- বই : মানুষের মাংসের রেস্তোরাঁ
- Author মোজাফফর হোসেন
- Publisher পাঞ্জেরী পাবলিকেশন্স
- Quality হার্ডকভার
- ISBN 9789846345483
- Edition 1st Published, 2021
- Number of Pages 120
- Country বাংলাদেশ
- Language বাংলা
- ক্যাটাগরি: ছোটগল্প
- রেটিং :★★★★★/৫
'মানুষের মাংসের রেস্তোরাঁ ' মোট ২১টি গল্পের সংকলন। প্রতিটি গল্পই মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করবে।লেখক ডার্ক হিউমার কিংবা রূপকের আড়ালে একের পর এক বর্ণনা করে গেছেন সমাজের নিকৃষ্ট কিছু দিক। যেগুলো আমরা দেখেও না দেখার ভান ধরি কিংবা 'এটাই নিয়ম' বলে আমাদের মস্তিষ্কে সেট করে দিয়েছি।
খুন, ধর্ম নিয়ে ব্যবসা,পলিটিক্যাল স্যাটায়ার, পত্রিকা অফিসের পলিটিক্স, দুর্নীতি সবকিছুই এই গল্পগুলোতে উঠে এসেছে। যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।কিছু গল্প পড়ার সময় এমন হয়েছিলো যে নিজের অস্তিত্বটাকেই বিশ্বাস করতে পারছিলাম না।মনে হচ্ছিলো আমি এই কেমন সমাজে বসবাস করছি? এই সমাজ তো আমার যোগ্য না!!
২১টি গল্পের মধ্যে প্রায় সব গল্পই ভালো লেগেছে তবে শেষ মাথাটি কাটা যাওয়ার পর,মানুষের মাংসের রেস্তোরাঁ, খুনের সংবাদ ধরাতে,বিড়াল পোস্টমর্টেম, মসজিদ,গল্প না নিছক কল্পনা,পুনরুত্থান এই গল্পগুলো বেশি ভালো লেগেছে।কিছু গল্প দুবার করে পড়েছি।
মানুষের মাংসের রেস্তোরাঁ গল্পটির শেষ লাইনে এসে রীতিমতো ঘৃণায় আমার গা গুলিয়ে বমি আসছিলো।আফসোস একদলা থুতু ফেলেই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম।
সবাইকে বইটি পড়তে সাজেস্ট করব। তবে প্রস্তুতি নিয়েই পড়তে হবে।নাহয় এমন কিছু অস্বস্তিকর মুহুর্তের শিকার হতে হবে যা কল্পনার অতীত। আর ভুলেও আমার মতো একসাথে সব গল্প পড়ে যাওয়ার মতো ভুল করবেন না! রয়ে সয়ে, বুঝে বুঝে পড়তে হবে।আপনিও একটু অনুভব করুন না আমরা কেমন সমাজে আছি!!
লেখকের প্রতি কৃতজ্ঞ। এমন বই আমাদের উপহার দেওয়ার জন্য।
রিভিউ ও ছবি কৃতজ্ঞতা 💕 Ismat Jahan Sumaiya
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....