দা মিরাকলস অফ ইওর মাইন্ড (বাংলা) : ড. জোসেফ মার্ফি | The Miracles of Your Mind Bangla Anubad

  • দ্য মিরাকলস অফ ইয়োর মাইন্ড
  • লেখক : জোসেফ মারফি
  • প্রকাশনী : আদী প্রকাশন
  • বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
  • পৃষ্ঠা : 88, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2018
  • আইএসবিএন : 9789849244295, ভাষা : বাংলা
  • অনুবাদক: আদনান আহমেদ রিজন



"সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন যেটা নিয়ে আমার বরাবরের মতোই একটু বেশি আগ্রহ ! নিজেকে নিজের নিয়ন্ত্রণে নেয়া সেটা কার না ভালো লাগবে ! আপনি যা চিন্তা করলেন ঠিক সেরকম সব কিছু হলেত আর কথাই নেই ! সাবকনসাস মাইন্ড কে আপনার নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে কোনো কিছুই অসম্ভব নয় ! আপনি যা চান / হতে চান কিংবা করতে চান অবচেতন মনকে সেটা বুঝিয়ে দিন ! যা-কিছু আপনি সত্য বলে বিশ্বাস করেন আপনার অবচেতন মন ও সেগুলো সত্য বলে মেনে নেবে ! একবার তাকে ঠিকমতো বুঝিয়ে দিতে পারলে বাকিটা সে নিজে থেকেই করে নিতে পারবে ! "সিল কর খাম এর ভেতরে অথবা তালাবদ্ধ সিন্দুকের মাঝে কি আছে তাও বুঝে ফেলতে পারেন এই অবচেতন মনে সাহায্যেই"!

"বিদ্যুৎকে মানুষ যেভাবে ব্যবহার করতে পারে এই অবচেতন মনকে ও সে ভাবে ব্যবহার করতে পারতে হবে আপনাকে"


আগেই বলেছি সাবকনসাস মাইন্ড নিয়ে আমার অনেক বেশি কিউরিসিটি ! আমি আত্মউন্নয়নমূলক বই গুলোকে গল্পের বইয়ের মত আগ্রহ নিয়ে পড়ি ! এটার আসল কারণ হচ্ছে আমি ইতিমধ্যে আত্মউন্নয়নমূলক বই থেকে উপকার পেয়েছি ! খানিক উপকার নয় অনেক বড় ধরনের উপকার পেয়েছি ! নিজেকে উন্নত করেছি/করছি, এই বইটা ও সবসময়ের মতো একটা অসাধারন বই ছিল ! অনেক কিছু নতুন শিখতে পারলাম ! এখন সময় সে গুলোকে ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করার !

অনুবাদ টা খুবই সহজ এবং সাবলীল ভাষায় (ধন্যবাদ অনুবাদক কে) আপনার জীবনে কোন বইটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে !?

"দা মিরাকলস অফ ইওর মাইন্ড"
- ড. জোসেফ মার্ফি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ