পাঠক শিশু গড়তে হলে | লেখক ড. আব্দুল কারীম বাক্কার | Pathak Shishu Gorte Hole

  • বই : পাঠক শিশু গড়তে হলে
  • লেখক : ড. আব্দুল কারীম বাক্কার
  • প্রকাশনী : দারুল কারার পাবলিকেশন্স
  • বিষয় : সন্তান প্রতিপালন
  • পৃষ্ঠা : 111, কভার : পেপার ব্যাক

বর্ণিত আছে : ঈসা বলেন, “শুধু রুটিই মানুষকে বাঁচিয়ে রাখে না” আর এটাই প্রকৃত বাস্তব কথা। কেননা আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টিই করেছেন রকমারি প্রয়োজনের প্রতি মুখাপেক্ষী করে। আর সে প্রয়োজনের সামান্য অংশই দখল করে আছে খাদ্য-পানি। আমাদের মেধার উন্নতি, আত্মিক ও আধ্যাত্মিক ক্ষুধার পরিতৃপ্তির শেকড়ের সাথেই জড়িয়ে আছে-আমাদের মানবীয় উন্নতি আর মনুষত্বের পূর্ণতা। 

এ কথা ইতিহাস জুড়েই পরিচিত যে, মানুষের জ্ঞান ও আত্মিক প্রয়োজনের চেয়ে শারিরীক ও জৈবিক প্রয়োজন অধিকতর স্পষ্ট ও তীব্র। এর কারণও অস্পষ্ট নয়, শারিরীক ও জৈবিক প্রয়োজনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে মানুষের অস্তিত্ব; পক্ষান্তরে-জ্ঞান ও আধ্যাত্মিক তৃপ্তির সাথে জড়িয়ে আছে রহস্যে ভরা মহান আল্লাহ তা'আলার পরিচয়। নিখুঁত বাঁধনে আঁটা ইসলামী জ্ঞানের আকাশচুম্বী ইমারত। 

এ-রশিতে আঁকড়ে ধরেই মানব সভ্যতা খুঁজে পায় প্রকৃত সফলতা। নিজেকে আবিষ্কার করে এক অনন্য উচ্চতায়। বিশ্ব-জগৎকে দেখতে শিখে প্রকৃত চশমায়। কিন্তু স্বভাবজাত প্রয়োজন হওয়া সত্ত্বেও এগুলো মানব চেতনার সোনালী সারিতে সন্নিবেশিত হয়নি।

সম্পাদকের কথা

ইবনুল কাইয়্যম জাওয়ী তাঁর বিখ্যাত গ্রন্থ মিফতাহু দারি আস-সায়াদাহ'তে লিখেছেন—“অজ্ঞতা হলো এমন একটি বৃক্ষ যেখান থেকে সমস্ত অনিষ্টতার জন্ম নেয়।” আর এই অজ্ঞতাকে দূর করতে প্রয়োজন বই পড়ার অভ্যাস গড়ে তোলা। পড়া এবং বইয়ের সাথে জীবন কাটানোর মাধ্যমে একজন মানুষ তার জীবনের সাথে আরো জীবনকে যুক্ত করতে পারে। সেটা হতে পারে তার এই পৃথিবীতে জীবদ্দশায়, যেখানে সে তার এই জীবনকে অধিক বেশি আনন্দের সাথে ইতিবাচকভাবে এবং ফলপ্রসূভাবে উপভোগ করতে পারবে। আর পৃথিবী থেকে চলে যাওয়ার পর তিনি পাবেন আরেকটি জীবন, কারণ সেই ব্যক্তিটি যে জ্ঞান রেখে যাবেন সেটা দ্বারা মানুষ উপকৃত হবে এবং তাঁর মৃত্যুর পরে মানুষ তাঁকে স্মরণ করবে- এ যেন আরেকটি জীবন।

এটা বলতেই পারি যে, শিশুদের মাঝে বই পড়ার কল্যাণকর এই অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে উস্তাদ ড. আব্দুল কারীম বাক্কার (হাফিজাহুল্লাহ)-এর এ বইটি। লেখক অত্যন্ত সুনিপূনভাবে শিশুদের বয়সের বিভিন্ন ধাপকে বিবেচনা করে গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে কিভাবে তার মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় তা তুলে ধরেছেন সূচারুরূপে। একইভাবে শিশুদের মাঝে পড়ার অভ্যাস গড়ে ওঠার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোর সমাধানসহ উল্লেখ করেছেন।

বইটি অত্যন্ত চমৎকার ও যুগোপযোগী। বইটি পড়তে গিয়ে শাইখ বিন বায এর একটি উক্তি আমার দৃষ্টিগোচর হয়। তিনি বলেছেন, “পড়ার প্রতি ভালোবাসা পরকালের নিয়ামতের পূর্বে দুনিয়াতেই দেওয়া মুমিনদের জন্য একটি নিয়ামত।”

পরিশেষে আমি এই বইয়ের সাথে জড়িত সকলের কল্যাণ কামনা করছি। আল্লাহ তা'আলা যেন তাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করে নেন।

আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাকারেম আল-আখলাক ফাউন্ডেশন, উত্তরা, ঢাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ