published, 2018
- Number of Pages 284
- Country বাংলাদেশ
- Language বাংলা
গল্পটি ভীষণ ডার্ক, জায়গায় জায়গায় বেশ অস্বস্তিতে ফেলে দেয় কিন্তু বেশ লজিক্যাল। বইটিতে পুলিশ প্রসিডিওর ও ফরেন্সিক সায়েন্স এবং ক্রাইম ও ক্রাইম সীনের উপর বেশ জোর দেওয়া হয়েছে। এককথায় থ্রিলার বলতে যা বোঝায় বইটি পুরোপুরি তাই। লেখিকা কোন সময় নষ্ট না করেই একেবারে শুরুতেই একটি মার্ডার দিয়ে পাঠকের এটেনশন নিয়ে ফেলেছেন যা শেষ অবধি বজায় থাকে। ঝরঝরে লেখনী স্টাইল , একবার শুরু করলে বইটা শেষ না করা অবধি মন চঞ্চল থাকবে।
ক্যারেক্টার ডেভেলপমেন্ট দারুণ, প্রতিটি চরিত্রের ডিটেলিং-এর দিকে খেয়াল রাখা হয়েছে। সবার মাঝেই flaws আছে কিন্তু তাদের সাথে রিলেট করা যায়।
তিন জন প্রধান চরিত্র; সারা, জেফ্রি ও লেনা-এর পয়েন্ট অফ ভিউ থেকে কাহিনী বর্ণনা করা হয়েছে। এতে পাঠক আলাদা আলাদা কোণ থেকে ও ভিন্ন চরিত্রের দৃষ্টিভঙ্গী থেকে গল্পটি দেখার সুযোগ পাবে। এছাড়া এই তিনজনের ভিতরকার সম্পর্ক ভীষণ ইন্টারেস্টিং এবং এদের ব্যক্তিগত জীবনে যা ঘটে চলে তা কোনো না কোনোভাবে তদন্তের উপর প্রভাব ফেলে। নিঃসন্দেহে লেখিকা সম্পর্কের টানাপোড়েনগুলোকে ইন্টারেস্টিংভাবে পরিবেশন করতে পারদর্শী। PDF Download
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....