ঈশ্বর আসেন কথাবার্তা বলি | সালাহউদ্দীন জাহাঙ্গীর | isshor ashen kotha boli

  • ঈশ্বর আসেন কথাবার্তা বলি
  • লেখক : সালাহউদ্দীন জাহাঙ্গীর
  • প্রকাশনী : পুনরায় প্রকাশন
  • বিষয় : আধ্যাত্মিকতা ও সুফিবাদ
  • পৃষ্ঠা : 64, কভার : হার্ড কভার
  • আইএসবিএন : 9789843526861, ভাষা : বাংলা

ঈশ্বর, আসেন কথাবার্তা বলি

ঈশ্বর, আসেন কথাবার্তা বলি বাতচিত করি কিছু জরুরি বিষয় নিয়ে কিছু অদরকারি কথাও বলা দরকার আসেন, কথাবার্তা বলি
সবুজ পাতারা ঝরে যাচ্ছে দিন দিন গ্রিন হাউজ ইফেক্টের ফলে সমুদ্রের তলদেশ স্ফীত হচ্ছে পঞ্চাশ বছর পর তলিয়ে যাবে বঙ্গভূমির অর্ধেকটা; এক সকালে ঘুম ভেঙে দেখি, আঠারো থেকে ষোলো বছরে যুবতী হয়ে গেছে এ দেশের তাবৎ কিশোরী একুশ বছরের যুবক পরিণত হয়েছে আঠারোর গোঁফভাঙা বর; কথাবার্তা বলি নক্ষত্র ও ছায়াপথ নিয়ে গ্রহান্তরযাত্রা বিষয়ে আমাদের কিছু প্রশ্ন রয়েই যাচ্ছে এক আশ্চর্য মহামারী অক্টোপাসের মতো কাছে নয় দূরে সরিয়ে হরণ করে নিচ্ছে প্রাণান্ত জীবন কথা বলব করোনা ভাইরাস নিয়ে মানুষ সরে যাচ্ছে মানুষের স্পর্শ থেকে সকল প্রজ্ঞা-বিজ্ঞান বলছে ইয়া নাফসি ইয়া নাফসি আসেন, কথাবার্তা বলি এলিয়েন নিয়ে
আমরা কথা বলব নোবেল পুরস্কার ও খেলাফত নিয়ে তিকরিত, আলেপ্পো নাকি হেলমান্দে নির্বাচিত হবেন খলিফা— বিষয়টি সুরাহা হয়নি
শিয়া ও কুর্দি সম্প্রদায় নিয়ে আলোচনা করতে হবে ঢের
ঈশ্বর আসেন কথাবার্তা বলি 

মালয় এয়ারলাইন্সের বিমান হারিয়ে যাওয়া নিয়ে আমাদের দ্বান্দ্বিক জীবন হয়েছে আরও দ্বন্দ্বমুখর অন্ধকার বিম্বিসার মালয় সাগর ছেড়ে কবি জীবনানন্দ দাশ কেন জীবন তুলে দিয়েছিলেন ট্রাম-লাইনে, আমরা জানি না কেন যশোধা সর্বস্ব বিলিয়ে গৃহত্যাগী বুদ্ধকে বলেছিলেন— যেখানেই থাকো, ভালো থেকো; কথা বলতে হবে সাগর নদী ও বালিকাদের স্কুলড্রেস বিষয়ে ধর্ষণের জন্য পোশাক কতটা দায়ী — এর জবাব চায় কাশ্মিরের আট বছর বয়সী আসিফা আসেন, আলাপ করি অ্যালন মাস্কের স্পেস-এক্স নিয়ে
আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে ফসলি জমিতে বিষ দিয়ে খাচ্ছি মারোয়াড়ি সাদাভাত ধান, আখ, পাট মাড়িয়ে গড়ে ওঠছে ইপিজেড, উর্বর মাটির বুক পুড়ে দাউ দাউ করে জ্বলছে ইটভাটা; ছয় হাজার টাকার জন্য একজন পোশাককন্যা রাত কোথায় কাটাবে, আলোচ্যসূচিতে এটাও থাকা দরকার আমাদের জানা দরকার ক্লিওপেত্রা ও জুলকারনাইনের ইতিহাস কী ছিল তার নাম – আলেক্সান্দার নাকি সিকান্দার ইস্টার দ্বীপে মুখ ব্যাদান করে থাকা বিরাট বিশাল মূর্তিগুলোকে কে দিয়েছিল আসমানমুখী চিৎকারের অনুমতি কে কবে লেলিনকে বলেছিল— লাল রংয়ে পৃথিবীর মুক্তি পাওয়া যাবে অথচ পৃথিবী কেবল দেখেছে রক্তেরই রং হয় লাল আসেন, আলোচনা করি ভবিষ্যত পৃথিবীর মিথ্যা ইতিহাস নিয়ে
আমাদের বেদনাবিদগ্ধ জীবনেও হঠাৎ হঠাৎ হাসনাহেনা আসে নদী, পাহাড়, পাখিদের কাছে আমাদেরও আছে ক্ষমা চাওয়ার অধিকার

কথা বলব রাবেয়া বসরি ও মাদার তেরেসাকে নিয়ে আলোচনায় থাকুক শাপলাহত্যা এবং টুইন টাওয়ার জন্ম নিয়েই কেন একটি শিশু মায়ের উষ্ণ দুধের বদলে পান করল সুয়্যারেজ ড্রেনের গলিত তরল আমাদের ভাবতে হবে ভ্রূণহত্যার ব্যভিচার নিয়ে মসিহ ঈসার ক্রুশকাষ্ঠ ব্র্যান্ডিংয়ের মতো কীভাবে ব্যবসায়িক ব্র্যান্ডে পরিণত হলেন বিরহী চে আসেন, কথা বলি আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে
কথা বলব অ্যামাজন বনের অগ্নিকাণ্ড বিষয়ে বৃক্ষপোড়া ধোঁয়া যদি আকাশ স্পর্শ করতে পারে তাহলে আপনার আরশ কেন কাঁপে না সৃষ্টিপোড়ার চিৎকারে কথা বলব স্যোসাল মিডিয়ার বিভিন্ন স্ক্রিনশট নিয়ে আলোচনায় থাকতে হবে দিরিলিস এরতুগরুল এবং কঙ্গো গণহত্যা
বুকের মধ্যে ডাকবাকসো নিয়ে চলতে চলতে হলুদ রং ক্ষয়ে গেছে সমস্ত সিলগালা খামের ভেতর থেকে উঁকি দিচ্ছে নানান রকম ভাঁজভাঙা আমলনামা ভয়ে, লজ্জায়, কান্নায় গোঙাতে গোঙাতে ঘুমিয়ে গেছি অবেলায় একটা স্বপ্নও দেখিনি কখনো, গায়েবি আওয়াজ শুনিনি কোথাও আসেন, কথাবার্তা বলি সম্ভাব্য রোজ কেয়ামত নিয়ে
অনেক কথার স্ফুরণ সাজিয়ে ফেরিওয়ালার মতো আপনার দুয়ারে বেলা অবেলায় হাঁক দিই—রব্বিয়্যাল আ'লা শুনতে পান, প্লাবনের মতো হৃদজিকিরের কাতরধ্বনি অজস্র প্রশ্নের রোদন হাহাকার নিয়ে দাঁড়িয়ে থাকে কাতার ধরে আসেন, কথাবার্তা বলি দর্শনার্থী বেদনাহত হৃদয় নিয়ে

যেখানে হৃদয় থাকে, যেখানে রুহের করুণাধারা যেখানে আপনার প্রেমের অতল স্পর্শে প্রত্যেকদিন ঈশ্বর তালাশে সাহসী হচ্ছে প্রতিটি রুধির কণা আসেন, সেখানে বসে আমরা আমাদের একান্ত কিছু কথা বলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ