কুয়াশা সিরিজ PDF সকল পর্ব | লেখক কাজী আনোয়ার হোসেন | Kuasha Series PDF

  • Kuasha Series All Part Bangla PDF
  • Author : 
  • Book : Kuasha Vol-01 (1,2,3)
  • File Size : 6.5 MB
  • Total Page : Unknown 
  • Last Update: 22.6.2022
  • Click for Bangla
  • Viewed: 18058

কাহিনী সংক্ষেপ

প্রচন্ড শীত। মাঘের প্রথম। রাত দেড়টা। সেগুনবাগান। 
লোকালয় থেকে কিছু দূরের একটা বাড়ি। অনেকদিনের পুরানো বাড়ি, কিন্তু এখনও বেশ মজবুত আছে। বাড়ির একটা জানালার পাশে এসে দাঁড়ালো এক আগন্তুক। মোটা শিক দেওয়া জানালা। হাতে একটা বাক্স ছিল আগন্তুকের, সেটা খুলে ফেলল। ওটা কিসের যেন একটা যন্ত্র। খানিকক্ষণ নাড়াচাড়া করে রেগুলেট করে নিয়ে যন্ত্রটার মুখ শিকের নিচের দিকে ধরে একটা বোতাম টিপতেই মুহূর্তে আশ্চর্যজনক ভাবে গলে গেল লোহার গরাদ! শহীদ খানের কাছে একটা ফোন আসলো। লোহার গরাদ গলিয়ে টাকা-পয়সা সহ মানুষ উধাও। এ ঘটনা বারবার হতে লাগল। অনেকের বাড়ি একই পদ্ধতিতে চুরি। তদন্তে বেরিয়ে এলো এসবের পেছনে রয়েছে কুয়াশা। কে এই কুয়াশা? কী চাই সে? শহীদদের কেন কুয়াশার প্রতি এত মায়া? শহীদ-কামালের হারিয়ে যাওয়া বাবাদের এক বিদেশী বন্ধুর ফোন আসলো। শহীদ-কামাল-মহুয়া ছুটলো সুদূর আফ্রিকা। সেখানেও শহীদদের সাথে ছদ্মবেশে গেল কুয়াশা। সেখানে ভয়ানক কুমীরের খপ্পরে পড়লো কুয়াশা। তবে কী কুয়াশা মারা গেল? 
মিশরীয় নৃত্যশিল্পী জেবা ফারাহ ঢাকায় খুন হলো। কিন্তু কেন খুন হলো? গোরিলাসহ তার মালিক আসলে কে? মিশরের মরুভূমিতে গুপ্তধনের খোঁজে কুয়াশা। সেখানে দেখা হয়ে গেল জেবা ফারাহর সাথে। কিন্তু জেবা তো মৃত। তাহলে কে সেই মেয়ে? কুয়াশা কীভাবে উদ্ধার করবে গুপ্তধন? নেসার আহমেদের হাত থেকে বাঁচতে পারবে কুয়াশা? পূর্ব পাকিস্তানের বিশিষ্ট ধনপতি চৌধুরী আলী নকীব খুন হলো ভরা মঞ্চে। কে আসল খুনি? 

পাঠ প্রতিক্রিয়া

সেবার বই মানেই অসাধারণ এক যাত্রা। আমার তো খুবই ভালো লেগেছে। একগাদা রহস্য। মূল চরিত্র কুয়াশা সে নিজেই এক অদ্ভুত রহস্য। এখনো আমার কাছে কুয়াশা রহস্যের সমাধান হয়নি। কিন্তু তবুও চরিত্রটাকে খুবই ভালো লেগেছে। এক বইয়ে পাঁচটি গল্প। একেকটা গল্পেই একসাথে রহস্য, রোমাঞ্চ আর বিপদের স্বাদ উপভোগ করতে পারবে পাঠক। ছোট-বড় সবাই উপভোগ করতে পারবে বইটা। লেখক সম্পর্কে আমি বলার কে? সবাই জানে তিনি কত গুনি লেখক। আমরা শুধু তার লেখার জাদু উপভোগ করতে পারি। সেবা বই, প্রিয় বই, অবসরের সঙ্গী। এর বেশি আর কীই বা বলার আছে।
কুয়াশা সিরিজ
সেবা প্রকাশনীর কুয়াশা সিরিজ কাজী আনোয়ার হোসেনের অমর এবং কিংবদন্তী সৃষ্ট চরিত্র। ১৯৬৪ সালে ‘কুয়াশা-১’ নামে এই সিরিজের প্রথম বই প্রকাশিত হয়। অন্যায় অবিচারকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করাই এই সিরিজের মুল চরিত্রের প্রধান কাজ। পাঠকও এদের সাথে হারিয়ে যায় নানা অজানার পথে দুঃসাহসিক অভিযানে, উপভোগ করে রহস্য, রোমাঞ্চ ও বিপদের স্বাদ।

উইকিপিডিয়ায় বিস্তারিত দেখুন...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ