এক নজরে বই পরিচিতি:
––––––––––––––––––
নাম: নীড়ে ফেরার আহ্বান ( বুক রিভিউ )
- লেখিকা: দীপ্তিময়ী টিম
- সম্পাদনা: তানজিল আরেফিন আদনান
- প্রকাশনী: আয়ান প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা: ২০০
- মুদ্রিত মূল্য: ৩৬০৳
- বস্তুত, আখিরাতের ব্যপারে মানুষ হচ্ছে মনভোলা জাতি। এই মনভোলা থেকেই মানুষ নিজের অবস্থান ভুলে গিয়ে– পথহারা হয়ে যায়। নীল-সবুজ পৃথিবীর চাকচিক্যের মোহে পরে, দুনিয়া ও বস্তুবাদের কড়াল গ্রাসে আক্রান্ত হয়ে, মানুষ ভুলে যায় তার সঠিক গন্তব্য, সঠিক পথ, সঠিক কার্যক্রম। শয়তানের ফাঁদে পড়ে, নফসের কুমন্ত্রণায়, সাময়িক আনন্দের তৃপ্তিতে হারিয়ে ফেলে নিজের নীড়, নিজের আত্ম পরিচয়, নিজের জীবনের মূল উদ্দেশ্য।
- আমাদের মাঝে এমনই কিছু মানুষ আছে, যারা ভুল পথে চলতে চলতে হঠাৎ করে সম্বিং ফিরে পায়। খুঁজতে থাকে আলোর সন্ধান। ফিরে পায় আপন ঠিকানার গন্তব্যস্থল। তেমন কিছু ব্যক্তিসত্ত্বার অন্তরাত্মা জাগ্রত হওয়া গল্পগুচ্ছ নিয়েই সাজানো হয়েছে “নীড়ের ফেরার আহ্বান” বইটি। দ্বীপ্তিময়ী টিমের কয়েকজন নবীন তরুণীদের কলমে প্রায় ‘২১ টি’ গল্পের সমাহার ফুটিয়ে তুলেছেন বইটিতে। বেদ্বীন থেকে যারা দ্বীনে ফিরেছে তাদের জীবনের উত্থান পতন গল্পে গল্পে তুলে ধরা হয়েছে বক্ষমাণ এই বইয়ে।
- বইটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে– অন্ধকার জগৎ থেকে আলোতে ফেরা, সমুদ্রের জলে হাবুডুবু খেয়ে তীরে ফেরা, দ্বীনের বুঝ পেয়ে আল্লাহর পথে ফিরে আসা তরুণ-তরুণীদের অনুভূতি কেমন হয়, তার বাস্তব চিত্র সাহিত্যের মোড়কে গল্পে গল্পে তুলে ধরা হয়েছে। গল্পের মোড়কে দেখানো হয়েছে নীড়ে ফেরার পর আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা, রহমতের আশ্রয়ে নিজেকে সমর্পণ করার অনুপম অনুপ্রেরণা। সূচিপত্রের কিছু আকর্ষণীয় গল্পের নাম হচ্ছে– “ভালোবাসা হোক কেবল আল্লাহর জন্য, জান্নাতের সবুজ পাখি, শরতের আকাশে হিদায়াতের সুবাস, নীড়ে ফেরা, আখলাকে দাওয়াহ, পরশপাথরের ছোঁয়া, বন্ধুত্ব, নেয়ামত, হৃদয়ের বন্ধন।”
- চোখ ধাঁধানো এই রঙ্গিন শহরে আমাদের উদ্দেশ্যহীন জীবনগুলোতে সম্বিৎ ফিরে পেতে, মাঝে মধ্যে একটুর জন্য হলেও ভাবনার করিডরে ডুব দেয়া দরকার। দুনিয়াকে পেয়ে, দুনিয়ার মোহে পরে যে আমরা আমাদের প্রকৃত গন্তব্য ভুলে যাচ্ছি, জীবনের সাথে এক উদ্দেশ্যহীন ফলশূন্য অংক কষছি, সেই ভাবনার সাগরে খুব করে ডুব দেয়া প্রয়োজন। এই বইটা আপনাকে সেই ভাবনার সাগরের অতল গহ্বরে নিয়ে যাবে। বইয়ের প্রতিটি লেখা আপনাকে আপনার জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য করবে। গল্পে গল্পে নতুন নতুন দিক উন্মোচিত করবে আপনার দৃষ্টিপটে। আপনার অন্তরকে করবে বিগলিত, মনকে করবে আখিরাতমুখী, খুঁজে ফিরবে জীবনের নীড়। উদ্দেশ্যহীন জীবনে খুঁজে পাবেন, আপন ঠিকানা; আপন নীড়।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....