সুনামের মতো একটা জিনিস ফাদার ঘনশ্যাম মণ্ডল মাঝে-মাঝে তারিয়ে তারিয়ে উপভোগ করেন। আবার এক-একটা সময় আসে, সুনামের আনন্দে বুঁদ হয়ে থাকতে পারেন না। অল্প সময়ের জন্য হলেও এইরকম ঘটনা তার জীবনে প্রায় ঘটে। কখনও তিনি কাগজে-কাগজে পৃথিবীর নবম আশ্চর্য হয়ে থাকেন, সাপ্তাহিকীর সমালোচনা স্তম্ভের বাগবিতণ্ডার মধ্যেও তাঁর ঠাই হয়ে যায়, ক্লাব আর ড্রইংরুমে তাঁকে নিয়ে মুখরোচক আড্ডা জমে সেইসব আড্ডায় তার নিপুণ আর বুদ্ধিদীপ্ত গোয়েন্দাগিরির অনুপুঙ্খ বর্ণনা অত্যন্ত ভুলভাবে পরিবেশন করা হয়। আর এই জিনিসটা বেশি করে ঘটে এই পশ্চিমবঙ্গেই। ফাদার ঘনশ্যামকে যারা জানে, তাদের কাছে এই গপ্পোগুলো বেশ বেখাপ্পা আর অবিশ্বাস্য মনে হয়। তা সত্ত্বেও, ডিটেকটিভ হিসাবে ফাদার ঘনশ্যামের অ্যাডভেঞ্চার কাহিনি অনেক ম্যাগাজিনেই বেরচ্ছে।
জি কে চেস্টারটনের ফাদার ব্রাউনের অনুসরণে অদ্রীশ বর্ধনের অনবদ্য সৃষ্টি ফাদার ঘনশ্যাম মণ্ডল ফিরে আসছেন মন্তাজ থেকে।
আজ প্রকাশিত হল বইয়ের প্রচ্ছদ। শিল্পী উজ্জ্বল ঘোষ।
পোস্টের ঋণ Kalpabiswa Publications
এই বইটির অরিজিনাল এডিশনটা কয়েকবার পুরোনো বইয়ের দোকানে ও গ্রুপে দেখতে পেয়েও মিস করেছি। দেখা যাক নতুনটা সাধ্যের মধ্যে হয় কি না! প্রচ্ছদটি ফাটাফাটি হয়েছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....