ব্রাহ্মণবাড়িয়ার ভাষার অভিধান।
লেখক: Monowarul Islam
প্রচ্ছদ- Suronjit Tanu
ভাষা প্রবাহমান নদীর মতো। প্রতিনিয়ত এখানে সংযোজন-বিয়োজন চলতে থাকে। উপভাষা বা আঞ্চলিক কথ্যভাষাও এর ব্যতিক্রম না।
ভাষা প্রবাহমান নদীর মতো। প্রতিনিয়ত এখানে সংযোজন-বিয়োজন চলতে থাকে। উপভাষা বা আঞ্চলিক কথ্যভাষাও এর ব্যতিক্রম না।
ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা নানা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এর উচ্চারণেও রয়েছে নিজস্বতা। আধুনিককালে দেখা যায় নানা কারণে ব্রাহ্মণবাড়িয়ায় চর্চিত বেশ কিছু শব্দ ক্রমশ অবলুপ্ত হতে চলছে। প্রধাণত ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে বিস্মৃতির অপঘাত থেকে সুরক্ষা এবং সংরক্ষণের জন্যই "ব্রাহ্মণবাড়িয়ার ভাষার অভিধান"।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....