অতঃপর কবি মঞ্চে উঠিলেন : মনোয়ারুল ইসলাম

অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটিতে কি আছে?

  • বইয়ের নাম - অতঃপর কবি মঞ্চে উঠিলেন | রিভিউ
  • লেখক - মনোয়ারুল ইসলাম
  • প্রকাশনী - নালন্দা
  • প্রচ্ছদ - সুরঞ্জিত তনু ( রাহুল চন্দ্রের আঁকা অবলম্বনে)
  • পৃষ্ঠা সংখ্যা - ২৫২
  • মূল্য - ৫০০ টাকা।
❝ 𝙏𝙝𝙚 𝙥𝙤𝙚𝙩 𝙞𝙨 𝙖 𝙡𝙞𝙖𝙧 𝙬𝙝𝙤 𝙖𝙡𝙬𝙖𝙮𝙨 𝙨𝙥𝙚𝙖𝙠𝙨 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝. ❞
- 𝙅𝙚𝙖𝙣 𝘾𝙤𝙘𝙩𝙚𝙖𝙪

পাঠ সংক্ষেপ -

❝ রক্তের নেশা, ভয়ানক নেশা। যে একবার রক্ত দেখে সে বারবার রক্ত দেখতে চায়। ❞

অতঃপর কবি মঞ্চে উঠিলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র কবিরকেও পেয়ে বসেছে রক্তের নেশায় । একে একে তুলে আনছে ঢাকা শহরের মেয়েদের। অপহরণের কিছুদিনের মধ্যেই তাদের লাশ পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। প্রতিটি লাশের সাথে পাওয়া যাচ্ছে জীবনানন্দের একটি কবিতা। এই কাজে তাকে প্লাস পয়েন্ট দিচ্ছে তারই বংশগত এক বিরল রোগ (?)

ঢাকা শহরের এই নির্মম হত্যার কেসের দায়িত্ব দেয়া হয় পিবিআইয়ের আসিফ আলীকে। কেস হতে নিয়েই দিশেহারা হয়ে উঠেন তিনি। একদিকে খুনি মেতে উঠেছে হত্যালীলায় অপরদিকে পাওয়া যাচ্ছে না কোনো ক্লু যা দিয়ে অপরাধীকে শনাক্ত করা যাবে। একটি খুনের তদন্ত করতে না করতেই ঝরে পড়ছে আরেকটি জীবন। এই অবস্থায় আশার আলো নিয়ে আসে, ১৯৯৬ সালের কেস জীবনানন্দ।

একটি মফস্বল এলাকার সাধারণ এক নাপিত রমেশ। তার আড়ালেও লুকিয়ে আছে চমকপ্রদ অতীত।

আরো আছেন, আফজাল আজিম। সাবেক পুলিশ অফিসার। তিনিই ১৯৯৬ সালের জীবনানন্দ কেসের লিড দিচ্ছিলেন। এই কেস তার ব্যর্থতার কারণে তাকে বদলি করে দেওয়া হয় বান্দরবনে। সেখানে তার সাথে ঘটে যায় ভয়ানক কিছু ঘটনা।

আসিফ আলী কি পারবে হত্যা রহস্যের সমাধান করতে? রমেশেরই বা রয়েছে কি অতীত? কেনই বা আফজাল আজিম ব্যর্থ হলেন জীবনানন্দ কেসে? আর সবচেয়ে বড় কথা প্রতিটি ঘটনাই কি একে অপরের সঙ্গে যুক্ত?

পাঠ প্রতিক্রিয়া -

অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটির শুরুই করা হয়েছে একটি জবরদস্ত কবিতা দিয়ে।

❝ আমি কবি -
মৃতদের নিয়ে আমার বসবাস
আমি কবি -
রক্তের রঙেই আমার উল্লাস। ❞

বেশ আশা নিয়ে অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটি শুরু করেছিলাম। বইটির ভেতরে প্রবেশ করেই কবি কবিতা ও ভয়াবহতার শিকার হলাম। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। প্রতিটি গল্প আলাদা আলাদা মনে হচ্ছিল। যেন একই বইয়ে অনেকগুলো গল্প। তবে যত এগোই ঘটনাগুলো একে অপরের সঙ্গে জড়াতে শুরু করে।

 অতঃপর কবি মঞ্চে উঠিলেন উপন্যাসে লেখক টুইস্ট দিতে কোনো কার্পণ্য করেননি। যখনই মনে হয় গল্প ধরে ফেলেছি; তখনই কোনো টুইস্ট সবকিছু এলোমেলো করে দেয়।

অতঃপর কবি মঞ্চে উঠিলেন এর লেখক সম্পূর্ণ বইয়ে বেশ দক্ষতার সাথে পাঠকের আগ্রহ ধরে রাখতে পেরেছেন। বিশেষ করে শেষের চ্যাপ্টারগুলোতে টান টান উত্তেজনা কাজ করেছে।

বাড়তি কথাবার্তা -

অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটিতে কিছু ঘটনা আমার কাছে একটু বেশিই কাকতালীয় লেগেছে। যেমন - হাসপাতাল থেকে আফজাল আজিমের বাচ্চা চুরি করার পর যখন আফজাল আজিম একটি বাচ্চা কিনে নেন। তখন তিনি না জেনে তার নিজের বাচ্চা কিনে নেন। এই বিষয়ে আমার একটু খটকা লাগে।

চরিত্রয়ন -

অতঃপর কবি মঞ্চে উঠিলেন ২৫২ পৃষ্ঠার মধ্যে চরিত্রের সংখ্যা তুলনমূলকভাবে বেশি। কিছু চরিত্রের গাঁথুনি আমার কাছে তুলনমূলকভাবে দুর্বল লেগেছে। এর মধ্যে রমেশ ও মজনু চরিত্র দুটি অন্যতম।

বানান ও সম্পাদনা -

অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটিতে অনেকগুলো বানান ভুল আছে। যেমন - ৫৭ পৃষ্ঠার ১০ নং লাইনে শাকিল নামটি শালিক হয়ে গেছে। আবার, ২৩৮ পৃষ্ঠায় নিরপরাদ লেখা হয়েছে যা নিরপরাধ হবে।

প্রচ্ছদ ও প্রকাশনা -

অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটির প্রচ্ছদ ও ফ্ল্যাপ দেখেই মূলত বইটি নিয়েছিলাম। তার ওপর নালন্দার প্রকাশনা সবসময়ই প্রিমিয়াম হয়। তবে ২৫২ পৃষ্ঠার একটি বইয়ে কোনো ফিতা দেওয়া হয়নি। এদিক দিয়ে আমি কিছুটা অসন্তুষ্ট।

Review - ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য | Bankbebostha O Takar Gopon Rohossho - New!

অলৌকিক : সালমান হক সম্পাদনা | Aloukik : Salman Hoq

অ্যাবসেন্টিয়া : এম.জে.বাবু - রিভিউ | Absentia : MJ Babu Books

আফ্রিকার খঞ্জর - বইটি কেন পড়বেন? : আল আমিন সরল | Africar Khonjor - Why Read?

আমার দুআ আমার যিকর : শিশু কিশোরদের ইসলামী বই | Amar Dua Amar Zikir

আরবি রস (দ্বিতীয় খণ্ড) লেখক : আবদুল্লাহ মাহমুদ নজীব | Arbi Rosh 2nd Part | Abdullah Mahmud Nojib

ইলম ও আলিমের ফজিলত : মাওলানা সাদেক কাসেমি খায়রাবাদি | Ilm O Alimer Fojilot : Mawlana Sadek Khasemi Khairabadi

একজন আলোকিত মানুষের গল্প শোনো : Akjon Alokito Manusher Golpo Shono

এখন যৌবন যার - লেখক : মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী | Jowbon Akhon Jar : Mawlana Zulfikar Ahmed Naskhbondi

এসো আমার ঘরে - কেন পড়বেন? শানজানা আলম | Esho Amar Ghore : Shahnaza Alom

কাইজেন - কেন পড়বেন? সারাহ হার্ভে | Kaizen : Sarah Harvey

কে তিনি বইটি বইটি যে কারণে আপনার পড়া উচিত | Ke Tini

জীবনে রোদ্দুরে লেখক : সাবের চৌধুরী | Jiboner Roddure : Saber Chowdhury

দিমেন্তিয়া : এম. জে. বাবু - পাঠ প্রতিক্রিয়া! | Dimentiya : M.J. Babu Books

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ