ক্রমিক খুনি - পাঠ-প্রতিক্রিয়া! | kromic khuni










মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? নাহ। সিরিয়াল কিলারের কাজ। এদের নৃশংসতা,হিংস্রতার কথা শুনলে বুকে কাঁপন ওঠে,আতঙ্ক ও ভয় চেপে ধরে মনে।
১০,৭০,১০০,১৭৫,২২০,৩০০ এগুলো নিছক সংখ্যা নয় সিরিয়াল কিলারদের কাছে,এগুলা এক একটা মৃত মানুষের অস্তিত্ব।যাদেরকে তারা খুন করেছে শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্য।
‘কুড়াল দিয়ে কুপিয়ে দেহটাকে করা হয়েছে নয় টুকরো।শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি করা হবে সাবান।
গাঢ় জমাটবাধা রক্তের সঙ্গে মেশানো হচ্ছে ময়দা,ডিম,চকলেট,চিনি ও দুধ- তৈরি করা হবে সুস্বাদু টি-কেক।’
বই সম্পর্কেঃ এই বইটিতে ৫১ জন পুরুষ ক্রমিক খুনি ও ১৪ জন নারী ক্রমিক খুনি সম্পর্কে লেখা আছে।তারা কোথায় থাকত,তাদের শৈশব কেমন ছিলো,তাদের খুনের নৃসংশ উপায়,তাদের কর্মকান্ড,তাদের শাস্তি ,তাদের খুনের সংখ্যা,তাদের ছদ্মনাম ও তাদের নিয়ে লেখা কিছু বই এর নাম এবং নির্মিত কিছু চলচ্চিত্রর নাম নিয়ে সাজানো হয়েছে বইটি।লেখক বিভিন্ন সিরিয়াল কিলারদের জীবনী সম্পর্কিত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে এই বইটিতে একত্রিত করেছে।
পাঠ-প্রতিক্রিয়াঃ আমার সিরিয়াল কিলারদের নিয়ে আগ্রহ আছে।তাদের সাথে কি হয়েছে তাই তারা এরকম পথ বেছে নিলো মানসিক শান্তির জন্য,নিশ্চই তারা জন্মগত খুনি ছিলো না বা তাদের মন মানসিকতাও নিশ্চই তখন থেকেই এমন ছিলো না।এসব কৌতুহল থেকেই মূলত আমার তাদের সম্পর্কে জানার আগ্রহ জেগেছিলো আগেই।শুধু সিনেমা বা গল্প উপন্যাসেই সিরিয়াল কিলার আছে এমন না বাস্তবেই এর অস্তিত্ব আছে।এই সব আগ্রহ কৌতুহল থেকেই এই বইটা কেনা।বইটা পড়ে আমি নতুন এক্কটা কিছু হলেও জানতে পেরেছি তাই আমার ভালো লেগেছে।কিন্তু আমি আরো বেশি ইনফরমেশন এক্সপেক্ট করছিলাম যে হয়তো আরেকটু ডিটেইলস এ জানতে পারব।তবে আমি বইটা উপভোগ করেছি।বইয়ের কিছু জায়গায় এসে শিহরণ অনুভব করেছি, কিছু জায়গায় খুনিদের নৃশংসতা দেখে মুখ কুঁচকে এসেছে।একটা বই থেকে নতুন কিছু জানতে পারার জন্যই আমার বই পড়া।তাই যেই বিষয়গুলো নিয়ে জানার ইচ্ছা আছে সেই বিষয়ের উপরে বই কিনি।যেহুত আমি নতুন তথ্য জেনেছি এই বই থেকে,বইটি আমার ভালোই লেগেছে
ব্যক্তিগত মতামতঃ লেখক অনেকগুলো খুনির জীবনী সম্পর্কে তথ্য নিয়ে খুব সংক্ষেপে বইটি সাজিয়েছে। সিরিয়াল কিলারদের নিয়ে যাদের আগ্রহ আছে তারা বইটি পড়ে দেখতে পারেন,হয়তো নতুন কিছু জানতে পারবেন
[বি.দ্র.- আমি গুছিয়ে রিভিউ লিখতে পারিনা,অল্প কয়েকটি শব্দের মাধ্যমে বইটি পড়ে আমার যেই মতামত তাই লিখেছি।আমার মতামত সবার সাথে নাও মিলতে পারে।আশা করি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন]
বইটিতে সিরিয়াল কিলিং সমর্থন করা হয়নি।খুনিদের সম্পর্কে জানাতে এবং আমরা যেনো সাবধান থাকতে পারি তাই বইটি লেখা।আশা করি শুধু জানার জন্যই বইটি পড়বেন,কেও সিরিয়াল কিলিং এর প্রতি উদ্বুদ্ধ হবেন না
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....